প্রাইমারি টেট-এর অনলাইন আবেদন শুরু

1788
0
WB TET 2023 Exam date

প্রাথমিকে (প্রথম শ্রেণি থেকে পঞ্চম শ্রেণি) শিক্ষক নিয়োগের টেট (টিচার এলিজিবিলিটি টেস্ট) পরীক্ষার জন্য অনলাইন আবেদন শুরু হয়েছে। WB TET 2023 Exam date

পরীক্ষা হবে আগামী ১০ ডিসেম্বর ২০২৩ তারিখে। পরীক্ষা পরিচালনা করবে ওয়েস্ট বেঙ্গল বোর্ড অব প্রাইমারি এডুকেশন।

যোগ্যতা: ১। ন্যূনতম ৫০ শতাংশ নম্বর নিয়ে সিনিয়র সেকেন্ডারি বা সমতুল পাশ সঙ্গে এলিমেন্টারি এডুকেশনে দু বছরের ডিপ্লোমা

অথবা

ন্যূনতম ৫০ শতাংশ নম্বর নিয়ে সিনিয়র সেকেন্ডারি বা সমতুল পাশ সঙ্গে চার বছরের ব্যাচেলর অব এলিমেন্টারি এডুকেশন (বিএলএড)

মুর্শিদাবাদে স্বাস্থ্য কর্মী নিয়োগ

বা

ন্যূনতম ৫০ শতাংশ নম্বর নিয়ে সিনিয়র সেকেন্ডারি বা সমতুল পাশ সঙ্গে এডুকেশন (স্পেশ্যাল এডুকেশন)-এ ডিপ্লোমা

অথবা

ন্যূনতম ৫০ শতাংশ নম্বর নিয়ে স্নাতক এবং ব্যাচেলর অব এডুকেশন (বিএড)।

সংরক্ষিত শ্রেণির প্রার্থীরা নম্বরের ক্ষেত্রে ৫ শতাংশ ছাড় পাবেন।

২। এনসিটিই স্বীকৃত প্রতিষ্ঠান থেকে যাঁরা দু বছরের ডিএলএড কোর্সের চূড়ান্ত পরীক্ষা দিয়েছেন, তাঁরা আবেদন করতে পারবেন

কোস্ট গার্ডে নাবিক ও যান্ত্রিক পদে নিয়োগ

অথবা যাঁরা আরসিআই স্বীকৃত প্রতিষ্ঠান থেকে দু বছরের ডিএড (স্পেশ্যাল এডুকেশন) কোর্সের চূড়ান্ত পরীক্ষার দিয়েছেন এবং রেজাল্টের অপেক্ষায় আছেন তাঁরা আবেদন করতে পারবেন।

বা ইতিমধ্যে বিএড কোর্সের চূড়ান্ত পরীক্ষা যাঁরা দিয়েছেন এবং রেজাল্টের অপেক্ষায় আছেন, তাঁরা টেট দিতে পারবেন,

অথবা যাঁরা ডিএলএড/ ডিএড (স্পেশ্যাল এডুকেশন)/ বিএড প্রশিক্ষণ নিচ্ছেন ও ডিএলএড/ ডিএড (স্পেশ্যাল এডুকেশন)/

বিএড প্রথম বর্ষের পরীক্ষায় উত্তীর্ণ হয়েছেন, তাঁরাও টেট-এ বসার যোগ্য বলে বিবেচিত হবেন।

স্টেট ব্যাঙ্কে ২০০০ প্রবেশনারি অফিসার নিয়োগ

আবেদনের ফি: ৫০০ টাকা, ওবিসি এ এবং বি প্রার্থীদের ক্ষেত্রে ৪০০ টাকা এবং তপশিলি জাতি/উপজাতি ও শারীরিক প্রতিবন্ধী প্রার্থীদের ক্ষেত্রে ২৫০ টাকা।

ক্রেডিট কার্ড/ ডেবিট কার্ড/ ইন্টারনেট ব্যাঙ্কিংয়ের মাধ্যমে ফি দেওয়া যাবে।

আবেদনের পদ্ধতি: https://www.wbbprimaryeducation.org  ওয়েবসাইটে গিয়ে অনলাইন আবেদন করতে হবে।

প্রার্থীর বৈধ ইমেল আইডি ও মোবাইল নম্বর থাকতে হবে।

অনলাইন আবেদন করা যাবে ৪ অক্টোবর ২০২৩ তারিখ রাত ২৩.৫৯ পর্যন্ত।

নোটিসটি দেখতে ক্লিক করুন