কারেন্ট অ্যাফেয়ার্স ১১ ডিসেম্বর ২০২২

224
0
daily current affairs
Courtesy: Reuters

আন্তর্জাতিক

  • কানাডার অন্যতম সরকার স্বীকৃত ভাষা হিসেবে সিন্ধি ভাষাকে স্বীকৃতি দেওয়ার দাবি জানানো হল । কানাডার হাউস অব কমন্সে এই দাবি তুললেন সাংসদ জেরেমি প্যাটজার । পাকিস্তানের সিন্ধু প্রদেশের মানুষের ভাষা হল সিন্ধি ।
  • মানবাধিকার কর্মী অ্যালেস বিয়ালিয়াতস্কি বন্দি রয়েছেন বেলারুশের কারাগারে । তাঁর হয়ে এদিন স্টকলহোমে নোবেল শান্তি পুরস্কারগ্রহণ করলেন তাঁর স্ত্রী নাতালিয়া পিনচুক । তাঁর লিখিত বক্তব্য অনুমোদন করেনি বেলারুশ কতৃপক্ষ ।

জাতীয়

  • গোয়ায় একটি নতুন আন্তর্জাতিক বিমানবন্দরের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী । গোয়ার মোপায় এই নতুন বিমানবন্দর তৈরিতে খরচ হয়েছে ২,৮৭০ কোটি টাকা। বর্তমানে বছরে ৪৪ লক্ষ যাত্রীকে পরিষেবা দিতে পারবে বিমানবন্দরটি। ২০১৯ সালে প্রয়াত হয়েছিলেন গোয়ার মুখ্যমন্ত্রী মনোহর পারিক্কর। তাঁর নামেই নামাঙ্কিত বিমানবন্দরটি । এদিন মহারাষ্ট্রের নাগপুরে ওয়ারধা রোড এলাকায় অল ইন্ডিয়া ইনস্টিটিউট অব মেডিক্যাল সায়েন্সেস (এইমস) -এরও উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী । ৩৮টি বিভাগযুক্ত এই হাসপাতাল গড়তে ১৫৭৫ কোটি টাকা ব্যয় হয়েছে । এদিন নাগপুর – বিলাসপুর বন্দে ভারত এক্সপ্রেস এবং নাগপুর মেট্রোর প্রথম পর্বেরও উদ্বোধন করলেন তিনি।

 

  • পশ্চিমবঙ্গের প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক পদে  নিয়োগের জন্য ‘টেট’( টিচার্স এলিজিবিলিটি টেস্ট ) -এ বসলেন ৬,১৭,৪৫৩ জন প্রার্থী । ফর্ম পূরণ করেছিলেন ৬,৯০,৯৩২ জন।  ২০১৭ সালের পর পুনরায় এদিন এই পরীক্ষা নেওয়া হল কড়া নিরাপত্তা ব্যবস্থার মধ্য দিয়ে ।  ১৪৬০ কেন্দ্রে এই পরীক্ষা নিয়েছে রাজ্যের প্রাথমিক শিক্ষা পর্ষদ ।
  • এদিন সিমলায় হিমাচল প্রদেশের ১৫তম মুখ্যমন্ত্রী হিসাবে শপথ নিলেন সুখবিন্দর সিং সুখু। এদিনই হিমাচল প্রদেশের উপমুখ্যমন্ত্রী পদে শপথ নিলেন মুকেশ অগ্নিহোত্রী।কোনও কোনও মহল থেকে দাবি করা হলেও প্রাক্তন মুখ্যমন্ত্রী মহারাজা বীরভদ্র সিংয়ের স্ত্রী প্রতিভা সিংকে মুখ্যমন্ত্রী করা হয়নি।

খেলা

  • অভিষেক টেস্টে পাকিস্তানের ক্রিকেটারদের মধ্যে সবচেয়ে বেশি উইকেট নেওয়ার রেকর্ড করলেন আবরার আহমেদ।  অভিষেক টেস্টের দুই ইনিংসে তাঁর প্রাপ্তি ১১ উইকেট।  এর ফলে আবরার ছুঁয়ে ফেললেন মহম্মদ জাহিদের ২৮ বছর আগের রেকর্ড। জাহিদও ১৯৯৬ সালে তাঁর অভিষেক টেস্ট ম্যাচে ১১টি উইকেট নিয়েছিলেন।
  • অ্যাডিলেডে দিনরাতের টেস্ট ম্যাচ জিতে নিল অস্ট্রেলিয়া । সেখানে ওয়েস্ট ইন্ডিজকে ৪১৯ রানে হারিয়ে দিল তারা । জয়ের জন্য ৪৯৭ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে ক্যারিবিয়ানদের দ্বিতীয় ইনিংস শেষ হয়ে গেল মাত্র ৭৭ রানে। দুই টেস্টের সিরিজে  ২-০ ব্যবধানে জিতল অস্ট্রেলিয়া।
  • কাতার বিশ্বকাপ ফুটবলের বাকি ম্যাচগুলো হবে ‘আল হিলম’ বলে । এই আরবি শব্দের অর্থ স্বপ্ন । এর আগের ম্যাচগুলো খেলা হয়েছে ‘আল রিহলা’ বলে ।

বিবিধ

  • বাড়ি থেকে হেঁটে কর্মক্ষেত্রে যাওয়ার সংখ্যায় মেয়েরাই বেশি । মহিলাদের ক্ষেত্রে এই পরিমাণ শতকরা ৪৫.৪। পুরুষদের ক্ষেত্রে তা ২৭.৪ শতাংশ।রাষ্ট্রসঙ্ঘের একটা রিপোর্টে এই দাবি করা হয়েছে।
  • রাত এগারোটার সময় রাস্তায় হাঁটার ‘অপরাধে‘ এক দম্পতিকে এক হাজার টাকা জরিমানা করল বেঙ্গালুরু পুলিশ। জন্মদিনের পার্টি সেরে ফিরছিলেন তাঁরা । কার্তিক পত্রি নামে ওই যুবকের ঘটনা সামাজিক মাধ্যমে জানাজানি হওয়ার পর কড়া সমালোচনার মুখে পড়েছে বেঙ্গালুরু ।
  • এয়ারবাস এ ৩৫০, বোয়িং ৭৮৭, বোয়িং ৭৭৭ সহ ৫০০টি নতুন বিমান কেনার জন্য এয়ার ইন্ডিয়া উদ্যোগী হয়েছে বলে জানা গেছে ।