সিমেন্ট কর্পোরেশনের ২০ ট্রেনি নিয়োগ

1961
0
Upcoming Government Job News

সিমেন্ট কর্পোরেশন অব ইন্ডিয়া লিমিটেডে ২০ জন আর্টিজান ট্রেনি নিয়োগ করা হবে। বিজ্ঞপ্তি নম্বর: AT/02/2020.
শূন্যপদ: পোস্ট কোড ১- ইলেক্ট্রিশিয়ান: ৫, পোস্টকোড ২- ওয়েল্ডার: ৩, পোস্টকোড ৩- ফিটার: ৪, পোস্টকোড ৪- মাইনিং: ২, পোস্টকোড ৫- প্রোডাকশন: ৬।
বয়সসীমা: ৩০ সেপ্টেম্বর ২০২০ তারিখের হিসেবে বয়সের উর্ধ্বসীমা ২৭ বছর। সংরক্ষিত শ্রেণির প্রার্থীরা নিয়ম অনুযায়ী বয়সের উর্ধ্বসীমায় ছাড় পাবেন।
যোগ্যতা: ইলেক্ট্রিশিয়ান: ম্যাট্রিকুলেশন সঙ্গে ইলেক্ট্রিশিয়ান ট্রেডে দু’বছরের নিয়মিত আইটিআই। ওয়েল্ডার: ম্যাট্রিকুলেশন সঙ্গে ওয়েল্ডার ট্রেডে দু’বছরের নিয়মিত আইটিআই অথবা ওয়েল্ডার ট্রেডে একবছরের নিয়মিত আইটিআই সঙ্গে এক বছরের অ্যাপ্রেন্টিস।
ফিটার: ম্যাট্রিকুলেশন সঙ্গে ফিটার ট্রেড এ দু’বছরের নিয়মিত আইটিআই।
মাইনিং: ম্যাট্রিকুলেশন সঙ্গে এক্সক্যাভেটর অপারেটর (মাইনিং)/ স্টোন মাইনিং মেশিন অপারেটর /মেকানিক মাইনিং মেশিনারিজ-এ দু’বছরের নিয়মিত আইটিআই।
প্রোডাকশন: কেমিস্ট্রিতে নিয়মিত তিন বছরের বিএসসি ডিগ্রি।
সবক্ষেত্রেই শিক্ষাগত যোগ্যতা সম্পন্ন হতে হবে ৩০ সেপ্টেম্বর ২০১৯ তারিখের মধ্যে।
আবেদনের ফি: ৭৫০ টাকা, তপশিলি জাতি/উপজাতি, শারীরিক প্রতিবন্ধী ও মহিলা প্রার্থীদের ক্ষেত্রে আবেদনের ফি ২৫০ টাকা।
আবেদনের পদ্ধতি: www.cciltd.in ওয়েবসাইটে গিয়ে অনলাইন আবেদন করতে হবে। বৈধ ইমেল আইডি ও মোবাইল নাম্বার থাকতে হবে। অনলাইনে আবেদন করা যাবে আগামী ২৫ অক্টোবর বিকেল পাঁচটা পর্যন্ত। অন্যান্য প্রাসঙ্গিক তথ্য উপরোক্ত ওয়েবসাইট থেকে জানা যাবে। সরাসরি https://cci2020.onlineapplicationform.org/CCI/ লিংকে গিয়ে অনলাইন আবেদন করা যাবে।

লাইভ টিভি দেখুন:  https://chetana.tv/
বাংলার প্রথম এডুকেশনাল চ্যানেল