রাজ্যের জেলা হাসপাতালে টেকনিশিয়ান ও ডেটা এন্ট্রি নিয়োগ

2235
0
data entry operator job vacancy 2023

পশ্চিমবঙ্গ সরকারের স্বাস্থ্য ও পরিবার কল্যাণ দপ্তরের অধীন ডায়মন্ড হারবার মেডিক্যাল কলেজ ও হাসপাতালে চুক্তির ভিত্তিতে ল্যাবরেটরি টেকনিশিয়ান এবং ডেটা এন্ট্রি অপারেটর নিয়োগ করা হবে (data entry operator job vacancy)।

মেমো নম্বর: DHGMC/2023/483.

যোগ্যতা: ল্যাবরেটরি টেকনিশিয়ান: মেডিক্যাল ল্যাবরেটরি টেকনোলজিতে গ্র্যাজুয়েট অথবা মেডিক্যাল ল্যাবরেটরিতে ডিপ্লোমা (অন্তত দু বছরের সময়সীমার কোর্স হতে হবে)।

বয়সসীমা: ১ জানুয়ারি ২০২৩ তারিখের হিসেবে বয়স হতে হবে ২১-৪০ বছরের মধ্যে। সংরক্ষিত শ্রেণির প্রার্থীরা নিয়ম অনুযায়ী বয়সের ঊর্ধ্বসীমায় ছাড় পাবেন।

পারিশ্রমিক: ল্যাবরেটরি টেকনিশিয়ান পদে প্রতি মাসে ৩০০০০ টাকা এবং ডেটা এন্ট্রি অপারেটর পদে প্রতি মাসে ২০০০০ টাকা করে পারিশ্রমিক দেওয়া হবে।

ডেটা এন্ট্রি অপারেটর: গ্র্যাজুয়েট সঙ্গে কম্পিউটার অ্যাপ্লিকেশনে এক বছরের ডিপ্লোমা সঙ্গে সংশ্লিষ্ট ক্ষেত্রে এক বছরের কাজের অভিজ্ঞতা থাকতে হবে।

সবক্ষেত্রেই কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় বা ইনস্টিটিউট থেকে পাশ করে থাকতে হবে।

আবেদনের পদ্ধতি: আবেদন করতে হবে নির্দিষ্ট বয়ানে। https://www.dhgmc.edu.in অথবা www.wbhealth.gov.in ওয়েবসাইট থেকে দরখাস্তের বয়ান ডাউনলোড করা যাবে।

ল্যাবরেটরি টেকনিশিয়ান পদে ওয়াক-ইন-ইন্টারভিউ হবে ৩১ মার্চ ২০২৩ তারিখ এবং ডেটা এন্ট্রি অপারেটর পদে ওয়াক-ইন-ইন্টারভিউ হবে ৩ এপ্রিল ২০২৩ তারিখে।

ইন্টারভিউয়ের দিন যাবতীয় প্রমাণপত্রাদির অরিজিনাল ও স্ব-প্রত্যয়িত জেরক্স সঙ্গে নিয়ে যেতে হবে। অন্যান্য প্রাসঙ্গিক তথ্য উপরোক্ত ওয়েবসাইট থেকে জানা যাবে (data entry operator job vacancy)।

আবেদনপত্র ডাউনলোড করতে ক্লিক করুন

নোটিসটি দেখতে ক্লিক করুন