কারেন্ট অ্যাফেয়ার্স ৭ মে ২০২১

597
0
current affairs
Courtesy: NDTV.com

আন্তর্জাতিক
  • প্রাক্তন মার্কিন রাষ্ট্রপতি ডোনাল্ড ট্রাম্প সোশ্যাল নেটওয়ার্ক সাইটে তাঁর নিজস্ব যোগাযোগ ব্যবস্থা চালু করলেন৷ এর নাম “ফ্রম দ্য ডেস্ক অব ডোনাল্ড ট্রাম্প”৷ প্রসঙ্গত, ট্রাম্প নিজে রাষ্ট্রপতি থাকার সময় ক্যাপিটাল হিলসে হামলায় ইন্ধন দেওয়ায় তাঁর ট্যুইটার অ্যাকাউন্ট নিষিদ্ধ করেছিল ট্যুইটার কর্তৃপক্ষ৷
  • করোনা প্রতিষেধকের স্বত্ব নিয়ে গোটা বিশ্ব কার্যত দুইভাগে বিভক্ত হয়ে গেল৷ করোনা মোকাবিলায় স্থানীয় নির্মাতাদের সাহায্যে টিকা উৎপাদনের লক্ষ্যে টিকার ওপর থেকে মেধাস্বত্ব তুলে নেওয়ার দাবি জানিয়েছিল ভারত৷ ৬ মে সেই দাবিকে সমর্থন জানায় মার্কিন যুক্তরাষ্ট্র৷ এদিন তার তীব্র বিরোধিতা করল জার্মানি৷ ফার্মাসিউটিক্যাল সংস্থাগুলি অবশ্য বরাবরই মেধাস্বত্ব তুলে দেওয়ার বিরুদ্ধে৷ বিশ্ব বাণিজ্য সংস্থা অবশ্য কেবল করোনার ক্ষেত্রে স্বত্ব তুলে দেওয়ার পক্ষে৷

 

জাতীয়
  • দেশে এদিন ৪,১৪,১৮৮ জন করোনা ভাইরাসে সংক্রমিত হলেন৷ একদিনে করোনায় প্রাণহানি হল ৩,৯১৫ জনের৷ দেশ জুড়েই চলছে অক্সিজেনের জন্য হাহাকার৷ পাল্লা দিয়ে চলছে কালোবাজারিও৷ কেন্দ্রীয় সরকারের কাছে উপযুক্ত পরিমাণ অক্সিজেন চেয়ে সুপ্রিম কোর্টে মামলা করেছে দিল্লি, কর্নাটক, তামিলনাড়ু, ঝাড়খণ্ড ও পশ্চিমবঙ্গ৷
  • তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী হিসাবে শপথ নিলেন ডিএমকে নেতা এম কে স্ট্যালিন৷ ১৯৬৭ সালে মাত্র ১৪ বছর বয়স থেকেই তিনি প্রত্যক্ষভাবে রাজনীতির সঙ্গে যুক্ত৷ শপথ নিয়েই বিনামূল্যে কোভিড চিকিৎসা, মহিলাদের সরকারি পরিবহণে বিনা ভাড়ায় যাতায়াতসহ একগুচ্ছ সিদ্ধান্ত নিলেন তিনি।
  • কেন্দ্রশাসিত অঞ্চল পুদুচেরির মুখ্যমন্ত্রী হিসাবে শপথ নিলেন এন রঙ্গস্বামী৷ তিনি চতুর্থবার এই পদে বসলেন৷

 

বিবিধ
  • শ্রমিক নেতা প্রদীপ বন্দ্যোপাধ্যায় (৭৫) প্রয়াত হলেন৷ তিনি আইএনটিটিইউসি নেতা, পশ্চিমবঙ্গ কৃষিজমি জীবন ও জীবিকা রক্ষা কমিটির প্রথম আহ্বায়ক৷ অসংগঠিত স্রমিকদের জন্য গঠিত বোর্ডের চেয়ারম্যান ছিলেন৷
  • নির্বাচন কমিশনের অন্যতম কৌঁসুলি মোহিত ডি রাম ইস্তফা দিলেন৷ ২০১৩ সাল থেকে সুপ্রিম কোর্টে নির্বাচন কমিশনের প্রতিনিধিত্ব করেছেন তিনি৷
  • সঙ্গীত পরিচালক বলরাজ ভাটিয়া (৯৩) প্রয়াত হলেন৷ ২০১২ সালে পদ্মস্রী পুরস্কার পেয়েছিলেন তিনি৷

 

খেলা
  • ক্রীড়া ক্ষ্রেত্রে বিভিন্ন সফল ব্যক্তিদের জন্য ২০২১ সালের লরিয়াস সম্মান প্রাপকদের নাম ঘোষণা করা হল৷ বর্ষসেরা ক্রীড়াবিদের পুরস্কার পেলেন রাফায়েল নাদাল৷ তিনি এই নিয়ে চার বার এই পুরস্কার পেলেন৷ গত বছর ফরাসি ওপেন জিতে তিনি স্পর্শ করেছিলেন রজার ফেডেরারের সর্বোচ্চ ২০টি গ্র্যান্ড স্ল্যাম খেতাব জেতার রেকর্ড৷ শ্রেষ্ঠ মহিলা ক্রীড়াবিদ নির্বাচিত হলেন নেয়োমি ওসাকা৷ গত বছর ইউএস ওপেন জিতে বর্ণবিদ্বেষের বিরুদ্ধে প্রতিবাদ করেছিলেন তিনি৷ গত বছর চ্যাম্পিয়ন্স লিগ জেতার সুবাদে বর্ষশ্রেষ্ঠ দলের পুরস্কার পাচ্ছে বায়ার্ন মিউনিখ৷ সারা জীবনের ক্রীড়া নৈপুণ্যের জন্য লরিয়াস পুরস্কার পাচ্ছেন টেনিস তারকা বিলি জিন কিং৷
  • দেশের চতুর্থ কুস্তিগির হিসাবে টোকিও অলিম্পিকে যাওয়ার যোগ্যতা অর্জন করলেন সুমিত মালিক৷ পুরুষদের লাইট ওয়েট ডাবলস ইভেন্টে অলিম্পিকে অংশ নেওয়ার জন্য যোগ্যতা অর্জন করলেন অর্জুন জাট ও অরবিন্দ সিং৷
  • করোনার বিরুদ্ধে যুদ্ধে ২ কোটি টাকা অর্থ সাহায্য করলেন বিরাট কোহলি, অনুষ্কা শর্মা৷
  • করোনা সংক্রমণ বেড়ে চলায় স্থগিত রাখা হল মালয়েশিয়া ওপেন ব্যাডমিন্টন প্রতিযোগিতা৷