হিন্দুস্তান অ্যারোনটিক্সে ট্রেড অ্যাপ্রেন্টিস

380
0
hal recruitment 2023

হিন্দুস্তান অ্যারোনটিক্স লিমিটেড হায়দরাবাদে ১৭৮ জন আইটিআই ট্রেড অ্যাপ্রেন্টিস নিয়োগ করা হবে অ্যাপ্রেন্টিস অ্যাক্ট অনুযায়ী।

বিজ্ঞপ্তি নম্বর: HAL/HD/TRG/2023/NAPS/01.

যোগ্যতা: সংশ্লিষ্ট ট্রেডে এনসিভিটি স্বীকৃত আইটিআই পাশ। অ্যাপ্রেন্টিস অ্যাক্টের নিয়ম অনুযায়ী

শূন্যপদ: ইলেক্ট্রনিক মেকানিক: ৭৬, ফিটার: ২৫, ইলেক্ট্রিশিয়ান: ৮, মেশিনিস্ট: ৮, টার্নার্: ৭, ওয়েল্ডার: ২, রেফ্রিজেরেশন অ্যান্ড এসি: ২, সিওপিএ: ৪০, প্লাম্বার: ২, পেইন্টার: ৪, ডিজেল মেকানিক: ১, মোটর ভিকল মেকানিক: ১, ড্রাফটসম্যান সিভিল: ১, ড্রাফটসম্যান মেকানিক্যাল: ১।

ওয়াক-ইন এর মাধ্যমে প্রার্থী বাছাই করা হবে।

ট্রেড অনুযায়ী ওয়াক-ইন এর তারিখ: ইলেক্ট্রনিক মেকানিক, ডিজেল মেকানিক ট্রেডে ওয়াক-ইন হবে ১৭ মে ২০২৩ তারিখ, রিপোর্টিং টাইম সকাল ৯টা।

ফিটার, প্লাম্বার, পেইন্টার ট্রেডে ওয়াক-ইন হবে ১৭ মে ২০২৩, রিপোর্টিং টাইম দুপুর ১টা।

সিওপিএ, মোটর ভিকল মেকানিক ট্রেডে ১৮ মে ২০২৩ তারিখ সকাল ৯টা রিপোর্টিং টাইম।

ইলেক্ট্রিশিয়ান, ড্রাফটসম্যান (মেকানিক্যাল) ট্রেডে ১৮ মে ২০২৩ তারিখ, দুপুর ১টা রিপোর্টিং টাইম।

মেশিনিস্ট, রেফ্রিজেরেশন অ্যান্ড এসি, টার্নার পদে ১৯ মে ২০২৩ তারিখ, রিপোর্টিং টাইম সকাল ৯টায়।

ড্রাফটসম্যান (সিভিল, ওয়েল্ডার) ট্রেডে ১৯ মে ২০২৩ তারিখ, রিপোর্টিং টাইম দুপুর ১টা।য

ঠিকানা: Auditorium, Behind Department of Training & Development, Hindustan Aeronautics Limited, Avionics Division, Balanagar, Hyderabad- 500042.

www.apprenticeshipindia.gov.in পোর্টালে প্রার্থীদের নাম নথিভুক্ত করতে হবে।

ওয়াক-ইন এর দিন নির্দিষ্ট বয়ানে পূরণ করা আবেদনপত্র, যাবতীয় প্রমাণপত্রাদির অরিজিনাল এবং স্ব-প্রত্যয়িত জেরক্স, সম্প্রতি তোলা পাসপোর্ট মাপের ২টি ছবি, কোভিড-১৯ ভ্যাকসিনেশন সার্টিফিকেট এবং অ্যাপ্রেন্টিসশিপ পোর্টালে অ্যাপ্রেন্টিসশিপ রেজিস্ট্রেশনের কবি সঙ্গে নিয়ে যেতে হবে।