কারেন্ট অ্যাফেয়ার্স ২৩ মার্চ ২০২৩

281
0
Current Affairs 23rd December

আন্তর্জাতিক
  • ফ্রান্সে ক্রমশ তীব্র হচ্ছে সরকার বিরোধী আন্দোলন। সেখানে পেনশন নীতির পরিবর্তন এবং সংসদকে এড়িয়ে তা কার্যকর করার প্রতিবাদে বিক্ষোভ চলছে। প্যারিসের রাজপথে লাগাতার অবস্থান কর্মসূচি নবম দিনে পড়ল।
  • সেই লন্ডনেই ভারতীয় হাইকমিশন দপ্তরের সামনে বিক্ষোভ দেখালেন খলিস্তানপন্থীরা। এর আগে ইন্ডিয়া হাউসে দেশের জাতীয় পতাকা খুলে নিজেদের পতাকা লাগিয়েছিল তারা  তার পরিপ্রেক্ষিতে কড়া বার্তা দেয় নয়াদিল্লি। এরপরই কড়া নিরাপত্তার ব্যবস্থা করে ব্রিটিশ সরকার। এদিন অশান্তি না হলেও হাইকমিশন দপ্তরের সামনে বিক্ষোভ দেখালেন কয়েক হাজার খলিস্তানপন্থী।
জাতীয়
  • দেশে এদিন করোনা সংক্রমণের সংখ্যা হয়েছে ১৩০০। ৫ মাস পর দৈনিক করোনা সংক্রমণ চার অংকে প্রবেশ করল।
  • মোদী পদবি নিয়ে আপত্তিকর মন্তব্যের অভিযোগ উঠেছিল কংগ্রেস সাংসদ রাহুল গান্ধির বিরুদ্ধে। ২০১৯ সালে কর্ণাটকের কোরালে এক জনসভায় পদবি তুলে তিনি প্রধানমন্ত্রীকে কটাক্ষ করেছিলেন বলে অভিযোগ। তাঁর বিরুদ্ধে গুজরাতের সুরাত জেলা আদালতে মানহানির মামলা করেন গুজরাটের প্রাক্তন মন্ত্রী পূর্ণেশ মোদী। সেই মামলায় নিম্ন আদালত রাহুল গান্ধিকে দোষী সাব্যস্ত করল । সেইসঙ্গে আদালত দু’বছর কারাদণ্ডের শাস্তি দিল ওয়েনাড়ের কংগ্রেস সাংসদ রাহুল গান্ধিকে। তবে পাশাপাশিই তাঁর জামিনের আবেদন মঞ্জুর করে ৩০ দিনের জন্য শাস্তি কার্যকর করা স্থগিত রাখার ঘোষণা করেছেন বিচারক এইচএইচ বর্মা। তিনি জানিয়েছেন, ওই সময়সীমার মধ্যে এই রায়কে চ্যালেঞ্জ জানিয়ে উচ্চতর আদালতে আবেদন করতে পারবেন রাহুল।
  • মুসলিম সম্প্রদায়ের বহুবিবাহ ও নিকা হালালা প্রথা নিয়ে যে সব মামলা হয়েছে তার শুনানির জন্য ৫ সদস্যের সাংবিধানিক বেঞ্চ গঠন করা হবে বলে জানালো সুপ্রিম কোর্ট।
 খেলা
  • সিলেটে একদিনের আন্তর্জাতিক ম্যাচের সিরিজের তৃতীয় ম্যাচে আয়ারল্যান্ডকে ১০ উইকেটে পরাস্ত করল বাংলাদেশ। এই প্রথম একদিনের আন্তর্জাতিক ক্রিকেটে ১০ উইকেটে কোনও ম্যাচ জিতল বাংলাদেশ। এর আগে ১২ বার ১০ উইকেটে ম্যাচ হেরেছে তারা।
  • বিশ্ব বক্সিং প্রতিযোগিতার ফাইনালে উঠলেন ভারতের তিন মহিলা । তাঁরা হলেন নিখাত জারিন, লভলিনা বরগোঁহাই ও নিতু ঘাঙ্ঘাস।
বিবিধ
  • ইনফোসিসের স্বাধীন দায়িত্বপ্রাপ্ত ডিরেক্টর কিরণ মজুমদার শ অবসর নিয়েছেন বলে জানানো হল ওই সংস্থার তরফে।
  • এবার মার্কিন তথ্যপ্রযুক্তি সংস্থা ব্লক ইনকর্পোরেটেডের বিরুদ্ধে বেশ কিছু গুরুতর অভিযোগ আনল হিন্ডেনবার্গ রিসার্চ। সংস্থাটির রিপোর্টে দাবি করা হয়েছে, জ্যাক ডরসির ব্লক জালিয়াতির মাধ্যমে ব্যবহারকারীর সংখ্যা বাড়িয়েছে ব্লক ইনকর্পোরেটেড।