কারেন্ট অ্যাফেয়ার্স ২৮ জুন ২০২২

319
0
daily current affairs
Courtesy: India.com

আন্তর্জাতিক
  • হলোকস্টের যুদ্ধাপরাধের বিচারে প্রবীণতম ব্যক্তিকে শাস্তি দিল জার্মানির আদালত। নাতসি কনসেনট্রেশন ক্যাম্পের ওই প্রাক্তন রক্ষীর বয়স ১০১। তাঁকে ৫ বছরের কারাদণ্ড দেওয়া হল। তবে বয়স ও স্বাস্থ্যের কারণে তার বাস্তবায়ন নিয়ে সংশয় রয়েছে।
  • দক্ষিণ-পশ্চিম কলোম্বিয়ার টুলুয়া শহরে অগ্নিদগ্ধ হয়ে প্রাণ হারালেন ৫১ জন কারাবন্দি। জেল থেকে পালানোর জন্য নিজেরাই অগ্নিসংযোগ করেছিলেন সেখানে।
  • অস্ট্রেলিয়ার ৪০ শতাংশ মানুষ কোনো ধর্মেই বিশ্বাস করেন না বলে জানাল অস্ট্রেলিয়ান ব্যুরো অব স্ট্যাটিসটিক্স।

 

জাতীয়
  • জি-৭ গোষ্ঠীর শীর্ষ সম্মেলনের পর কয়েক ঘণ্টার সফরে সংযুক্ত আরব আমিরশাহি গেলেন নরেন্দ্র মোদী। তাঁকে বিমানবন্দরে স্বাগত জানালেন সে দেশের রাষ্ট্রপতি মহম্মদ বিন জোয়েদ আল নাহয়ান। প্রসঙ্গত, গত মে মাসেই দুদেশের মধ্যে সামগ্রিক অর্থনৈতিক অংশশীদারি চুক্তি স্বাক্ষরিত হয়েছে।
  • রাজস্থানে এক মাসের জন্য ১৪৪ ধারা জারি করা হল। ধর্মীয় উন্মাদনার জেরে রাজস্থানের উদয়পুরে কানহাইয়া নামে ওই ব্যক্তিকে বহু লোকের সামনেই হত্যা করা হল।

 

খেলা
  • একুশ শতকের প্রথম মহিলা খেলোয়াড় হিসেবে টানা ৩৬টি ম্যাচ জেতার রেকর্ড করলেন ইগা শিয়নটেক। মেয়েদের সিঙ্গলসে তিনি এদিন উইম্বলডনে ইয়ানা ফেটকে হারিয়ে এই নজির গড়লেন।
  • ডাবলিনে টি-টোয়েন্টি ম্যাচে ৪ রানে ভারত পরাস্ত করল আয়ারল্যান্ডকে। শতরান (৫৭ বলে ১০৪) করলেন ভারতের দীপক হুদা। চতুর্থ ভারতীয় ব্যাটার হিসাবে আন্তর্জাতিক টি টোয়েন্টিতে শতরান করলেন তিনি। হার্দিক পান্ডিয়ার অধিনায়কত্বে ভারত প্রথম সিরিজেই ২-০ ব্যবধানে জয়ী হল।

 

বিবিধ
  • রিলায়েন্স জিয়ো ইনফোকম সংস্থার নন এগজিকিউটিভ ডিরেক্টর তথা চেয়ারম্যান পদে নিযুক্ত হলেন মুকেশ-নীতু আম্বানীর বড় ছেলে আকাশ অম্বানী। তিনি মার্কিন যুক্তরাষ্ট্রের ব্রাউন বিশ্ববিদ্যালয় থেকে অর্থনীতির স্নাতক।
  • ভারতীয় বংশোদ্ভূত আইরিশ বিলিয়নিয়ার ভারত-ইউরোপের অন্যতম ধনী ব্যক্তি এবং আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন ব্যবসায়ী ও নির্মাণ সংস্থা শাপুরজি পালোনজির কর্ণধার পালোনজি ৯৩ বছর বয়সে প্রয়াত হলেন বোম্বাইয়ের বাস ভবনে। নির্মাণ সংস্থা ও রিয়েল এস্টেট দিয়ে ব্যবসা শুরু করেছিলেন। বিশ্বের অন্যতম ধনী ব্যক্তিদের একজন ছিলেন। রিজার্ভ ব্যাঙ্ক অব ইন্ডিয়া, এইচএসবিসি ব্লিডিং, তাজ ইন্টারকন্টিনেন্টাল সহ বহু বিখ্যাত বিল্ডিং তৈরির কৃতিত্ব শাপুরজি পালনজি কোম্পানির। মুম্বাইয়ের বিখ্যাত স্পোর্টস স্টেডিয়াম, দিল্লির জওহরলাল নেহরু স্টেডিয়াম তাঁদেরই নির্মাণ। নির্মাণ সংস্থা ছাড়াও সিমেন্ট, `ইউরেকা ফোর্বস’ ও এই গোষ্ঠীর।