কলকাতার সায়েন্স মিউজিয়ামে কর্মী নিয়োগ

487
0
NCSM Assistant Recruitment 2024

কেন্দ্রীয় সরকারের মিনিস্ট্রি অব কালচারের অধীন কলকাতা এবং ধেনকানালে ন্যাশনাল কাউন্সিল অব সায়েন্স মিউজিয়ামে অফিস অ্যাসিস্ট্যান্ট (NCSM Assistant Recruitment 2024)

এবং টেকনিক্যাল অ্যাসিস্ট্যান্ট পদে নিয়োগ করা হবে। বিজ্ঞপ্তি নম্বরঃ ০৩/২০২৪।

যোগ্যতা, বেতন ও বয়সঃ অফিস অ্যাসিস্ট্যান্ট গ্রেড থ্রিঃ উচ্চমাধ্যমিক বা সমতুল পাশ। টাইপিং টেস্ট পাশ করে থাকতে হবে।

টাইপিং টেস্টে ইংরেজিতে প্রতি মিনিটে ৩৫ শব্দের গতিতে অথবা হিন্দিতে প্রতি মিনিটে ৩০ শব্দের গতিতে ১০ মিনিটে টাইপিং টেস্ট দিতে হবে।

কলকাতার অফিসে বেতন ৩৬,৪২৫ টাকা এবং ধেনকানালের অফিসে বেতন প্রতি মাসে ৩২১৬৮ টাকা। বয়সের ঊর্ধ্বসীমা ২৫ বছর।

টেকনিক্যাল অ্যাসিস্ট্যান্টঃ সিভিলে তিন বছরের সময়সীমার ডিপ্লোমা কোর্স। শুরুতে বেতন ৫১৫১৫ টাকা। বয়সের ঊর্ধ্বসীমা ৩৫ বছর।

সবক্ষেত্রেই ১১ মার্চ ২০২৪ তারিখের হিসেবে বয়স হতে হবে এবং সংরক্ষিত শ্রেণির প্রার্থীরা নিয়ম অনুযায়ী বয়সের ঊর্ধ্বসীমায় ছাড় পাবেন।

ইউপিএসসির মাধ্যমে ১২২ শূন্যপদে নিয়োগ

আবেদনের ফিঃ ৮৮৫ টাকা জিএসটি সহ। ডিমান্ড ড্রাফটেক মাধ্যমে ফি দিতে হবে।

ডিমান্ড ড্রাফট কাটতে হবে ন্যাশনাল কাউন্সিল অব সায়েন্স মিউজিয়ামের অনুকূলে, প্রদেয় হবে কলকাতায়।

ব্যাঙ্ক ডিটেলসঃ Bank name Indian Overseas Bank, Account Number 164201000000491, Account Type Savings, IFSC Code- IOBA0001642, MICR Code- 700020049, Branch Address Sector V, Salt Lake, Kolkata – 700 091

তপশিলি জাতি/উপজাতি, শারীরিক প্রতিবন্ধী, প্রাক্তন সেনাকর্মী এবং মহিলা প্রার্থীদের আবেদনের ফি দিতে হবে না।

আবেদনের পদ্ধতিঃ আবেদন করতে হবে নির্দিষ্ট বয়ানে। পূরণ করা আবেদনপত্র ও যাবতীয় প্রমাণপত্রাদির স্ব-প্রত্যয়িত জেরক্স পাঠাতে হবে The Section Officer (Admn) National Council of Science Museums, Block- 33 GN, Sector- V, Salt Lake, Kolkata- 700091 ঠিকানায়।

পূরণ করা আবেদনপত্র ও অন্যান্য নথি নির্দিষ্ট ঠিকানায় পৌঁছতে হবে ১১ মার্চ ২০২৪ তারিখের মধ্যে। NCSM Assistant Recruitment 2024

নোটিসটি দেখতে ক্লিক করুন