কারেন্ট অ্যাফেয়ার্স ২০ মে ২০২১

1008
0
current affairs
courtesy: Business Today

আন্তর্জাতিক
  • অবশেষে গাজায় ক্ষেপনাস্ত্র হামলা বন্ধের সিদ্ধান্ত নিল ইজরায়েল৷ সেখানকার সংবাদমাধ্যমে এই কথা জানিয়েছে৷ তবে এদিন সকালেও গাজায় ক্ষেপনাস্ত্র ছুঁড়েছে ইজরায়েল সেনা৷ প্রত্যুত্তর দিয়েছে হামাস জঙ্গিরা৷ ইতিমধ্যে মার্কিন রাষ্ট্রপতি জো বাইডেনের সঙ্গে ফোনে কথা হয় ইজরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুর৷ এদিকে ওয়েস্ট ব্যাঙ্কে ইজরায়েল সেনার গুলিতে মৃত্যু হল এক প্যালেস্তাইনি মহিলার৷
  • আন্তর্জাতিক পর্যবেক্ষক সংস্থা ওয়ান্ডোমিটার্স-এর তথ্য অনুযায়ী, চিনে শুরু থেকে এখনও পর্যন্ত ৯০৯২০ জন করোনা ভাইরাসে সংক্রমিত হয়েছেন৷ সেখানে গোটা বিশ্বে এই দেড় বছরে ১৬ কোটি ৫৯ লক্ষ মানুষ করোনায় সংক্রমিত হয়েছেন৷ মার্কিন যুক্তরাষ্ট্রে ৩ কোটি ৩৮ লক্ষ ব্রাজিলে দেড় কোটি, ভারতে আড়াই কোটি মানুষ সংক্রমিত হয়েছেন৷ মার্কিন যুক্তরাষ্ট্রে করোনায় ৬ লক্ষ, ব্রাজিলে ৪.৪১ লক্ষ ও ভারতে ২.৮৮ লক্ষ মানুষের প্রাণ কেড়েছে৷ সেখানে বিশ্বের বৃহত্তম জনসংখ্যার দেশ চিনে করোনায় মোট প্রাণহানির সংখ্যা ৪৬৩৬৷ প্রাণহানির নিরিখে এখন চিন বিশ্বের ৯৮ তম দেশ৷ প্রসঙ্গত, গত বছরের মাঝামাঝি সময় থেকেই টিকাকরণ শুরু হয়েছে চিনে৷

 

জাতীয়
  • ব্ল্যাক ফাঙ্গাস বা মিউকরসাইকোসিসকে মহামারি আইনে নথিভুক্ত করার নির্দেশ জারি করল কেন্দ্রীয় সরকার৷ রাজস্থান ও তেলেঙ্গানা ইতিমধ্যেই ওই রোগকে মহামারি হিসাবে ঘোষণা করেছে৷ মহারাষ্ট্রে ১৫০০ জন ব্ল্যাক ফাঙ্গাসে সংক্রমিত, প্রাণ হারিয়েছেন ৯০ জন৷ দুর্বল শরীরেই থাবা বসায় এই ছত্রাকঘটিত সংক্রমণ৷ এদিকে দেশে সক্রিয় করোনা রোগীর সংখ্যা কমে হল ৩১ লক্ষ ২৯ হাজার ৮৭৮ জন৷ এদিন ২৭৬১১০ জন সংক্রমিত ও ৩৬৯০৭৭ জন সুস্থ হয়ে উঠেছেন৷ দেশে পরপর ৩ দিন সংক্রমিতের থেকে লক্ষাধিক বেশি মানুষ সুস্থ হয়ে উঠলেন. এদিকে প্রত্যেক দেশবাসীকে বিনামূল্যে টিকা দেওয়ার দাবি জানিয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে চিঠি লিখলেন দেশের ১১৬ জন প্রাক্তন আমলা৷
  • কেরলের মুখ্যমন্ত্রী হিসাবে শপথ নিলেন পিনারাই বিজয়ন৷ এই প্রথম কোনও ব্যক্তি পরপর দুবার কেরলের মুখ্যমন্ত্রী পদে বসলেন৷ কে কে শৈলজার জায়গায় স্বাস্থ্যমন্ত্রী হলেন প্রাক্তন সাংবাদিক বীনা জর্জ৷

 

বিবিধ
  • বিবিসি ওয়ার্ল্ড সার্ভিসের ধাঁচে দূরদর্শন ইন্টারন্যাশনাল চ্যানেল গড়ে তোলার পরিকল্পনা নিয়েছে প্রসার ভারতী৷ প্রসার ভারতীর সিইও শশিশেখর ভেস্পতি জানিয়েছেন, এই বিষয়ে পরামর্শদাতা চেয়েছেন তাঁরা৷
  • ঘরে বসে করোনা পরীক্ষা করে ২ মিনিটে ফল পাওয়ার টেস্টিং কিট “কোভিসেল্ফ” বানালো পুণের সংস্থা মাই ল্যাব ডিসকভারি সলিউশন৷ আপাতত তারা দিনে ১০ লক্ষ কিট বানাচ্ছে৷ আগামী দিনে সপ্তাহে ১ কোটি কিট বানাবে তারা৷ প্রতিটির দাম ২৫০ টাকা৷ এটি ব্যবহারে ছাড়পত্র দিল আইসিএমআর৷
  • ৭০ বছরের মধ্যে মে মাসের শীতলতম দিন কাটাল দিল্লি৷ এদিন দিল্লির সর্বোচ্চ উষ্ণতা ছিল ২৩.৮ ডিগ্রি সেলসিয়াস যা স্বাভাবিকের থেকে ১৬ ডিগ্রি কম৷

 

খেলা
  • ইতালীয় কাপ জিতল জুভেন্তাস৷ এই নিয়ে ১৪ বার এই ট্রফি জিতল তারা৷ এদিন আটলান্টাকে ২-১ গোলে হারিয়ে খেতাব জিতল তুরিনের ক্লাবটি৷ সুপার কাপ জেতার পর এ মরসুমে জুভেন্তাসের এটি দ্বিতীয় খেতাব৷
  • ফরাসি কাপ চ্যাম্পিয়ন হল প্যারিস সাঁ জা৷ এই নিয়ে তারা ১৪ বার এই কাপ জিতল৷ তারা ফাইনালে ২-০ গোলে পরাস্ত করল সোনাকোকে৷
  • আর্জেন্টিনার সান ইদিসোর আদালতে দিয়েগো মারাদোনার মৃত্যুর তদন্ত রিপোর্ট জমা পড়ল৷ সেখানে দাবি করা হয়েছে, পরিকল্পনা করেই হত্যা করা হয়েছিল তাঁকে৷ দিয়েগোর চিকিৎসার দায়িত্বে থাকা ৭ জনের দিকে অভিযোগের আঙুল উঠেছে৷ গত ২৫ নভেম্বর প্রয়াত হল দিয়েগো মারাদোনা৷