কারেন্ট অ্যাফেয়ার্স ৬ ফেব্রুয়ারি ২০২১

991
0
Joe Root
Courtesy: Essentially Sports

আন্তর্জাতিক
  • রাষ্ট্রসংঘের পরবর্তী মহাসচিব নির্বাচন করার জন্য সদস্য ১৯৩টি দেশকে তাদের মনোনীত প্রার্থীর নাম পাঠাতে বলল রাষ্ট্রসংঘ। বর্তমান মহাসচিব আন্তেনিও গুতেরেসের মেয়াদ ইতিমধ্যেই ফুরিয়েছে। তিনি নিজেও পুনরায় প্রার্থী হচ্ছেন। হান্ডুরাস থেকে প্রার্থী হচ্ছেন এলিজাবেথ প্লোরস।
  • মায়ানমারের সেনা কর্তাদের সঙ্গে ফোনে কথা বললেন রাষ্ট্রসংঘর প্রতিনিধি স্কিরিস্টিন স্কানার বার্গনার। রাষ্ট্রসংঘের নিরাপত্তা পরিষদের বৈঠক থেকেও গভীর উদ্বেগ প্রকাশ করা হল। এদিকে গোটা দেশে ইন্টারনেট সংযোগ বন্ধ করে দিল সেনা প্রশাসন। দেশের বিভিন্ন প্রান্তে এদিনও সেনা সরকারের বিরুদ্ধে বিক্ষোভ দেখিয়েছেন হাজার হাজার মানুষ।

জাতীয়
  • কলকাতা পুলিশের নতুন কমিশনার নিযুক্ত হলেন সৌমেন মিত্র। বিধান নগরে নিযুক্ত হলেন সুপ্রতিম সরকার।
  • ১৯৭১ সালে পাকিস্তানি সেনার হাতে খুন হয়েছিলেন কলকাতার দুই তরুণ সাংবাদিক দীপক চট্টোপাধ্যায় ও সুরজিত ঘোষাল। তাঁদের স্মৃতিতে কলকাতা প্রেস ক্লাবে স্মারকের আবরণ উন্মোচন করলেন বাংলাদেশের তথ্যমন্ত্রী হাছান মাহমুদ। ১৯৭২ সলের ৬ ফেব্রুয়ারি পাক কারাগার থেকে মুক্তির পর কলকাতার ব্রিগেড প্যারেড গ্রাউন্ডে সংবর্ধনা জানানা হয়েছিল শেখ মুজিবুর রহমানকে। সেখানে উপস্থিত ছিলেন তখনকার ভারতীয় প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধীও। সেদিনের অনুষ্ঠানে উপস্থিত ছিলন তরুণ বিধায়ক সুব্রত মুখোপাধ্যায়। এখন তিনি রাজ্যর পঞ্চায়েত মন্ত্রী। এদিন ব্রিগেডে সেই ঘটনার স্মরণে একটি সভা অনুষ্ঠিত হয়।
  • দেশে কোভিড সংক্রমিতের সংখ্যা নেমে গেল দেড় লক্ষের নীচে (১,৪৮,৫৯০)।

বিবিধ
  • সিআরপিএফ–এর মহিলা বাহিনীর ৩৪তম প্রতিষ্ঠা দিবস পালিত হল। এদিনই এই বাহিনীতে ৩৪ জন মহিলাকে কোবরা বাহিনীতে অন্তর্ভুক্ত করা হল।  এjদের মধ্যে রয়েছেন লিপিকা মণ্ডল নামে এক বাঙ্গললনা‌ও।

খেলা
  • নতুন একটি নজির গড়লেন ইংল্যান্ডের ক্রিকেট দলের অধিনায়ক জো রুট। নিজের শততম টেস্টে দ্বিশতরান (২১৮) করলেন তিনি। এই প্রথম কেউ নিজের শততম টেস্টে দ্বিশতরান করলেন। এটি তাঁর পঞ্চম দ্বিশতরান। চেন্নাইয়ের চিদমম্বরম স্টেডিয়ামে ৮ উইকেটে ৫৫৫ রান তুলল ইংল্যান্ড। রুট এদিন রবিচন্দ্রন অশ্বিনের বলে ওভার বাউন্ডারি মেরে ২০০ রান ছুঁলেন। এদিন জোফ্রা আর্চারকে আউট করে টেস্টে দেশের মাটিতে ১০০তম উইকেটটি পেলেন ভারতের ইশান্ত শর্মা।
  • স্টিভ স্মিথ এবং বেথ মোনিকে যথাক্রম অ্যালান বর্ডার পদক ও বেলিন্দা ক্লার্ক পদক দিল ক্রিকেট অস্ট্রেলিয়া। এই নিয়ে তৃতীয়বার এই পদক পেলেন স্মিথ।
  • পার্থ আচার্যকে হারিয়ে বিগ ব্যাশ লিগে চ্যাম্পিয়ন হল সিডনি সিক্সার্স।
  • আইএসএলে এটিকে মোহনবাগান ৪-১ গোলে হারাল ওড়িশা এফসিকে।

`রাইস ট্যালেন্ট স্কলারশিপ টেস্ট’-এ রেজিস্ট্রেশন করতে ক্লিক করুন

আমাদের টেলিগ্রাম চ্যানেল ক্লিক করুন

লাইভ টিভি দেখুন: https://chetana.tv/

বাংলার প্রথম এডুকেশনাল চ্যানেল