কারেন্ট অ্যাফেয়ার্স ২ সেপ্টেম্বর ২০২০

571
0

আন্তর্জাতিক

  • রাশিয়ার বিরোধী নেতা তথা ভ্লাদিমির পুতিনের কট্টর সমালোচক অ্যালেক্সি নাভালনিকে বিষ প্রয়োগ করে খুনের চেষ্টা করা হয়েছিল। এবার এই দাবি করলেন জার্মান চ্যান্সেলর আঞ্জেলা মরকেল। অসুস্থ হওয়ার পর নাভালনিকে জর্মানিতে নিয়ে গিয়েই চিকিৎসা করা হচ্ছে। তাঁকে নার্ভ এজেন্ট ‘নোভিচক’ দিয়ে হত্যার চেষ্টা করা হয়েছিল বলে অভিযোগ।
  • কম্বোডিয়ার কুখ্যাত টুয়ো স্লেং জেলের প্রাক্তন প্রধান কমরেড ডুচো (৭৭) প্রয়াত হলেন। ১৯৭৫ থেকে ১৯৭৯ সাল কম্বোডিয়ার খমের রুজ সরকার অন্তত ২০ লক্ষ বিরোধী মানুষকে হত্যা করেছিল বলে অভিযোগ। তার একটা অংশ সম্পন্ন হয়েছিল ওই কারাগারে। তাঁকে আজীবন কারাবাসের শাস্তি দিয়েছিল রাষ্ট্রসংঘের আাদালত।
  • বিশ্বে কোভিড আক্রান্ত হয়েছেন মোট ২,৬০,৯৩,৬৯৩ জন। মোট প্রাণ হানির সংখ্যা ৮,৬৪,৫৬৩।

 

জাতীয়

  • ২০২৫ সালের মধ্যে দেশকে যক্ষ্মামুক্ত করা হবে বলে দাবি করলেন কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী হর্ষ বর্ধন। প্রসঙ্গত, গত এক বছরে ১৪ শতাংশ অর্থাৎ ২৫ লক্ষ যক্ষ্মা রোগী বৃদ্ধি পেয়েছে ভারতে।
  • পাবজি, আলি পে, বাইডু, ক্যামকার্ড, সুপার ক্লিন, লুডো অল স্টার সহ ১১৮টি মোবাইল অ্যাপ্লিকেশনকে নিষিদ্ধ করল কেন্দ্রীয় সরকার। এর মধ্যে বেশিরভাগই চিনের তৈরি। দেশের নিরাপত্তা ব্যবস্থা ও গ্রাহকদের তথ্য সুরক্ষা ক্ষতিগ্রস্ত হওয়ার অভিযোগ তথ্য প্রযুক্তি আইনের ৬৯ এ ধারায় এই পদক্ষেপ নেওয়া হয়েছে।
  • কোভিড আক্রান্ত হলেন গোয়ার মুখ্যমন্ত্রী প্রমোদ সাওয়ান্ত। গত ২৪ ঘণ্টায় দেশে ৭৮,৩৫৭ জন সংক্রমিত হয়েছেন। মোট আক্রান্তের সংখ্যা ৩৭,৬৯,৫২৩। মোট প্রাণহানির সংখ্যা ৬৬,৩৩৩। প্রতি ১০ লক্ষ জন ভারতে করোনা সংক্রমণে মৃতের সংখ্যা ৪৮ অর্থাৎ বিশ্বে সব থেকে কম বলে দাবি করল কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রক।

 

বিবিধ

  • গ্লোবাল ইনোভেশন ইনডেক্স-এ বিশ্বে ৪৮তম স্থান পেল ভারত। উদ্ভাবনী ক্ষমতার এই তালিকায় ভারত গতবারের তুলনায় ৪ ধাপ অগ্রসর হয়েছে। নিম্ন-মধ্য আয়ের দেশগুলির মধ্যে এই সূচকে ভারতের ক্রম তৃতীয়।
  • ২০১৯ সালে দেশে ১০,২৮০ জন কৃষক আত্মহত্যা করেছেন। ২০১৮ সালের তুলনায় দেশে আত্মহত্যা বৃদ্ধি পেয়েছে ৩.৪ শতাংশ। আত্মহত্যার সংখ্যায় প্রথম তিনটি রাজ্য হল মহারাষ্ট্র, তামিলনাড়ু ও পশ্চিমবঙ্গ। ন্যাশনাল ক্রাইম রেকর্ডস ব্যুরো প্রকাশিত তথ্য থেকে এ কথা জানা গেল।

 

খেলা

  • ইউএস ওপেনে সেরিনা উইলিয়ামস ৭-৫, ৬-৩ সেটে হারালেন ক্রিস্টি আনকে। ইউএস ওপেনে এটি তাঁর ১০২তম সিঙ্গলস ম্যাচে জয়। তিনি ভাঙলেন ক্রিস এভার্টের ১০১টি ম্যাচ জয়ের রেকর্ড। ৩৮ বছরের সেরিনার এখানে জেতা-হারার পরিসংখ্যান ১০২-১৩।
  • শতবর্ষপ্রাচীন ইস্টবেঙ্গল ক্লাব পেল নতুন লগ্নিকারী সংস্থা শ্রী সিমেন্টকে। ফলে আইএসএল প্রতিযোগিতায় তাদের অংশ নেওয়ার পথ তৈরি হল।

 

 

লাইভ টিভি দেখুন:   https://chetana.tv/

বাংলার প্রথম এডুকেশনাল চ্যানেল