বিশ্বভারতীতে জুনিয়র রিসার্চ ফেলো

405
0
VU Recruitment 2023

বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়ে জুনিয়র রিসার্চ ফেলো নেওয়া হবে। VU Recruitment 2023

যোগ্যতা: ন্যূনতম ৫৫ শতাংশ নম্বর নিয়ে এমএসসি পাশ সঙ্গে সিএসআইআর-ইউজিসি নেট (জেআরএফ বা এলএস)

অথবা গেট (বৈধতা সহ) পাশ করে থাকতে হবে।

ফেলোশিপ: প্রথম এবং দ্বিতীয় বছরে প্রতি মাসে ৩১০০০ টাকা এবং তৃতীয় বছরে প্রতি মাসে ৩৫০০০ টাকা করে ফেলোশিপ দেওয়া হবে সঙ্গে মেডিক্যাল অ্যালোয়েন্স।

ফেলোশিপের সময়সীমা: প্রোজেক্ট চলবে ২০২৬ তারিখ পর্যন্ত, পরবর্তীকালে দরকার মনে হলে প্রোজেক্টের সময়সীমা বাড়ানো হতে পারে।

বয়স: বয়সের ঊর্ধ্বসীমা ২৮ বছর, সংরক্ষিত শ্রেণির প্রার্থীরা নিয়ম অনুযায়ী বয়সের ঊর্ধ্বসীমায় ছাড় পাবেন।

স্পোর্টস অথরিটিতে ইয়াং প্রফেশনাল নিয়োগ

আবেদনের পদ্ধতি: বায়োডেটা সহ আবেদনপত্র পাঠাতে হবে Dr. Biplab Rajbanshi, Department of Chemistry, Visva-Bharati, Santiniketan- 731235.

ইমেল করতে হবে biplab.rajbanshi@visva-bharati.ac.in মেইল আইডিতে। ফোন নম্বর: ৮১১৬৪৫৫৯৭১।

রাজ্যে ১৫০০ হেলথ অফিসার নিয়োগ

আবেদনপত্রে উল্লেখ করতে হবে ‘Application for JRF position, your name’.

আবেদনপত্রের সঙ্গে যাবতীয় প্রমাণপত্রাদির স্ব-প্রত্যয়িত কপি ইমেল করতে হবে। ইন্টারভিউ অনলাইন মোডে হবে।

কাজী নজরুল বিশ্ববিদ্যালয়ে শিক্ষক নিয়োগ

VU Recruitment 2023

নোটিসটি দেখতে ক্লিক করুন