কারেন্ট অ্যাফেয়ার্স ২৪ মে ২০২১

468
0
current affairs
Courtesy: India Today

আন্তর্জাতিক
  • ১১২ দিন পর প্রকাশ্যে দেখা গেল মায়ানমারের জননেত্রী আং সাং সুচি-কে৷ গত ১ ফেব্রুয়ারি সেনা অভ্যুত্থানের পরই গৃহবন্দি করা হয়েছিল তাঁকে৷ এদিন প্রকাশ্যে আদালতে আনা হলেও সংবাদ মাধ্যমের সঙ্গে কথা বলতে দেওয়া হয়নি তাঁকে৷ নির্বাচনে কারচুপির অভিযোগে তাঁর দল ভেঙে দেওয়া হতে পারে বলে মনে করা হচ্ছে৷
  • বেলারুশ সরকারের কঠোর সমালোচক সাংবাদিক রোমান প্রোটোশেভিচ (২৬) এতদিন ছিলেন পোল্যান্ডের আশ্রয়ে৷ গ্রিস থেকে ভিলিনিয়ামে যাওয়ার জন্য বিমানে চড়েছিলেন তিনি৷ রায়ান এয়ারের এফআর ৪৯৭৮ বিমানটি বেলারুশের আকাশসীমায় প্রবেশের সঙ্গে-সঙ্গে যুদ্ধবিমান পাঠিয়ে সেটিকে বেলারুশের মিনস্ক বিমানবন্দরের জরুরি অবতরণ করতে বাধ্য করায় সেখানকার সরকার৷ বিমানবন্দর থেকেই রোমান ও তাঁর বান্ধবীকে গ্রেপ্তার করা হয়৷ বেলারুশ সরকার আগেই রোমানকে সন্ত্রাসবাদী অ্যাখ্যা দিয়েছিল৷ এই ঘটনাকেই “সরকার সমর্থিত সন্ত্রাসবাদ” আখ্যা দিলেন পোল্যান্ডের প্রধানমন্ত্রী মাতেয়ুজ মোরাউইয়েকি৷৷ বেলারুশের বিরুদ্ধে রাষ্ট্রসঙ্ঘে নালিশ জানিয়েছে ফ্রান্স৷ রোমানের মুক্তি দাবি করলেন মার্কিন বিদেশ সচিব অ্যান্টনি ব্লিঙ্কেনও৷ গ্রিস, আয়ারল্যান্ড, লিথুয়ানিয়া, সুইডেনও ঘটনার নিন্দা করল৷

জাতীয়
  • দেশে করোনা ভাইরাসে মোট জীবনহানির সংখ্যা ৩ লক্ষ অতিক্রম করে গেল (৩,০৩,৭২০)৷ এদিন ৪,৪৫৪ জন প্রাণ হারিয়েছেন করোনা সংক্রমণে৷ তবে দেশে ক্রমশই কমছে সক্রিয় রোগীর সংখ্যা৷ এদিন ৩,০২,৫৪৪ জন সুস্থ হয়ে উঠেছেন এবং ২২,২৩,১৫৫ জন সংক্রমিত হয়েছেন৷ গত ১৬ এপ্রিলের পর এদিনই সর্বনিম্ন দৈনিক সংক্রমণ ছিল৷ এদিকে কোভিডের পাশাপাশি দেশে ব্ল্যাক ফাঙ্গাস, হোয়াইট ফাঙ্গাস, ইয়েলো ফাঙ্গাসের সংক্রমণও উদ্বেগ সৃষ্টি করেছে৷ এদিকে কোভিড-এর ওষুধ বেআইনিভাবে মজুত করার কারণে সাংসদ গম্ভীরকে ভর্ৎসনা করল দিল্লি হাইকোর্ট৷
  • ওড়িশার বালেশ্বরে অতি তীব্র ঘূর্ণিঝড় ইয়াস আছড়ে পড়বে বলে সতর্ক করল আবহাওয়া দপ্তর৷

 

বিবিধ
  • ২০২২ সালের ৩০ জুলাই বান্ধবী ক্যারি সিমন্ডসকে বিয়ে করার সিদ্ধান্ত জানালেন ব্রিটেনের প্রধানমন্ত্রী বরিস জনসন৷ বরিসের এটি তৃতীয়, সিমন্ডসের প্রথম বিবাহ৷ ব্রিটেনের প্রধানমন্ত্রীর ১০ ডাউনিং স্ট্রিটে এই প্রথম বান্ধবীর সঙ্গে থাকার দৃষ্টান্ত স্থাপন করেছেন বরিস৷
  • টিকায় বিষ আছে মনে করে করোনার টিকা নেবেন না বলে সরয়ূ নদীতে ঝাঁপ দিলেন গ্রামবাসীরা৷ উত্তরপ্রদেশের রামনগর মহকুমার বরাবাঙ্কি সিসৌরা গ্রামে এই ঘটনা ঘটেছে৷

খেলা
  • ফরাসি লিগ জিতল লিল৷ এই নিয়ে তারা ৪ বার লিগ খেতাব জিতল৷ শেষবার ২০১১ সালে তারা জিতেছিল৷
  • গল্ফের মেজর জিতলেন ফিল মিকেলসন৷ এটি তাঁর ষষ্ঠ মেজর৷ ৫০ বছর বয়সে মেজর জিতে তিনি রেকর্ড করলেন সবথেকে বেশি বয়সে গল্ফের ট্রফি জেতার৷
  • করোনা চিকিৎসায় ১০ লিটারের ২০০০ অক্সিজেন কনসেন্ট্রেটর দিল বিবিসিআই৷ এর আগে করোনা মোকাবিলায় ৫১ কোটি টাকা অর্থসাহায্য করেছিল তারা৷