কারেন্ট অ্যাফেয়ার্স ৪ ফেব্রুয়ারি ২০২৩

216
0
daily current affairs

আন্তর্জাতিক
  • উইকিপিডিয়া নিষিদ্ধ ঘোষিত হল পাকিস্তানে। ধর্মসংক্রান্ত বিষয় নিয়ে ৪৮ ঘন্টার মধ্যে বিভিন্ন প্রবন্ধ সরিয়ে নেওয়ার জন্য উইকিপিডিয়াকে নির্দেশ দিয়েছিল পাকিস্তান। তারা জানিয়েছে, এই বিষয়ে উইকিপিডিয়া কর্তৃপক্ষের কিছু করার নেই, কারণ উইকিপিডিয়ার প্রবন্ধগুলো সম্পাদনা করতে পারেন ব্যবহারকারীরাই।
  • ৭৫তম স্বাধীনতা দিবস পালন করল শ্রীলঙ্কা। অর্থনৈতিক দিক থেকে অত্যন্ত সঙ্কটজনক পরিস্থিতির মধ্যে তারা এই দিনটি পালন করল। এদিন এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ভারতের বিদেশ রাষ্ট্রমন্ত্রী ভি মুরালিধরন।
  • ভয়াবহ দাবানলের কবলে চিলি! দেশটির ৩৫ হাজার একরেরও বেশি এলাকায় আগুন ছড়িয়ে পড়েছে । ১৩ জনের প্রাণহানিও হয়েছে। পেরুর রাজধানী স্যান্টিয়াগো থেকে ৫০০ কিমি দুরে অবস্থিত বিওবিও প্রদেশ এই দাবানলের কেন্দ্রস্থল।
জাতীয়
  • ভারতের প্রথম মহাকাশচারীদের মহাকাশে পাঠানোর গগনযান অভিযানে ৪ জন ভারতীয় মহাকাশচারীকে প্রশিক্ষণ দেবে নাসা। বছর দেড়েক আগে তাঁরা রাশিয়ার মহাকাশ গবেষণা সংস্থার কাছ থেকে প্রশিক্ষণ নিয়েছিলেন।
  • ত্রিপাক্ষিক সহযোগিতা বৃদ্ধির লক্ষ্যে বৈঠকে বসলেন ভারত, ফ্রান্স ও সংযুক্ত আরব আমিরশাহির বিদেশমন্ত্রীরা ।
  • ইন্টেলিজেন্স ব্যুরোর ডিরেক্টরের বাড়িতে আত্মঘাতী হলেন এক সিআরপিএফ জওয়ান। তাঁর নাম রাজবীর কুমার (৫৩)। দিল্লির তুঘলক রোডে ভারতের অভ্যন্তরীন গোয়েন্দা সংস্থা ইন্টেলিজেন্স ব্যুরোর ডিরেক্টরের সরকারি নিবাসে কর্মরত অবস্থায় আত্মঘাতী হন তিনি।
  • আদানিকাণ্ডের পর অবশেষে মুখ খুলল সেবি। শেয়ার বাজারে বিনিয়োগকারীদের আশ্বস্ত করে শেয়ার বাজারের নিয়ন্ত্রক সংস্থা সেবি এদিন আনুষ্ঠানিক বিবৃতি জারি করে জানাল, বাজারের প্রতি মানুষের বিশ্বাস বজায় রাখতে তারা বদ্ধপরিকর। বিবৃতিতে এক বারও আদানি গোষ্ঠীর নাম নেয়নি তারা। অবশ্য তারা জানিয়েছে, ‘একটি ব্যবসায়িক গোষ্ঠী’র শেয়ারের দামে লক্ষণীয় ওঠাপড়া তাদের নজর এড়ায়নি।
  • রাজস্থান হাই কোর্টের প্রধান বিচারপতি পঙ্কজ মিঠাল, পটনা হাই কোর্টের প্রধান বিচারপতি সঞ্জয় কারোল, মণিপুর হাই কোর্টের প্রধান বিচারপতি পিভি সঞ্জয় কুমার, পটনা হাই কোর্টের বিচারপতি আহসানুদ্দিন আমানুল্লাহ এবং ইলাহাবাদ হাই কোর্টের বিচারপতি মনোজ মিশ্রকে সুপ্রিম কোর্টের বিচারপতি হিসাবে নিয়োগ করায় সবুজ সংকেত দিল কেন্দ্রীয় সরকার। ১৩ ডিসেম্বর এই পাঁচজনের নাম সুপারিশ করেছিল কলেজিয়াম।
খেলা
  • ফুটবলের পোশাকে আত্মঘাতী হলেন ফুটবলার প্রদীপ বড়ুয়া (২৯)। ইস্টবেঙ্গল জুনিয়রের হয়ে ম্যাঞ্চেস্টার ইউনাইটেডের হয়ে খেলে এসেছিলেন তিনি ।
  • ডেভিস কাপে ডেনমার্ক ৩-২ ব্যবধানে হারিয়ে দিল ভারতকে। এর ফলে ওয়ার্ল্ড গ্রুপ টু তে অবনমন হল ভারতের।
 বিবিধ
  • প্রয়াত হলেন জনপ্রিয় সঙ্গীতশিল্পী বাণী জয়রাম (৭৮) । শনিবার চেন্নাইয়ে নিজের বাড়ি নুঙ্গামবাক্কামেতেই তাঁর মৃতদেহ উদ্ধার হয়েছে। এই বছরেই পদ্মভূষণ সম্মান পেয়েছিলেন তিনি। তামিল, তেলেগু, হিন্দি, উর্দু, মারাঠি, বাংলা, কন্নড়, মালয়ালম ভোজপুরি থেকে ওড়িয়া, টুলুর মতো ১৯টি ভাষায় দশ হাজারেরও বেশি গান গেয়েছেন তিনি। দীর্ঘ ৫ দশক ধরে শ্রোতাদের মন জয় করে এসেছেন তিনি।