স্নাতক যোগ্যতা কলকাতা পুলিশে চাকরি

1560
0
WB Police Recruitment 2023

কলকাতা পুলিশে ১৬৯ শূন্যপদে সাব ইনস্পেক্টর/ সাব ইনস্পেক্ট্রেস এবং সার্জেন্ট নিয়োগ করা হবে। প্রার্থী বাছাই করবে ওয়েস্ট বেঙ্গল পুলিশ রিক্রুটমেন্ট বোর্ড। WB Police Recruitment 2023

যোগ্যতা: কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে যে কোনো শাখায় স্নাতক। প্রার্থীকে বাংলা ভাষা লিখতে, পড়তে ও বলতে জানতে হবে (নেপালি ভাষীদের ক্ষেত্রে এটি প্রযোজ্য নয়)।

মহিলা প্রার্থীরা কেবলমাত্র সাব ইনস্পেক্ট্রেস পদের জন্য আবেদন করতে পারবেন।

শারীরিক মাপজোক: সাব ইনস্পেক্টর: উচ্চতা ১৬৭ সেন্টিমিটার, বুকের ছাতির মাপ ৫ সেন্টিমিটার ফোলানোর ক্ষমতা সহ ৭৯ সেন্টিমিটার, ওজন ৫৬ কেজি।

গোর্খা, গাড়োওয়ালি, রাজবংশী ও তপশিলি উপজাতি প্রার্থীদের ক্ষেত্রে উচ্চতা ১৬০ সেন্টিমিটার,

বুকের ছাতির মাপ ৫ সেন্টিমিটার ফোলানোর ক্ষমতা সহ ৭৬ সেন্টিমিটার, ওজন ৫২ কেজি।

সাব ইনস্পেক্ট্রেস: উচ্চতা ১৬০ সেন্টিমিটার, ওজন ৪৯ কেজি।

গোর্খা, রাজবংশী, গাড়োওয়ালি ও তপশিলি উপজাতি প্রার্থীদের ক্ষেত্রে উচ্চতা ১৫৫ সেন্টিমিটার, ওজন ৪৫ কেজি।

সার্জেন্ট: উচ্চতা ১৭৩ সেন্টিমিটার, বুকের ছাতির মাপ ৫ সেন্টিমিটার পর্যন্ত ফোলানোর ক্ষমতা সহ ৮৬ সেন্টিমিটার, ওজন ৬০ কেজি।

গোর্খা, রাজবংশী, গাড়োওয়ালি ও তপশিলি উপজাতিদের ক্ষেত্রে ১৬৩ সেন্টিমিটার, বুকের ছাতির মাপ ৫ সেন্টিমিটার পর্যন্ত ফোলানোর ক্ষমতা সহ ৮১ সেন্টিমিটার, ওজন ৫৪ কেজি।

এসএসসির মাধ্যমে অনুবাদক নিয়োগ

সাব ইনস্পেক্টর ট্র্যান্সজেন্ডার প্রার্থী: উচ্চতা ১৬২ সেন্টিমিটার, ওজন ৫১ কেজি। গোর্খা, রাজবংশী, গাড়োওয়ালি ও তপশিলি উপজাতিদের উচ্চতা ১৫৭ সেন্টিমিটার, ওজন ৪৭ কেজি।

বেতন: লেভেল ১০ অনুযায়ী ৩২১০০-৮২৯০০ টাকা।

বয়স: ১ জানুয়ারি ২০২৩ তারিখের হিসেবে বয়স হতে হবে ২০-২৭ বছরের মধ্যে। সংরক্ষিত শ্রেণির প্রার্থীরা নিয়ম অনুযায়ী বয়সের ঊর্ধ্বসীমায় ছাড় পাবেন।

প্রার্থী বাছাই পদ্ধতি: লেখা পরীক্ষা, ফিজিক্যাল মেজারমেন্ট টেস্ট, ফিজিক্যাল এফিসিয়েন্সি টেস্ট, মেডিক্যাল টেস্ট ও নথিপত্র যাচাইয়ের মাধ্যমে প্রার্থী বাছাই করা হবে।

ফিজিক্যাল এফিসিয়েন্সি টেস্টে সাব নিস্পেক্টর এবং সার্জেন্ট পদের ক্ষেত্রে ৩ মিনিটে ৮০০ মিটার দৌড়তে হবে।

রাজ্যে ফুড সাব ইনস্পেক্টর নিয়োগ

সাব ইনস্পেক্ট্রেস পদের ক্ষেত্রে ২ মিনিটে ৪০০ মিটার দৌড়তে হবে।

ট্র্যান্সজেন্ডার প্রার্থীদের ক্ষেত্রে ১ মিনিট ৪০ সেকেন্ডে ৪০০ মিটার দৌড়তে হবে। প্রিলিমিনারি পরীক্ষায় থাকবে জেনারেল স্টাডিজ, লজিক্যাল অ্যান্ড

অ্যানালিটিক্যাল রিজনিং, অ্যারিথমেটিক। মোট ২০০ নম্বরের পরীক্ষা। প্রশ্নপত্র থাকবে ইংরেজি এবং বাংলা ভাষায়।

ফাইনাল পরীক্ষায় থাকবে পেপার ওয়ানে জেনারেল স্টাডিজ অ্যান্ড অ্যারিথমেটিক, পেপার টুতে ইংলিশ, পেপার থ্রিতে বাংলা/ হিন্দি/ উর্দু/ নেপালি।

সবশেষে পার্সোন্যালিটি টেস্ট, মেডিক্যাল পরীক্ষা এবং নথিপত্র যাচাই।

আবেদনের ফি: ২৫০ টাকা সঙ্গে প্রসেসিং ফি ২০ টাকা। পশ্চিমবঙ্গের তপশিলি জাতি/ উপজাতি প্রার্থীদের আবেদনের ফি দিতে হবে না,

প্রসেসিং ফি বাবদ শুধুমাত্র ২০ টাকা দিতে হবে।

ক্রেডিট কার্ড/ ডেবিট কার্ড/ নেট ব্যাঙ্কিং/ ইউপিআইয়ের মাধ্যমে ফি দেওয়া যাবে।

কল্যাণী এইমসে কর্মী নিয়োগ

আবেদনের পদ্ধতি: https://prb.wb.gov.in অথবা https://wbpolice.gov.in অথবা www.kolkatapolice.gov.in ওয়েবসাইটে গিয়ে অনলাইন আবেদন করা যাবে।

সহজ মিত্র কেন্দ্রের সাহায্যেও আবেদন করা যাবে। সহজ মিত্র কেন্দ্রের ঠিকানা জানতে ১৮০০৪১৯০২৫০ নম্বরে ফোন করতে পারেন।

অনলাইন আবেদন করা যাবে ১৮ সেপ্টেম্বর ২০২৩ তারিখ পর্যন্ত। WB Police Recruitment 2023

নোটিসটি দেখতে ক্লিক করুন