কারেন্ট অ্যাফেয়ার্স ৩০ অক্টোবর ২০২২

368
0
daily current affairs
Courtesy: NDTV.Com

আন্তর্জাতিক
  • সোমালিয়ায় মারণ জঙ্গি হামলায় শতাধিক ব্যক্তি হলেন । সোমালিয়ার রাজধানী মোগাদিশুতে শিক্ষা মন্ত্রকের বাইরে জোড়া গাড়ির বিস্ফোরণ ঘটায় জঙ্গিরা।আল শাবাব গোষ্ঠী এই হামলা চালিয়েছে বলে সন্দেহ করা হচ্ছে ।
  • দক্ষিণ কোরিয়ার সিওলে হ্যালোউইন পার্টিতে পদপিষ্ট হয়ে প্রাণহানির সংখ্যা বেড়ে হল ১৫৪ । নিহতরা সকলেই বয়সে তরুণ । নিহতদের মধ্যে ৯৭ জন মহিলা । সিওলের ইটাওন অল্পবয়সীদের কাছে জনপ্রিয় পাব, বার, রেস্তোরাঁর জন্য । সেখানেই হ্যালোউইন পার্টি চলার সময় অতিরিক্ত ভিড়ে পদপিষ্ট হন কয়েকশো মানুষ । মার্কিন যুক্তরাষ্ট্র, চিন, ব্রিটেন, রাশিয়াসহ কুড়িটি দেশের নাগরিকরা রয়েছেন হতাহতের তালিকায় ।
জাতীয় 
  • প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী গুজরাট সফর করছেন। তার মধ্যেই একটি সেতু ভেঙে অন্তত ৯১ জনের মৃত্যু হল। মোরবি জেলার মাচ্চু নদীর উপর ওই ঝুলন্ত সেতু ভেঙে আহতও হন বহু মানুষ। রক্ষণাবেক্ষণের পর পাঁচ দিন আগেই নতুন করে চালু করা হয়েছিল সেতুটিকে। ছ’দিনের মাথাতেই ভেঙে পড়ল সেটি।
  • সিবিআই-কে দেওয়া তদন্তের অনুমতি প্রত্যাহার করল তেলেঙ্গানার চন্দ্রশেখর রাও সরকার। এর ফলে সেরাজ্যে কোনও তদন্তে গেলে আগে রাজ্য সরকারের অনুমতি নিতে হবে সিবিআই – কে। নবম রাজ্য হিসেবে এই পদক্ষেপ নিল তেলেঙ্গানা।
  • আক্রান্ত হল গান্ধি মূর্তি। মধ্যপ্রদেশের খান্দুয়া জেলায় মোহনদাস করমচাদঁ গান্ধির আবক্ষ মূর্তি ভাঙচুর করে দুষ্কৃতীরা।
 খেলা
  • টি টোয়েন্টি বিশ্বকাপ ক্রিকেটের ম্যাচে ভারতকে হারিয়ে দিল দক্ষিণ আফ্রিকা। তারা জয়ী হল ৫ উইকেটে। অন্য ম্যাচে ৩ উইকেটে জিম্বাবোয়েকে হারিয়ে দিল বাংলাদেশ। পাকিস্তান ৬ রানে জয়ী হল নিউজিল্যান্ডের বিপক্ষে।
  • মহিলাদের অনূর্ধ্ব ১৭ বছর ফুটবল বিশ্বকাপে চ্যাম্পিয়ন হল স্পেন। গোয়ায় এদিন ফাইনালে তারা ১-০ গোলে হারিয়ে দিল কলম্বিয়াকে । এই নিয়ে পরপর দুবার এই ট্রফি জিতল স্পেন ।

বিবিধ

  • গুজরাটের বরোদায় টাটা গোষ্ঠীর নিজস্ব কারখানায় এয়ারবাস সংস্থার সহায়তায় বায়ুসেনার পণ্যবাহী বিমান সি ২৯৫ নির্মাণ প্রকল্পের শিল্যান্যাস করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ।