কারেন্ট অ্যাফেয়ার্স ৩ আগস্ট ২০২১

939
0
daily current affairs

আন্তর্জাতিক
  • ব্রাজিলের রাষ্ট্রপতি জাহির বলসোনারোর বিরুদ্ধে তদন্তের সিদ্ধান্ত নিল সেখানকার সুপ্রিম কোর্ট। প্রসঙ্গত ‘দেশের নির্বাচন ব্যবস্থা খুঁতে ভরা। 2022 সালের রাষ্ট্রপতি নির্বাচনে দুর্নীতি অনিবার্য।’এই মন্তব্য করেছেন খোদ বোলসোনারো। তারপরই তার বিরুদ্ধে তদন্তের সিদ্ধান্ত নেওয়া হলো। হাজার ১৯৯৬ সাল থেকে বৈদ্যুতিন ভোট যন্ত্রের ব্যবহার চলছে ব্রাজিলে। বোলসোনারো ব্যালট ফিরিয়ে আনার দাবি জানিয়েছেন।
  • মার্কিন কংগ্রেসে টেক্সাসের রিপাবলিকান আইনপ্রণেতা মাইকেল ম্যাকল করোনাভাইরাস এর উৎস নিয়ে তার তদন্ত রিপোর্ট জমা দিলেন। সেখানে মন্তব্য করা হয়েছে যে সার্স কোভ২ বা নভেল করোনাভাইরাস চীনের ওহান ইনস্টিটিউট অব ভাইরোলজি গবেষণাগারে তৈরি। এরই মধ্যে এই সংক্রমণ কেড়েছে ৪২,৫৪,৬১৬ জনের প্রাণ।
জাতীয়
  • ভারতকে জাহাজ বিধ্বংসী হারপুন ক্ষেপণাস্ত্র বিক্রির জন্য ‘পেন্টাগনের ডিফেন্স সিকিউরিটি কো-অপারেশনকে’মার্কিন কংগ্রেসের অনুমতি দিলো মার্কিন কংগ্রেস। ৮ কোটা২০ লক্ষ ডলারের বিনিময় এই ক্ষেপণাস্ত্র কিনছে ভারত।
  • সিবিএসই দশম শ্রেণীর পরীক্ষায় ৯৯ দশমিক ৪ শতাংশ পড়ুয়া উত্তীর্ণ হলো।  লিখিত পরীক্ষার পরিবর্তে অভ্যন্তরীণ মূল্যায়ন করা হয়েছে ২১ লক্ষ ১৩ হাজার পরীক্ষার্থীর। তবে যেসব পরীক্ষার্থী লিখিত পরীক্ষা দিতে চায় লিখিত পরীক্ষা দিতে চায় তাদের জন্য অফলাইনে লিখিত পরীক্ষার ব্যবস্থা করছে সিবিএসই।
বিবিধ
  • ‘ইজ অব  ডুইং বিজনেস’ এ অনলাইন পদ্ধতির  সুচারু ব্যবহারে চারটি বিষয়ে ‘স্কচ অ্যাওয়ার্ড’ পেল পশ্চিমবঙ্গ সরকার। শিল্প সাথী, ই- নথি করণ, অটোরিনিউয়াল অব সার্টিফিকেট এবং অনলাইনে ট্রেড লাইসেন্স প্রদানের ক্ষেত্রে পুরস্কৃত হল এই রাজ্য।
খেলা
  • অলিম্পিকে পুরুষদের হকিতে সেমিফাইনালে ভারতকে ৫২ বলে পরাস্ত করল বেলজিয়াম। ৪১ বছর পর অলিম্পিক হকিতে সোনা জয়ের সুযোগ হাতছাড়া হল ভারতের। ফুটবলে ফাইনালে উঠল ব্রাজিল ও স্পেন। ৪৫.৯৪ সেকেন্ডে ৪০০ মিটার দৌড়ে রেকর্ড করলেন নরওয়ের কার্স্টেন ওয়ারহলম। তিনি ভাঙলেন নিজেরই রেকর্ড। এদিকে মানসিক অবসাদ কাটিয়ে প্রতিযোগিতায় ফিরে ব্রোঞ্জ পদক জিতলেন মার্কিন জিমন্যাস্ট সিসোনে বাইলস। দলগত বিভাগেও রূপো জিতলেন তিনি।