কারেন্ট অ্যাফেয়ার্স ৯ আগস্ট ২০২০

879
0
current affairs

আন্তর্জাতিক

  • পদত্যাগ করলেন লেবাননের তথ্যমন্ত্রী মানাল আব্দেল সামাদ৷ তবে দেশের মানুষ প্রধানমন্ত্রী হাসান দিয়াবের ইস্তফার দাবিতে সরব৷ সেই দাবিতে সায় জানাল ফ্রান্স ও জার্মানি৷ বিপুল দুর্নীতির অভিযোগ উঠেছে এই সরকারের বিরুদ্ধে৷ প্রসঙ্গত, ৭০ লক্ষ লোকের দেশ লেবানন৷ তার মধ্যে ৫০ লক্ষ লেবানিজ এবং ২০ লক্ষ মানুষ সিরিয়া ও প্যালেস্টাইনের শরণার্থী৷
  • ইজরায়েলে প্রবল হয়ে উঠল প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুর পদত্যাগের দাবি৷ এদিন হাজার-হাজার মানুষ মিছিল করে তাঁর ইস্তফার দাবি জানান৷ প্রসঙ্গত, দুর্নীতি এবং করোনা পরিস্থিতি মোকাবিলায় ব্যর্থতার অভিযোগ উঠেছে পঞ্চমবারের প্রধানমন্ত্রী নেতানিয়াহুর বিপক্ষে৷
  • কলম্বোর বৌদ্ধ মন্দিরে চতুর্থবারের জন্য শ্রীলঙ্কার প্রধানমন্ত্রী পদে শপথ নিলেন মাহিন্দা রাজাপক্ষে৷
  • বিশ্বে কোভিড-১৯ রোগে সংক্রমিত ও মৃতের মোট সংখ্যা বেড়ে হল যথাক্রমে ১,৯৯,৪২,১৫৫ ও ৭,৩১,৯৭০৷

 

জাতীয়

  • অন্ধ্রপ্রদেশের বিজয়ওয়াড়ায় এক মর্মান্তিকক অগ্নিকাণ্ডে মৃত্যু হল ১০ জনের৷ করোনা রোগীদের চিকিৎসার জন্য স্বর্ণ প্যালেস নামে একটি হোটেল লিজ নিয়েছিল রমেশ হাসপাতাল৷ সেই হোটেলে অগ্নিকাণ্ডটি ঘটেছে৷
  • রাজস্থানের যোধপুরের কাছে প্রত্যন্ত ডেচুর গ্রামে একই পরিবারের ১১ জনের মৃত্যু হল৷ অনুমান, কোনো বিষক্রিয়ায় মৃত্যু হয়েছে তাঁদের৷ ভিল সম্প্রদায়ের এই পরিবার ২০১৫ সালে পাকিস্তানের সিন্ধু প্রদেশ থেকে শরণার্থী হয়ে ভারতে এসেছিল৷
  • দেশে গত ২৪ ঘণ্টায় ৬৪,৩৯৯ জন করোনায় আক্রান্ত হলেন৷ দেশে মোট ২১,৫৩,০১০ জন আক্রান্ত হয়েছেন৷ টানা ৩ দিন দৈনিক ৬০ হাজারের বেশি মানুষ আক্রান্ত হলেন৷ তবে দেশে অ্যাক্টিভ রোগীর (৬.২৮ লক্ষ) সংখ্যার দ্বিগুণ হল সুস্থ রোগীর (১৪.৮০ লক্ষ) সংখ্যা৷ দেশে মোট প্রাণহানির সংখ্যা ৪৩,৩৭৯৷

 

বিবিধ

  • ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতোল্লা সৈয়দ আলি খামেনেই হিন্দি ভাষায় টুইটার অ্যাকাউন্ট খুললেন৷
  • ২০১৭ সালের সন্ত কবীর পুরস্কার পশ্চিমবঙ্গের মহিলা তাঁতশিল্পী সরস্বতী সরকার পাচ্ছেন বলে জানানো হল৷ জামদানি শাড়ির পাড়ে ময়ূরের নকশা বুনেছিলেন তিনি৷
  • প্রতিরক্ষা সরঞ্জামের ১০১টি উপকরণ আমদানিতে নিষেধাজ্ঞা জারি করল কেন্দ্রীয় সরকার৷

 

 

খেলা

  • চ্যাম্পিয়ন্স লিগের কোয়ার্টার ফাইনালে উঠল বার্সোলোনা৷ দুই পর্ব মিলিয়ে তারা ৪-২ গোলে হারাল নাপোলিকে৷ চ্যাম্পিয়ন্স লিগে ৩৫তম প্রতিপক্ষের বিরুদ্ধে গোল করলেন লিওনেল মেসি৷ চেলসিকে দুইপর্বে ৭-১ গোলে হারিয়ে শেষ আটে পৌঁছল বায়ার্ন মিউনিখ৷
  • ভারতের জাতীয় ফুটবল দলের প্রাক্তন সদস্য ৪০ বছর বয়সী মনিতোম্বি সিং প্রয়াত হলেন৷ দেশের হয়ে ২০০২ সালে ভিয়েতনামে এলজি কাপ জিতেছিলেন তিনি৷ মোহনবাগানের অধিনায়ক ছিলেন৷ মোহনবাগানের হয়ে আইএফএ শিল্ড, এয়ারলাইন্স গোল্ডকাপ জিতেছিলেন৷

 

 

 

লাইভ টিভি দেখুন:    https://chetana.tv/

বাংলার প্রথম এডুকেশনাল চ্যানেল