কারেন্ট অ্যাফেয়ার্স ১৭ ডিসেম্বর ২০২২

289
0
daily current affairs
Courtesy: Mint

আন্তর্জাতিক
  • আয়ারল্যান্ডের প্রধানমন্ত্রী নির্বাচিত হলেন লিও বারোদকর। তিনি ভারতীয় বংশোদ্ভূত। তিনি আয়ারল্যান্ডের সর্বকনিষ্ঠ প্রধানমন্ত্রী হিসেবে আগেই গদিতে বসেছিলেন , এবার পুনর্নির্বাচিত হলেন।
  • সাম্প্রতিক সময়ে পৃথিবীর বাইরে থেকে কোনো অজানা উড়ন্ত বস্তু বা ভিনগ্রহীদের এই পৃথিবীতে আসার কোনো প্রমান পাওয়া যায়নি বলে জানিয়েছে মার্কিন যুক্তরাষ্ট্রের গোয়েন্দা সংস্থার সদরদপ্তর পেন্টাগন। সাম্প্রতিককালে কিছু ঘটনা নিয়ে যেসকল প্রশ্ন উঠেছিল তার প্রেক্ষিতে এই তদন্ত চালিয়েছিল পেন্টাগন।
জাতীয়
  • পশ্চিমবঙ্গের নবান্ন গৃহে আয়োজিত হল পূর্বাঞ্চলীয় নিরাপত্তা পরিষদের ২৫ তম বৈঠক। চলতি বছরে পশ্চিমবঙ্গ এই সভার আয়োজন করেছে। বৈঠকে সভাপতিত্ব করলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ছাড়াও বৈঠকে যোগ দিয়েছেন ঝাড়খণ্ডের মুখ্যমন্ত্রী হেমন্ত সোরেন, বিহারের উপমুখ্যমন্ত্রী তেজস্বী যাদব, ওড়িশার স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী তুষার কান্তি বেহেরা , বনমন্ত্রী প্রদীপ কুমার আমাত প্রমুখ।
  • বিলকিস বানো মামলায় ১১ জনকে মুক্তির সিদ্ধান্ত পুনর্বিবেচনার আবেদন খারিজ করে দিল সুপ্রিম কোর্ট। সর্বোচ্চ আদালত স্পষ্ট করে দেয়, গুজরাত সরকারের এই সিদ্ধান্তে তারা কোনওরকম হস্তক্ষেপ করবে না। রাজ্যের এক্তিয়ারে থাকা এই সকল আবেদন সরকারকেই বিবেচনা করে দেখার নির্দেশ দেওয়া হয়েছে।প্রসঙ্গত, গত ১৫ আগস্ট স্বাধীনতা দিবস উপলক্ষে বিলকিস বানো মামলায় দোষী সাব্যস্ত ১১ জনকে নির্দিষ্ট সময়ের আগেই মুক্তি দিয়েছিল গুজরাট সরকার। এই ঘটনার বিরোধিতা করে বিলকিস নিজে যে দুটি আবেদন জানিয়েছেন তার একটি এদিন খারিজ হল এদিন , অন্যটি এখনো বিচারাধীন।
খেলা
  • কাতার বিশ্বকাপ ফুটবল প্রতিযোগিতায় তৃতীয় স্থান পেল ক্রোয়েশিয়া । তৃতীয় স্থান নির্ণয়ের ম্যাচে মরক্কোর বিরুদ্ধে ক্রোয়েশিয়া জিতল ২-১ গোলের ব্যবধানে। বিজয়ী দলের হয়ে গোল করলেন জসকো গাভার্দিয়ল এবং মিরোস্লাভ ওরসিচ। ১৯৯৮ বিশ্বকাপের ২৪ বছর পর আবার তৃতীয় স্থান পেল গত বিশ্বকাপে তারা রানার্স হয়েছিল।
  • চট্টগ্রামের জাহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে বাংলাদেশ তাদের দ্বিতীয় ইনিংসে ৬ উইকেট হারিয়ে ২৭২ রান তুলল। ভারত – বাংলাদেশ প্রথম টেস্টের পঞ্চম দিনে জয়ের জন্য তাদের লক্ষ্যমাত্রা আরো ২৪১ রান। বাংলাদেশের জাকির হাসান অভিষেক টেস্টে শতরান করলেন (১০০)।

 

বিবিধ
  • বিশ্বের খর্বতম মানুষ হিসেবে নতুন রেকর্ড গড়লেন ইরানের ২০ বছরের তরুণ আফশিন ইসমায়েল গদরজাদা । গিনেস ওয়ার্ল্ড রেকর্ডস-এর বিচারে ২ ফুট ১.৬ ইঞ্চি উচ্চতার ইসমায়েলই এখন বিশ্বের সবচেয়ে কম উচ্চতার মানুষ। তিনি ভেঙে দিলেন কলোম্বিয়ার এডওয়ার্ড নিনো হার্নান্ডেজের (২৪) রেকর্ড। ২০১০ সালে এডওয়ার্ডের রেকর্ড নথিভুক্ত হয়েছিল । তখন তাঁর উচ্চতা ছিল ২ ফুট ৩.৫ ইঞ্চি।
  • বিমার নো ক্লেইম বোনাসের ক্ষেত্রে জিএসটি লাগবে না বলে সিদ্ধান্ত নেওয়া হল জিএসটি পরিষদের ৪৮তম বৈঠকে।
  • ব্যাকরণবিদ পাণিনির আড়াই হাজার বছরের পুরনো একটি ধাঁধার সমাধান করলেন ঋষি রাজপোপাট। ঋষি বর্তমানে কেমব্রিজ বিশ্ববিদ্যালয়ে সংস্কৃত ভাষার গবেষক।