দক্ষিণ-পূর্ব মধ্য রেলে ৪৩২ জন ট্রেড অ্যাপ্রেন্টিস নিয়োগ করা হবে অ্যাপ্রেন্টিস অ্যাক্ট অনুযায়ী। অনলাইন আবেদন করা যাবে ১০ অক্টোবর ২০২১ তারিখ রাত ২৩.৫৯ পর্যন্ত (Railway apprentice)।
যোগ্যতা: দশম শ্রেণি বা সমতুল পাশ সঙ্গে সংশ্লিষ্ট ট্রেডে আইটিআই পাশ।
বয়সসীমা: ১ জুলাই ২০২১ তারিখের হিসেবে বয়স হতে হবে ১৫-২৪ বছরের মধ্যে। সংরক্ষিত শ্রেণির প্রার্থীরা নিয়ম অনুযায়ী বয়সের ঊর্ধ্বসীমায় ছাড় পাবেন।
যে সমস্ত ট্রেডে নিয়োগ করা হবে সেগুলি হল- সিওপিএ, স্টেনোগ্রাফার (ইংলিশ), স্টেনোগ্রাফার (হিন্দি), ফিটার, ইলেক্ট্রিশিয়ান,
ওয়্যারম্যান, ইলেক্ট্রনিক মেকানিক, আরএসি মেকানিক, ওয়েল্ডার, প্লাম্বার, কার্পেন্টার, মেশিনিস্ট, টার্নার, শিট মেটাল ওয়ার্কার, ড্রাফটসম্যান/ সিভিল, গ্যাস কাটার, ড্রেসার,
মেডিক্যাল ল্যাবরেটরি টেকনিশিয়ান কার্ডিওলজি, মেকানিক মেডিক্যাল ইক্যুপমেন্ট ফর হসপিটালস অ্যান্ড অকুপেশনাল হেলথ সেন্টার,
ডেন্টাল ল্যাব টেকনিশিয়ান, হসপিটাল ওয়েস্ট ম্যানেজমেন্ট টেকনিশিয়ান, রেডিওলজি টেকনিশিয়ান (মেডিক্যাল ল্যাব টেকনিশিয়ান)।
আবেদনের পদ্ধতি: https://apprenticeshipindia.org ওয়েবসাইটে গিয়ে অনলাইন আবেদন করতে হবে। অনলাইন আবেদন করা যাবে ১০ অক্টোবর ২০২১ তারিখ রাত ২৩.৫৯ পর্যন্ত।
নোটিসটি দেখতে ক্লিক করুন
কলকাতার গার্ডেনরিচে মাধ্যমিক যোগ্যতায় অ্যাপ্রেন্টিস নিয়োগের খবর দেখতে ক্লিক করুন