কারেন্ট অ্যাফেয়ার্স ১৬ জানুয়ারি ২০২০

579
0

আন্তর্জাতিক

  • মার্কিন রাষ্ট্রপতি ডোনাল্ড ট্রাম্পের বিরুদ্ধে ইমপিচমেন্ট সওয়ালের প্রক্রিয়া শুরু হল।ডেমোক্র্যাটদের ৭ জন প্রতিনিধি তাঁর বিরুদ্ধে সাক্ষ্য দেবেন। টুইটারে তাঁদের নিষ্কর্মা বলে আখ্যা দিলেন ট্রাম্প।
  • সরস্বতী পূজার দিন স্কুলে বুথ তৈরি করে ভোটদানের সিদ্ধান্তের বিরুদ্ধে আমরণ অনশন শুরু করলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্ররা। নির্বাচন কমিশনের এই সিদ্ধান্তের প্রতিবাদে অনশনে বসেছেন সব ধর্মের ছাত্রছাত্রীরাই। ঢাকার দুটি সিটি কর্পোরেশন ভোটের দিন ওই সময়ে রেখেছে বাংলাদেশ নির্বাচন কমিশন।

 

জতীয়

  • মালয়েশিয়া ও তুরস্ক থেকে আমদানি কমানোর সিদ্ধান্ত নিল ভারত। আন্তর্জাতিক ক্ষেত্রে বিশেষত কাশ্মীর প্রশ্নে লাগাতার ভারত বিরোধিতার জন্য এই পদক্ষেপ বলে ইঙ্গিত মিলেছে। বাণিজ্যমন্ত্রী পীযূষ গয়াল বলেছেন, দেশের স্বার্থের কথা মাথায় রেখে আমদানি নীতি নিয়ে সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
  • কাশ্মীর নিয়ে রাষ্ট্রসঙ্ঘের নিরাপত্তা পরিষদে রুদ্ধদ্বার বৈঠক হল। চিন এক্ষেত্রে বিষয়টি নিয়ে পাকিস্তানের তোলা অভিযোগকেই সামনে এনেছিল। তবে বৈঠকের সিদ্ধান্ত হল, ভারত-পাকিস্তান দ্বিপাক্ষিক স্তরে মিটিয়ে নেবে বিষয়টি।
  • সংশ্লিষ্ট দেশগুলির বিদেশমন্ত্রীর উপস্থিতিতে দিল্লিতে সমাপ্ত হল রাইসিনা সংলাপ।

 

বিবিধ

  • পূর্ব ভারতের বৃহত্তম সৌর বিদ্যুত প্রকল্প অনুমোদন করল পশ্চিমবঙ্গ সরকার। পূর্ব মেদিনীপুরের দাদনপাত্রবারে ৫৬২ একর জমিতে ১২৫ মেগাওয়াট ক্ষমতাসম্পন্ন সৌরবিদ্যুত কেন্দ্রটি গড়ে তোলা হবে। এজন্য রাজ্য সরকার ১৫০ কোটি টাকা ব্যয় করবে এবং জার্মানির কেএফডব্ল‌ু ব্যাঙ্ক থেকে ৬০০ কোটি টাকা ঋণ নেবে বলে জানালেন রাজ্যের অর্থমন্ত্রী অমিত মিত্র।
  • ‍‘সেন্ট জেভিয়ার্স কলেজ সেন্ট্রাল লাইব্রেরি ইউজার অ্যাওয়ার্ড’ পেলেন সেখানকার ছাত্র শুভজিত বিশ্বাস। গত এক বছরে তিনি ৯৩৩ ঘণ্টা গ্রন্থাগার ব্যবহার করেছেন।

 

খেলা

  • এটিকে এবং মোহনবাগান ক্লাব মিলে যাচ্ছে। ১৩০ বছরের পুরনো ক্লাব মোহনবাগানের নামের সঙ্গেও জুড়ে যাবে এটিকে। ১ জুন শুরু হবে নতুন নামে পথ চলা। আই লিগের পাশাপাশি আইএসএল-এও খেলবে তারা। নতুন ক্লাবের বোর্ড অব ডিরেক্টর্সে মোহনবাগানের ২ জন ডিরেক্টর থাকবেন। ক্লাবের ৮০ শতাংশ শেয়ার কিনে নিচ্ছে আরপি সঞ্জীব গোয়েঙ্কা গ্র‌ুপ।
  • চারুলতা দেবী (৮৭) প্রয়াত হলেন। এই প্রবীণা খেলার মাঠে হুইল চেয়ারে চেপে উপস্থিত হতেন এবং ভারতীয় ক্রিকেটারদের উৎসাহ দিতেন। তিনি পরিচিত ছিলেন ‘সুপার ফ্যান নামে’।
  • ২০২০ সালের সেপ্টেম্বর মাস পর্যন্ত চুক্তির জন্য ‘এ’ প্লাস, ‘এ’, ‘বি’, ও ‘সি’ গ্রেডের ক্রিকেটারদের নাম প্রকাশ করল বিসিসিআই। এই তালিকায় এম এস ধোনির নাম নেই।