অয়েল ইন্ডিয়ায় ১২০ জুনিয়র অ্যাসিস্ট্যান্ট

1575
0
haldia refinery recruitment 2023

অয়েল ইন্ডিয়া লিমিটেডে ১২০ জন জুনিয়র অ্যাসিস্ট্যান্ট (ক্লার্ক কাম কম্পিউটার অপারেটর) নিয়োগ করা হবে (Oil India recruitment)৷

Advertisement No. HRAQ/REC-WP-B/2021-02.

শূন্যপদের বিন্যাস: ১২০ (অসংরক্ষিত ৫৪, তপশিলি জাতি ৮, তপশিলি উপজাতি ১৪, ওবিসি ৩২, ইডব্লুএস ১২)৷

যোগ্যতা: কোনো স্বীকৃত বোর্ড বা বিশ্ববিদ্যালয় থেকে ন্যূনতম ৪০ শতাংশ নম্বর নিয়ে যে কোনো শাখায় ১০+২ পাশ সঙ্গে কম্পিউটার অ্যাপ্লিকেশনে ন্যূনতম ৬ মাসের সময়সীমার ডিপ্লোমা বা সার্টিফিকেট কোর্স পাশ৷

মাইক্রোসফট ওয়ার্ড, মাইক্রোসফট এক্সেল ও মাইক্রোসফট পাওয়ারপয়েন্টের দক্ষতা থাকতে হবে৷ শিক্ষাগত যোগ্যতা সম্পূর্ণ হতে হবে ১৫ আগস্ট ২০২১ তারিখের মধ্যে৷

বয়সসীমা: ১৫ আগস্ট ২০২১ তারিখের হিসেবে বয়স হতে হবে ১৮-৩০ বছরের মধ্যে৷

সংরক্ষিত শ্রেণির প্রার্থীরা নিয়ম অনুযায়ী বয়সের ঊর্ধ্বসীমায় ছাড় পাবেন৷

বেতনক্রম: গ্রেড থ্রি অনুযায়ী ২৬৬০০-৯০০০০ টাকা৷

প্রার্থী বাছাই পদ্ধতি: কম্পিউটার বেসড টেস্ট ও নথিপত্র যাচাইয়ের মাধ্যমে প্রার্থী বাছাই করা হবে৷ কম্পিউটার বেসড টেস্টে থাকবে ইংলিশ ল্যাঙ্গুয়েজ অ্যান্ড জেনারেল নলেজ/ অয়েল ইন্ডিয়া লিমিটেড সংক্রান্ত কিছু প্রশ্ন,

রিজনিং, অ্যারিথমেটিক/ নিউমেরিক্যাল অ্যান্ড মেন্টাল এবিলিটি, টেকনিক্যাল নলেজ সংক্রান্ত প্রশ্ন৷ পরীক্ষার সময় ২ ঘণ্টা৷ কোনো নেগেটিভ মার্কিং থাকবে না৷

আবেদনের ফি: ২০০ টাকা৷ তপশিলি জাতি/ উপজাতি, ইডব্লুএস, শারীরিক প্রতিবন্ধী ও প্রাক্তন সেনাকর্মীদের ফি দিতে হবে না (Oil India recruitment)৷

আবেদনের পদ্ধতি: https://www.oil-india.com/ ওয়েবসাইটে গিয়ে অনলাইন আবেদন করতে হবে৷

বৈধ ইমেল আইডি ও মোবাইল নম্বর থাকতে হবে৷ অনলাইন আবেদন করা যাবে আগামী ১৫ আগস্ট পর্যন্ত৷

নোটিসটি দেখতে  ক্লিক করুন