ভাবা অ্যাটোমিকে নার্স, সায়েন্টিফিক অ্যাসিঃ নিয়োগ

825
0
Bhabha atomic research centre

ভাবা অ্যাটোমিক রিসার্চ সেন্টারে নার্স, সায়েন্টিফিক অ্যাসিস্ট্যান্ট/বি (প্যাথোলজি), সায়েন্টিফিক অ্যাসিস্ট্যান্ট/ বি (নিউক্লিয়ার মেডিসিন টেকনোলজিস্ট),

সায়েন্টিফিক অ্যাসিস্ট্যান্ট/ সি (মেডিক্যাল সোশ্যাল ওয়ার্কার), সাব অফিসার/ বি, সায়েন্টিফিক অ্যাসিস্ট্যান্ট/ বি (সিভিল) পদে ৩৬ জন নিয়োগ করা হবে। বিজ্ঞপ্তি নম্বর 05/2022(R-I).

যোগ্যতা: নার্স/এ: দ্বাদশ শ্রেণি পাশ এবং নার্সিং অ্যান্ড মিডওয়াইফারিতে ডিপ্লোমা (তিন বছরের কোর্স)

সঙ্গে সেন্ট্রাল/ স্টেট নার্সিং কাউন্সিল ইন ইন্ডিয়াতে নার্স হিসেবে নাম নথিভুক্ত থাকতে হবে। অথবা বিএসসি (নার্সিং)।

সায়েন্টিফিক অ্যাসিস্ট্যান্ট/ বি (প্যাথোলজি): ন্যূনতম ৬০ শতাংশ নম্বর নিয়ে বিএসসি সঙ্গে মেডিক্যাল ল্যাব টেকনোলজিতে পোস্ট গ্র্যাজুয়েট ডিপ্লোমা।

সায়েন্টিফিক অ্যাসিস্ট্যান্ট/ বি (নিউক্লিয়ার মেডিসিন টেকনোলজিস্ট): ন্যূনতম ৬০ শতাংশ নম্বর নিয়ে বিএসসি

সঙ্গে মেডিক্যাল রেডিও ইসোটোপ টেকনিক্স বা নিউক্লিয়ার মেডিসিন টেকনোলজি বা ফিউসন ইমেজিং টেকনোলজিতে ন্যূনতম ৫০ শতাংশ নিয়ে ডিপ্লোমা।

অথবা ন্যূনতম ৬০ শতাংশ নম্বর নিয়ে নিউক্লিয়ার মেডিসিন টেকনোলজিতে বিএসসি।

সায়েন্টিফিক অ্যাসিস্ট্যান্ট/ সি (মেডিক্যাল সোশ্যাল ওয়ার্কার): ন্যূনতম ৫০ শতাংশ নম্বর নিয়ে মেডিক্যাল সোশ্যাল ওয়ার্কে পোস্ট গ্র্যাজুয়েট ডিগ্রি মেডিক্যাল অ্যান্ড সাইকিয়াট্রি/ মেন্টাল হেলথ সোশ্যাল ওয়ার্কে স্পেশ্যালাইজেশন সহ।

সাব অফিসার/ বি: ন্যূনতম ৫০ শতাংশ নম্বর নিয়ে কেমিস্ট্রি সহ বিজ্ঞান শাখায় উচ্চমাধ্যমিক পাশ বা সমতুল

সঙ্গে নাগপুরের ন্যাশনাল ফায়ার সার্ভিস কলেজ থেকে সাব অফিসার্স কোর্স পাশ এবং ১২ বছরের কাজের অভিজ্ঞতা।

সায়েন্টিফিক অ্যাসিস্ট্যান্ট/ বি (সিভিল): ন্যূনতম ৬০ শতাংশ নম্বর নিয়ে সিভিল ইঞ্জিনিয়ারিংয়ে ডিপ্লোমা।

শূন্যপদ: নার্স/এ: ১৩, সায়েন্টিফিক অ্যাসিস্ট্যান্ট/ বি (প্যাথোলজি): ২, সায়্নেটিফিক অ্যাসিস্ট্যান্ট/ বি (নিউক্লিয়ার মেডিসিন টেকনোলজিস্ট): ৮,

সায়েন্টিফিক অ্যাসিস্ট্যান্ট/ সি (মেডিক্যাল সোশ্যাল ওয়ার্কার): ১, সাব অফিসার/ বি: ৪, সায়েন্টিফিক অ্যাসিস্ট্যান্ট/ বি (সিভিল): ৮।

বয়সসীমা: সাব অফিসার/ বি পদের ক্ষেত্রে বয়স হতে হবে ১৮-৪০ বছরের মধ্যে। বাকি পদগুলির ক্ষেত্রে বয়স হতে হবে ১৮-৩০ বছরের মধ্যে।

১২ সেপ্টেম্বর ২০২২ তারিখের হিসেবে বয়স সম্পূর্ণ হতে হবে। সংরক্ষিত শ্রেণির প্রার্থীরা নিয়ম অনুযায়ী বয়সের ঊর্ধ্বসীমায় ছাড় পাবেন।

আবেদনের ফি: ১৫০ টাকা। তপশিলি জাতি/ উপজাতি, শারীরিক প্রতিবন্ধী ও মহিলা প্রার্থীদের আবেদনের ফি দিতে হবে না।

আবেদনের পদ্ধতি: www.barc.gov.in ওয়েবসাইটে গিয়ে অনলাইন আবেদন করতে হবে। বৈধ ইমেল আইডি ও মোবাইল নম্বর থাকতে হবে।

অনলাইন আবেদন করা যাবে ১২ সেপ্টেম্বর ২০২২ তারিখ পর্যন্ত। অন্যান্য প্রাসঙ্গিক তথ্য উপরোক্ত ওয়েবসাইট থেকে জানা যাবে।

  নোটিসটি দেখতে ক্লিক করুন