মাধ্যমিক যোগ্যতায় স্বাস্থ্য দপ্তরে ফার্মাসিস্ট নিয়োগ

4486
0
Pharmacist recruitment 2022

পশ্চিমবঙ্গ স্বাস্থ্য ও পরিবার কল্যাণ দপ্তরে ১৫১ জন হোমিওপ্যাথিক ফার্মাসিস্ট নিয়োগ করা হবে (Pharmacist recruitment 2022)।

বিজ্ঞপ্তি নম্বর: R/HP/19/2022. প্রার্থী বাছাই করবে ওয়েস্ট বেঙ্গল হেলথ রিক্রুটমেন্ট বোর্ড।

বেতনক্রম: পে ব্যান্ড থ্রি অনুযায়ী ৭১০০-৩৭৬০০ টাকা, গ্রেড পে ৩২০০ টাকা। সঙ্গে অন্যান্য ভাতা।

শূন্যপদ: ১৫১ (অসংরক্ষিত ৭৭, তপশিলি জাতি ৩৪, তপশিলি উপজাতি ৯, ওবিসি এ ১৫, ওবিসি বি ১১, শারীরিক প্রতিবন্ধী ৫)।

 

আধাসামরিক বাহিনীতি গ্র্যাজুয়েট তরুণ-তরুণী নিয়োগের বিস্তারিত খবরটি দেখতে ক্লিক করুন

যোগ্যতা: কোনো স্বীকৃত বোর্ড বা কাউন্সিল থেকে মাধ্যমিক বা সমতুল পাশ সঙ্গে কোনো স্বীকৃত ইনস্টিটিউট থেকে হোমিওপ্যাথি ফার্মাসিতে অন্তত এক বছরের সাটিফিকেট কোর্স।

ওয়েস্ট বেঙ্গল কাউন্সিল অব হোমিওপ্যাথিক মেডিসিনে হোমিওপ্যাথি ফার্মাসিস্ট হিসেবে নাম নথিভুক্ত থাকতে হবে। বাংলা লিখতে ও কথা বলতে জানতে হবে।

বয়স: জন্মতারিখ হতে হবে ১ জানুয়ারি ১৯৯৩- ১ জানুয়ারি ২০০৪ সালের মধ্যে। সংরক্ষিত শ্রেণির প্রার্থীরা নিয়ম অনুযায়ী বয়সের ক্ষেত্রে ছাড় পাবেন।

আবেদনের ফি: ১৬০ টাকা। গভর্নমেন্ট রিসিট পোর্টাল সিস্টেমের মাধ্যমে ফি দিতে হবে।

পশ্চিমবঙ্গের তপশিলি জাতি/ উপজাতি প্রার্থীদের আবেদনের ফি দিতে হবে না।

আবেদনের পদ্ধতি: www.wbhrb.in ওয়েবসাইটে গিয়ে অনলাইন আবেদন করতে হবে। বৈধ ইমেল আইডি ও মোবাইল নম্বর থাকতে হবে।

অনলাইন আবেদন করা যাবে ৫ মে ২০২২ তারিখ দুপুর ১টা পর্যন্ত।

অন্যান্য প্রাসঙ্গিক তথ্য উপরোক্ত ওয়েবসাইট থেকে জানা যাবে (Pharmacist recruitment 2022)।

নোটিসটি দেখতে ক্লিক করুন