নিউক্লিয়ার পাওয়ারে অ্যাপ্রেন্টিস

304
0
NPCIL Trade Apprentice

নিউক্লিয়ার পাওয়ার কর্পোরেশন অব ইন্ডিয়া লিমিটেডে ১০৭ জন ট্রেড অ্যাপ্রেন্টিস নেওয়া হবে অ্যাপ্রেন্টিস অ্যাক্ট অনুযায়ী। NPCIL Trade Apprentice

বিজ্ঞপ্তি নম্বর: RR Site/HRM/03/2023.

শূন্যপদ: ফিটার: ৩০, টার্নার: ৪, মেশিনিস্ট: ৪, ইলেক্ট্রিশিয়ান: ৩০, ওয়েল্ডার: ৪, কম্পিউঠার অপারেটর অ্যান্ড প্রোগ্রামিং অ্যাসিস্ট্যান্ট: ৫।

ট্রেনিংয়ের সময়সীমা ও স্টাইপেন্ড: ট্রেনিংয়ের সময়সীমা ১ বছর। এক বছরের আইটিআই কোর্সের প্রার্থীদের প্রতি মাসে ৭৭০০ টাকা

এবং দু বছরের আইটিআই কোর্স করা থাকলে প্রতি মাসে ৮৮৫৫ টাকা করে স্টাইপেন্ড দেওয়া হবে।

ভারত পেট্রোলিয়ামে অ্যাপ্রেন্টিস

বয়স: ১১ আগস্ট ২০২৩ তারিখের হিসেবে বয়স হতে হবে ১৪-২৪ বছরের মধ্যে।

সংরক্ষিত শ্রেণির প্রার্থঈরা নিয়ম অনুযায়ী বয়সের ঊর্ধ্বসীমায় ছাড় পাবেন।

যোগ্যতা: সংশ্লিষ্ট ট্রেডে আইটিআই পাশ।

বেনারস হিন্দু বিশ্ববিদ্যালয়ে শিক্ষক নিয়োগ

আবেদনের পদ্ধতি: http://www.apprenticeship.gov.in পোর্টালে গিয়ে অ্যাপ্রেন্টিস হিসাবে নাম নথিভুক্ত করতে হবে।

আর্মিতে ৫৫ পুরুষ মহিলা অফিসার

এরপর www.npcilcareers.co.in ওয়েবসাইটে গিয়ে আবেদন করতে হবে। অনলাইন আবেদন করা যাবে ১১ আগস্ট ২০২৩ তারিখ বিকাল ৪টে পর্যন্ত।

নোটিসটি দেখতে ক্লিক করুন

 

NPCIL Trade Apprentice