কারেন্ট অ্যাফেয়ার্স ৩ ফেব্রুয়ারি ২০২৩

341
0
daily current affairs
Courtesy: Agri Farming

আন্তর্জাতিক
  • আসন্ন চিন সফর বাতিল করলেন মার্কিন বিদেশ সচিব অ্যান্টনি ব্লিঙ্কেন। মার্কিন যুক্তরাষ্ট্রের পরমাণু কেন্দ্রের আকাশে চিনের নজরদারি বেলুন উড়তে দেখা যায়। যে ঘটনায় পুনরায় দুদেশের সম্পর্ক তলানিতে ঠেকেছে।
  • আফগানিস্তানে মেয়েদের শিক্ষা বন্ধ করার প্রতিবাদে টেলিভিশন চ্যানেলে নিজের শিক্ষা বিষয়ক শংসাপত্র ছিঁড়ে ফেলেছিলেন তিনি। সেই আফগান অধ্যাপক ইসমাইল মাসালকে সম্প্রতি দেখা গিয়েছিল কাবুলের রাস্তায় বই বিলি করতে। এরপরই তাঁকে নৃশংসভাবে মারতে মারতে তালিবানরা অজ্ঞাত স্থানে নিয়ে গেছে বলে জানা গেছে।
  • পাকিস্তানে গত তিন মাসে মোট ৫ বার আহমদিয়া সম্প্রদায়ের মসজিদে হামলা হল।এদিন পাকিস্তানের সিন্ধু প্রদেশের রাজধানীতে হাসু মার্কেট এলাকায় আহমদিয়া মসজিদে উত্তেজিত কিছু মানুষ হামলা চালিয়ে হাতুড়ি, গাঁইতি নিয়ে মসজিদ ভাঙচুর করে। পুলিশ জানিয়েছে, এই হামলার জন্য কট্টরপন্থী সুন্নি সংগঠন তেহরিক-ই-লব্বাইক পাকিস্তান দায়ী।
  • পাকিস্তানে রাজনৈতিক ব্যক্তিদের গ্রেপ্তার করার ঘটনা চলছেই। সেখানে এবার গ্রেপ্তার করা হল প্রাক্তন স্বরাষ্ট্রমন্ত্রী তথা আওয়ামি মুসলিম লিগ নেতা শেখ রশিদ আহমেদকে। বুধবার বাড়ি থেকে পাকিস্তানের প্রাক্তন প্রধানমন্ত্রী ইমরান খানের অত্যন্ত ঘনিষ্ঠ এই নেতাকে গ্রেপ্তার করে পুলিস। ঠিক কী অভিযোগে তাঁকে গ্রেপ্তার করা হয়েছে, তা এখনও জানাতে পারেনি পাকিস্তান সরকার।
জাতীয়
  • ভারতীয় সংস্থার তৈরি চোখের ড্রপ ব্যবহার করে দৃষ্টিশক্তিই হারিয়েছেন কয়েকজন। মৃত্যু পর্যন্ত হয়েছে একজনের। চেন্নাইয়ের গ্লোবাল ফার্মা হেলথ কেয়ার সংস্থার বিরুদ্ধে এই অভিযোগ তুলল মার্কিন যুক্তরাষ্ট্রের ফুড অ্যান্ড ড্রাগ অ্যাডমিনিস্ট্রেশন । মার্কিন যুক্তরাষ্ট্রের বাজার থেকে ওষুধটি তুলে নিচ্ছে সংস্থাটি।
  • বাল্যবিবাহ বন্ধে অসমে এদিন মাত্র একদিনে পুলিশের গ্রেপ্তার করা হল ২০৪৪ জনকে।
  • কলেজিয়াম পদ্ধতিতে বিচারপতি নিয়োগ নিয়ে সুপ্রিম কোর্ট এবং কেন্দ্রীয় সরকার বাদে তৃতীয় কোনও পক্ষের হস্তক্ষেপ মেনে নেওয়া হবে না বলে জানিয়েছেন সুপ্রিম কোর্টের বিচারপতি এস কে কাউল। সম্প্রতি কয়েকটি হাইকোর্টের বার অ্যাসোসিয়েশনের কিছু সদস্য কলেজিয়াম প্রস্তাবিত বিষয়ের বিরুদ্ধে মন্তব্য করেছেন। এরই মধ্যে উপরাষ্ট্রপতি জগদীপ ধনখড় এবং কেন্দ্রীয় আইনমন্ত্রী কিরেন রিজিজুর বিরুদ্ধে দায়ের হওয়া জনস্বার্থ মামলার শুনানিতে সম্মত হল বম্বে হাইকোর্ট। বিচারবিভাগের বিরুদ্ধে মন্তব্যের অভিযোগে করা হয়েছে ওই মামলা।
খেলা
  • এবার অনূর্ধ্ব ২০ সাফ কাপে ভুটানকে ১২ গোল দিল ভারতের মেয়েরা। বাংলাদেশের রাজধানী ঢাকায় আয়োজিত এই প্রতিযোগিতার প্রথম ম্যাচে ভুটানকে ১২-০ ব্যবধানে হারাল ভারত। তিনজন হ্যাটট্রিক করলেন।
  • অবসর ঘোষণা করলেন ক্রিকেটার যোগিন্দর শর্মা। ভারতীয় ক্রিকেটের সমর্থকরা তাঁকে মনে রেখেছেন ২০০৭ সালের টি-টোয়েন্টি বিশ্বকাপ ফাইনালের শেষ ওভারের জন্য। পাকিস্তানের বিরুদ্ধে তাঁর ওভারেই ম্যাচ জিতেছিল মহেন্দ্র সিংহ ধোনির ভারত। ৪টি এক দিনের এবং ৪টি টি-টোয়েন্টি ম্যাচ। ২০০৪ থেকে ২০০৭ সাল পর্যন্ত ভারতীয় দলে এই ৮টি ম্যাচ খেলার সুযোগ পেয়েছিলেন তিনি।
  • রঞ্জি ট্রফির সেমিফাইনালে উঠল বাংলা। কোয়ার্টার ফাইনালে ঝাড়খণ্ডকে ৯ উইকেটে হারিয়েদিল তারা। ঝাড়খণ্ড প্রথম ইনিংসে ১৭৩ রান করে , বাংলা প্রথম ইনিংসে তুলেছিল ৩২৮ রান। ঝাড়খণ্ড দ্বিতীয় ইনিংসে করেছিল ২২১ রান।
  • কলকাতায় যুব ভারতী ক্রীড়াঙ্গনে কেরালা ব্লাস্টার্সকে ১–০ গোলে হারিয়ে প্লেঅফের ক্ষীণ আশা বাঁচিয়ে রাখল ইস্টবেঙ্গল। টানা ৪ ম্যাচ হেরে এদিন কেরালা ব্লাস্টার্সের বিরুদ্ধে খেলতে নেমেছিল ইস্টবেঙ্গল।অন্যদিকে টানা ৮ ম্যাচ অপরাজিত থাকার পর মোট ৩টি ম্যাচে হারতে হয়েছে কেরালা ব্লাস্টার্সকে।
বিবিধ
  • হিনডেনবার্গ রিপোর্টের জেরে আদানি গোষ্ঠীর শেয়ার দর পতনের চিত্র বহাল থাকল । আদানি পাওয়ার, আদানি গ্রিন এনার্জি, আদানি টোটাল গ্যাস এবং আদানি ট্রান্সমিশনের শেয়ার কেনাবেচা সাময়িক ভাবে স্থগিত করা হয়েছিল। পরে আবার তা চালু হয়েছে কিন্তু পতন ঠেকানো যায়নি। এদিন এই বিষয়টি উঠেছিল সংসদেও। বিরোধীদের দাবি, আদানি গোষ্ঠীর যাবতীয় কোম্পানির শেয়ারের বিষয়ে তদন্ত করতে হবে। এদিন শেয়ার বাজারে আদানি এন্টারপ্রাইজেসের শেয়ার দর একসময় ৩৫ শতাংশ পড়ে গিয়েছিল। দিন শেষে তা অবশ্য ১.২৫ শতাংশ বেড়েছে। স্টেট ব্যাঙ্ক জানিয়েছে, তাদের কাছে আদানি গোষ্ঠীর ঋণ ২৭০০০ কোটি টাকা, তবে তা হিসেবের তহবিলের মাত্র ০.৮৮ শতাংশ।
  • প্রকল্পের নাম “গাছ লাগাও, উত্তরাধিকার রেখে যাও”। কোনও শিশুর জন্ম হলে লাগানো হবে ১০০টি গাছ। এই প্রকল্পের ঘোষণা করলেন সিকিমের মুখ্যমন্ত্রী প্রেম সিং তামাং।