স্টিল অথরিটিতে ২৭০ অ্যাপ্রেন্টিস

985
0
SAIL Recruitment 2024

স্টিল অথরিটি অব ইন্ডিয়া লিমিটেডে ২৭০ জন গ্র্যাজুয়েট/ টেকনিশিয়ান অ্যাপ্রেন্টিস নিয়োগ করা হবে অ্যাপ্রেন্টিস অ্যাক্ট অনুযায়ী।

শূন্যপদ: অটোমোবাইল ইঞ্জিনিয়ারিং: ৬ (ডিপ্লোমা ৫, ডিগ্রি ১), এগ্রিকালচার ইঞ্জিনিয়ারিং: ৪ (ডিগ্রি), সেরামিক টেকনোলজি: ৬ (ডিপ্লোমা), কেমিক্যাল: ১৮ (ডিপ্লোমা ১১, ডিগ্রি ৭), সিভিল: ২৫ (ডিপ্লোমা ১৬, ডিগ্রি ৯), কম্পিউটার সায়েন্স: ৭ (ডিপ্লোমা ৩, ডিগ্রি ৪), ইলেক্ট্রিক্যাল: ৭৫ (ডিপ্লোমা ৫৫, ডিগ্রি ২০), ইলেক্ট্রিক্যাল অ্যান্ড ইলেক্ট্রনিক্স: ৪ (ডিপ্লোমা ২, ডিগ্রি ২), ইলেক্ট্রনিক্স অ্যান্ড কমিউনিকেশন: ৪ (ডিপ্লোমা ২, ডিগ্রি ২), ইলেক্ট্রনিক্স অ্যান্ড ইনস্ট্রুমেন্টেশন: ৪ (ডিপ্লোমা ৩, ডিগ্রি ১), ইলেক্ট্রনিক্স অ্যান্ড টেলিকমিউনিকেশন: ১ (ডিপ্লোমা), ইনফরমেশন টেকনোলজি: ৭ (ডিপ্লোমা ৩, ডিগ্রি ৪), ম্যানুফ্যাকচারিং ইঞ্জিনিয়ারিং: ২ (ডিপ্লোমা), মেকানিক্যাল অ্যান্ড প্রোডাকশন: ৪৪ (ডিপ্লোমা ৩০, ডিগ্রি ১৪), মেটালার্জিক্যাল অ্যান্ড মেটিরিয়াল সায়েন্স: ২১ (ডিপ্লোমা ১৫, ডিগ্রি ৬), মেটালার্জি: ৩৩ (ডিপ্লোমা ২০, ডিগ্রি ১৩), প্রোডাকশন: ৯ (ডিপ্লোমা ৬, ডিগ্রি ৩)।

যোগ্যতা: কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় বা ইনস্টিটিউট থেকে সংশ্লিষ্ট ডিসিপ্লিনে ইঞ্জিনিয়ারিং ডিগ্রি/ ডিপ্লোমা।

বয়সসীমা্: ৬ ফেব্রুয়ারি ২০২১ তারিখের হিসেবে বয়স হতে হবে ১৮-২৪ বছরের মধ্যে।

ট্রেনিংয়ের সময়সীমা ও স্টাইপেন্ড: ট্রেনিংয়ের সময়সীমা ১ বছর, অ্যাপ্রেন্টিস অ্যাক্টের নিয়ম অনুযায়ী স্টাইপেন্ড দেওয়া হবে।

আবেদনের পদ্ধতি: https://portal.mhrdnats.gov.in পোর্টালে গিয়ে অ্যাপ্রেন্টিস হিসেবে নাম নথিভুক্ত করতে হবে। অনলাইন আবেদন করা যাবে ১০ ফেব্রুয়ারি পর্যন্ত। অন্যান্য প্রাসঙ্গিক তথ্য https://www.sail.co.in/en/home ওয়েবসাইট থেকে জানা যাবে।

আবেদন সংক্রান্ত কোনো জিজ্ঞাসা থাকলে ৮৮৯৫৫০৪৫২৪ নম্বরে ফোন করতে পারেন।

http://bit.ly/3rudipG লিঙ্কে গিয়ে বিজ্ঞপ্তিটি দেখতে পারবেন।

 

লাইভ টিভি দেখুন: https://chetana.tv/

বাংলার প্রথম এডুকেশনাল চ্যানেল