কারেন্ট অ্যাফেয়ার্স ১ জুলাই ২০২১

552
0
Current Affairs 25th November

আন্তর্জাতিক
  • বেঁচে থাকলে তার বয়স হত ৬০ বছর। ব্রিটেনের প্রয়াত যুবরানি ডায়ানার এদিনই ছিল জন্মদিন আর এই দিনই ডায়ানার প্রিয় কেনিংটন প্রাসাদের বাগানে প্রয়াত যুবরানির পূর্ণাবয়ব মূর্তির আবরণ উন্মোচন করলেন তার দুই ছেলে রাজকুমার উইলিয়াম এবং হ্যারি। ব্রিটিশ রাজ বাড়ির পারিবারিক শিল্পী আয়ান রাঙ্ক ব্রডলে ওই মূর্তি তৈরি করেছেন। অনুষ্ঠান উপলক্ষে ৪ হাজারেরও বেশি ফুল গাছে সেজে উঠেছিল প্রাসাদের সাঙ্কেন গার্ডেন।
  •  কানাডায় জনজাতি শিশুদের তৃতীয় গণকবরটি খুঁজে পাওয়া গেল ব্রিটিশ কলম্বিয়া প্রদেশের ত্র্যানবুকের কাছে। ‘সেন্ট ইউজিন মিশন স্কুল’ নামক প্রতিষ্ঠানটি থেকে ১৮২ শিশুর দেহাবশেষ মিলেছে। উল্লেখ্য ১৯৭০ সালে বন্ধ হয়ে যায় স্কুলটি। সেখানে শ্বেতাঙ্গ শিক্ষকদের অত্যাচারে জনজাতির শিশুদের অনেকেই প্রাণ হারাত।
  • চিনের কমিউনিস্ট পার্টির শতবর্ষ পালন অনুষ্ঠানের সূচনা হল বেইজিংয়ের তিয়েনআনমেন স্কোয়ারে। সূচনা করলেন চিনের রাষ্ট্রপতি জি শিনফিং।
জাতীয়
  • জম্মু ও কাশ্মীরে দরবার যাত্রা বন্ধ হল। প্রসঙ্গত, ডুবরা রাজাদের আমল থেকেই সেখানে শীতকালে জম্মু ও গ্রীষ্মে শ্রীনগর রাজধানী হিসাবে ব্যবহৃত হত। এখন কেন্দ্রশাসিত অঞ্চলে ‘ই অফিস’ হিসাবে কাজ করছে স্থানীয় প্রশাসন। জম্মু ও কাশ্মীরের সচিবালয়ও সক্রিয়। ফলে  আর রাজধানী বদল এর দরকার নেই। সরকারি কর্মীদের এই শহরে বাড়ি বরাদ্দের প্রয়োজনও ফুরিয়েছে। এতে বছরে সরকারের ২০০ কোটি টাকা সাশ্রয় হবে।
  • ভারতে শ্রীরাম ইনস্টিটিউটের তৈরি করোনা প্রতিষেধক কোভিশিল্ডকে মান্যতা দিল জার্মানি ,অস্ট্রিয়া, স্লোভেনিয়া, গ্রিস, এস্টোনিয়া আয়ারল্যান্ড ,স্পেন ,সুইজারল্যান্ড , আইসল্যান্ড এই  ৯টি দেশ। অনুমোদন বিশ্ব স্বাস্থ্য সংস্থার অনুমোদন আগেই পেয়ে গিয়েছিল তারা।
বিবিধ
  • রান্নার গ্যাসের ১৪.২ কেজি সিলিন্ডারের প্রতিটির দাম ৫০ টাকা করে বাড়াল রাষ্ট্রায়ত্ত তেল সংস্থাগুলো। গত ডিসেম্বর থেকে এক্ষেত্রে মোট ২৫০.৫০ টাকা দাম বেড়েছে।
  • পিএনবি দুর্নীতি মামলায় পলাতক নীরব মোদীর বোন পূরবী মেহতা রাজসাক্ষী হচ্ছেন বলে জানাল ইডি। ব্রিটিশ নাগরিক পূরবী কেন্দ্রীয় সরকারকে ১৭.২৫ কোটি টাকা ফিরিয়ে দিয়েছেন বলে জানানো হল।
খেলা
  • উইম্বলডনে মেয়েদের ডাবলসের প্রথম রাউন্ডে জয়ী হল সানিয়া মির্জা-বেথানি মাটেক জুটি।  তাঁরা হারিয়ে দিলেন ষষ্ঠ বাছাই ডিসেরি ক্রাইশেক – অ্যালেক্সা গুয়ামাটি জুটিকে।
  • শ্রীলংকার বিরুদ্ধে একদিনের ম্যাচে সিরিজ জয় নিশ্চিত করল ইংল্যান্ড।
  • ম্যাচ ফিক্সিংয়ের অভিযোগ প্রমাণিত হওয়ায় সংযুক্ত আরব আমিরশাহির আমির হায়াত ও আশফাক আহমেদ কে 8 বছরের জন্য নির্বাচিত করল আইসিসি। দুজনেই পাক বংশোদ্ভূত।
৩০ জুনের কারেন্ট অ্যাফেয়ার্স দেখতে ক্লিক করুন