কারেন্ট অ্যাফেয়ার্স ১৮ ডিসেম্বর ২০২২

429
0
daily current affairs

আন্তর্জাতিক
  • ইরানে হিজাব বিরোধী আন্দোলনে অংশ নেওয়ার জন্য একজন অভিনেত্রীকে গ্রেপ্তার করা হল। তারানে আলিদুস্তি নামে বছর ৩৮ এর ওই অভিনেত্রী ‘দ্য সেল্‌সম্যান’ ছবিতে অভিনয় করেছিলেন । ২০১৬ সালে ছবিটি অস্কার পায়। কান চলচ্চিত্র উৎসবেও প্রদর্শিত হয়েছে তাঁর সাম্প্রতিক ছবি ‘লেইলাস ব্রাদার’ । হিজাব বিরোধী আন্দোলনে একজন বিক্ষোভকারীকে মৃত্যুদণ্ড দেওয়ার প্রতিবাদ করে তিনি ইনস্টাগ্রামে একটি পোস্ট করেছিলেন । তার জেরেই ‘হাঙ্গামায় উস্কানি দেওয়ার’ অভিযোগে তাঁকে গ্রেপ্তার করা হল।
  • ভারতের পুদুচেরি ও শ্রীলঙ্কার জাফনা জেলার কানকেসন্থুরাইয়ের মধ্যে জলপথে যাতায়াত করা যাবে নতুন বছর থেকে । দুদেশই এই উদ্যেগে সামিল হয়েছে।
জাতীয়
  • ৭৫% দেশীয় প্রযুক্তিতে তৈরি রণতরী আইএনএস মার্মাগাঁও যুক্ত হল ভারতীয় নৌসেনায় । ৭৪০০ টনের এই রণতরী বিপক্ষের রাডারে ধরা পড়বে না । এদিন মুম্বইয়ের মাজাগন বন্দরে  আইএনএস মার্মাগাঁওকে আনুষ্ঠানিক ভাবে নৌবাহিনীর অন্তর্ভুক্ত করা হয়। এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং, গোয়ার মুখ্যমন্ত্রী প্রমোদ সবন্ত ও নৌবাহিনীর প্রধান আর হরি কুমার। ২৯০ কিমি থেকে ৪৫০ কিমি পাল্লার ব্রহ্মস সুপারসনিক ক্রুজ ক্ষেপণাস্ত্র ছোঁড়া যাবে এই রণতরী থেকে।
  • বিহারের বেগুসরাইয়ে গন্ডক নদীর ওপর ভেঙে পড়ল একটি নতুন সেতু। উদ্বোধনের আগেই সেটির একাংশ ভেঙে পড়ল নদীর বুকে। এই ঘটনায় হতাহতের কোনও খবর নেই। ২০৬ মিটার লম্বা সেতুটি বানাতে খরচ হয়েছিল ১৩ কোটি টাকা।
  • পশ্চিমবঙ্গে এদিন কোভিড পরীক্ষা হয়েছে ১,৬৪৪ জনের। কিন্তু এক জনেরও কোভিড ধরা পড়েনি।অর্থাৎ রাজ্যে সংক্রমণের হার কমে হয়েছে ০.০ শতাংশ।২০২০ সালের জানুয়ারি মাসে সংক্রমণ শুরু হওয়ার পর এই প্রথম একজনেরও কোভিড সংক্রমণ ধরা পড়েনি।

 

 খেলা
  • ২০২২ সালে কাতার বিশ্বকাপ ফুটবল প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হল আর্জেন্টিনা। ফাইনালে তাদের সঙ্গে ফ্রান্সের তীব্র লড়াই হল। অতিরিক্ত সময় পর্যন্ত খেলার ফল ছিল ৩-৩। শেষে টাইব্রেকারে আর্জেন্টিনা ৪-২ গোলের ব্যবধানে জয়ী হল। ফ্রান্সের কিলিয়ান এমবাপে হ্যাটট্রিক করলেন। ১৯৬৬ সালে ইংল্যান্ডের জিওফ হার্স্টের পর দ্বিতীয় ব্যক্তি হিসেবে বিশ্বকাপের ফাইনালে কেউ হ্যাটট্রিক করলেন । চলতি বিশ্বকাপে মোট ৮টি গোল করে তিনি জিতলেন সোনার বুট পুরস্কার। আর্জেন্টিনার লিওনেল মেসি করলেন দুটি গোল। বিশ্বকাপ ফুটবলে তাঁর মোট গোলসংখ্যা হল ১৩। চলতি বিশ্বকাপে মোট ৭টি গোল করে তিনিই জিতলেন শ্রেষ্ঠ ফুটবলারের সোনার বল পুরস্কার। তাছাড়া বিশ্বের প্রথম ফুটবলার হিসাবে প্রতিযোগিতার সব পর্বে গোল করার নজিরও গড়লেন তিনি। মেসি ছাড়া এই রেকর্ড আর কারও নেই। এছাড়াও আর্জেন্টিনার অধিনায়ক বিশ্বকাপ ফুটবলে সব থেকে বেশি ম্যাচ (২৬) খেলার এবং সবথেকে বেশি সময় খেলার রেকর্ডও করলেন। দেশের হয়ে মোট ১৭২ ম্যাচে ৯৮টি গোল করলেন তিনি। ক্লাবের হয়ে তাঁর গোল আছে ৮৫৩ ম্যাচে ৭০১টি। সবমিলিয়ে ১০০৩ ম্যাচে ৭৯৮টি গোল করেছেন মেসি । সবমিলিয়ে গোল করার তালিকায় বিশ্বে তাঁর স্থান এখন তৃতীয় , ক্রিশ্চিয়ানো রোনাল্ডো (১১৪৪ ম্যাচে ৮১৯ গোল ) ও জোসেফ বিকানের ( ৫৩০ ম্যাচে ৮০৫ গোল ) এর পর। এদিন শ্রেষ্ঠ গোলরক্ষকের সোনার দস্তানা পুরস্কার পেলেন আর্জেন্টিনার গোলরক্ষক এমিলিয়ানো মার্তিনেস। শ্রেষ্ঠ উদীয়মান ফুটবলারের পুরস্কার জিতলেন আর্জেন্টিনার এনজো ফার্নান্দেজ। আর্জেন্টিনা এই নিয়ে তৃতীয়বার বিশ্বকাপ জিতল। এর আগে ১৯৭৮ ও ১৯৮৬ সালে বিশ্বকাপ ফুটবলে চ্যাম্পিয়ন হয়েছিল আর্জেন্টিনা।
  • চট্টগ্রাম টেস্টে বাংলাদেশের বিরুদ্ধে ভারত ১৮৮ রানে জয়ী হল। এদিন বাংলাদেশের দ্বিতীয় ইনিংস শেষ হল ৩২৪ রানে। এই টেস্টে ৮ উইকেট নিয়েছেন ভারতের কুলদীপ সিং। কে এল রাহুলের নেতৃত্বে ভারত দুই ম্যাচের সিরিজে এগিয়ে গেল।
বিবিধ
  • কাতারে বিশ্বকাপ ফুটবলের ট্রফির আবরণ উন্মোচন করলেন অভিনেত্রী দীপিকা পাড়ুকোন। তাঁর সঙ্গে ছিলেন স্পেনের প্রাক্তন অধিনায়ক ইকের ক্যাসিয়াস। ৮৮০০০ দর্শকের সামনে নৃত্য প্রদর্শন করলেন নোরা ফতেহি।
  • ২৮তম কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে সত্যজিৎ রায় স্মৃতি বক্তব্য পেশ করলেন চলচ্চিত্র পরিচালক সুধীর মিশ্র।
  • ৬৩টি দেশের প্রতিযোগিনীদের পরাস্ত করে মিসেস ওয়ার্ল্ড ২০২২ খেতাব জিতলেন ভারতের সংগ্রাম কৌশল। এর আগে ২০০১ সালে এই খেতাব জিতেছিলেন ভারতের অদিতি গোবিত্রীকর।