কারেন্ট অ্যাফেয়ার্স ১০ মে ২০২৩

245
0
daily current affairs

আন্তর্জাতিক 
  • পাকিস্তানের প্রাক্তন প্রধানমন্ত্রী ইমরান খানকে আল কাদির ট্রাস্ট জমি দুর্নীতি মামলায় আট দিনের ন্যাব ( ন্যাশনাল অ্যাকাউন্টেবিলিটি ব‍্যুরো ) হেফাজতে পাঠাল ইসলামাবাদের দুর্নীতি দমন আদালত। এদিন তোষাখানা দুর্নীতি মামলায়ও ইমরানকে অভিযুক্ত করেছে আদালত।  ইমরানের অনুপস্থিতিতে লাহোরে জার্মান পার্কে তাঁর বাড়িতে তল্লাশি চালিয়েছে পুলিশ। এদিকে ইমরানের সঙ্গে সরকারের এইরকম প্রতিহিংসামূলক আচরণের প্রতিবাদে পাকিস্তান তেহরিক ই ইনসাফ দলের আন্দোলনে  উত্তাল গোটা পাকিস্তান। পাঞ্জাব, খাইবার পাখতুনখোয়া প্রদেশে সেনা মোতায়েন করা হয়েছে। লাহোর, করাচি, ইসলামাবাদ, রাওয়ালপিন্ডি, পেশোয়ারে বহু সরকারি ভবনে অগ্নিসংযোগ করে  ইমরানের অনুগামীরা। পুলিশের ২৫টি গাড়িতে অগ্নিসংযোগ করা হয়েছে।  সেনা জনতা সংঘর্ষে নিহত হয়েছেন ৬ জন। কিছু জায়গায় সেনা  আধিকারিকদের বাড়িও দখল করে নিয়েছে জনতা।
  • ইউক্রেনে রাশিয়ার ক্ষেপণাস্ত্র হানায় নিহত হলেন ফ্রান্সের একজন সাংবাদিক। তাঁর নাম আরমান সোলদিন। বয়স ৩২ বছর। তিনি সংবাদ সংস্থা এএফপি-এর হয়ে যুদ্ধের খবর সংগ্রহে ইউক্রেনের বাখমুট শহরে গিয়েছিলেন।
জাতীয়  
  • ভারত সফরে এসেছেন ইজরায়েলের বিদেশমন্ত্রী ইলাই কোহেন। ভারতের বিদেশমন্ত্রী এস জয়শঙ্করের সঙ্গে বৈঠক হয়েছে তাঁর। আলোচনা হয়েছে কৃষি, জনশক্তি, পরিবহন, মহাকাশ ও প্রযুক্তির বিষয়ে।
  • কর্নাটক বিধানসভা নির্বাচনে ২২৪ আসনের জন্য ভোট নেওয়া হল। ভোটপর্ব নির্বিঘ্নে মিটে গেছে। পাঁচ কোটির বেশি ভোটারের মধ্যে ভোট পড়েছে ৬৯.৭১ শতাংশ। মোট প্রার্থী ২৬১৫ জন।
  • কেরলে একজন মদ্যপ রোগীর পায়ের ক্ষত ড্রেসিং করার সময় ওই রোগীর হাতেই মৃত্যু হল একজন মহিলা চিকিৎসকের। আজিজিয়া মেডিক্যাল কলেজ ও হাসপাতালের হাউস সার্জন ছিলেন ২৩ বছর বয়সী বন্দনা দাস। অভিযুক্ত সন্দীপ তার স্কুল শিক্ষকতার পেশা থেকে সাসপেনসনে ছিল।
খেলা 
  • মেক্সিকোর ফুটবলার আন্তোনিও কার্বাহল (৯৩) প্রয়াত হলেন। তিনি ১৯৫০, ১৯৫৪, ১৯৫৮, ১৯৬২ ও ১৯৬৬ – এই পাঁচটি বিশ্বকাপে খেলেছিলেন। তিনি বিশ্বের প্রথম মানুষ যিনি পাঁচটি বিশ্বকাপে খেলেছিলেন মেক্সিকোর এই প্রাক্তন গোলরক্ষক।
  • এই মরসুমের শেষে ফুটবলকে বিদায় জানানোর কথা ঘোষণা করলেন সোরখিও বুস্কেৎস । এখন তাঁর বয়স ৩৪ বছর।
 বিবিধ 
  • গোটা বিশ্বকে চমকে দিল মেক্সিকো সিটির ১১ বছরের মেয়ে অধরা পেরেজ স্যানচেজ। সে অটিজমে আক্রান্ত। তার আই কিউ স্কোর হল ১৬২। এই বুধ্যাঙ্ক আইজ্যাক আইনস্টাইন, স্টিফেন হকিংয়ের থেকেও বেশি। সে ইতিমধ্যেই ইঞ্জিনিয়ারিংয়ে স্নাতকোত্তর সম্পূর্ণ করেছে।
  • আসন্ন জাপান সফরে হিরোশিমা শহরে মোহনদাস করমচাঁদ গান্ধির একটি মূর্তির আবরণ উন্মোচন করবেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এবার জি৭ গোষ্ঠীর বৈঠক অনুষ্ঠিত হবে ওই শহরে।
  • দেশের প্রথম সরকারি বালিকা বিদ্যালয় বেথুন কলেজিয়েট স্কুল। এই বিদ্যালয়ের ১৭৫ বছর পূর্তি অনুষ্ঠানে বিদ্যালয়কে “বঙ্গরত্ন ২০২৩” পুরস্কার দিলেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এই প্রথম কোনও প্রতিষ্ঠান বঙ্গরত্ন পুরস্কার পেল।