কারেন্ট অ্যাফেয়ার্স ২৫ নভেম্বর ২০২০

929
0

খেলা

  • দিয়েগো আরমান্দো মারাদোনা প্রয়াত হলেন। গত ৩০ অক্টোবরেই তাঁর ৬০তম জন্মদিন পালন করা হয়েছিল। গোটা বিশ্ব তাঁকে ফুটবলের রাজপুত্র বলে মনে করত। ১৯৬০ সালের ৩০ অক্টোবর বুয়েনস আইরেসের এক দরিদ্র পরিবারে জন্ম হয় মারাদোনার। ৪৯১ ম্যাচে ২৫৯ গোল করেছেন তিনি। তবে গোলের সংখ্যা দিয়ে তাঁকে বিচার করা যাবে না। ১৬ বছর ১২০ দিন বয়সে আর্জেন্টিনা জাতীয় ফুটবল দলে অভিষেক হয় তাঁর। তাঁরে নেতৃত্বেই ১৯৮৬ সালে বিশ্বকাপ জেতে আর্জেন্টিনা। ১৯৯০ সালে রানার্স হয়। ১৯৯৪ সালে মাদক নেওয়ার দায়ে বিশ্বকাপ থেকে তাঁকে বহিষ্কার করা হয়। ১৯৮৬ সালে বিশ্বকাপ কোয়ার্টার ফাইনালে ইংল্যান্ডের বিরুদ্ধে তাঁর জোড়া গোলের দ্বিতীয়টিকে শতাব্দীর শ্রেষ্ঠ গোলের স্বীকৃতি দিয়েছে ফিফা। ক্লাব ফুটবলেও সফল দিয়েগো। লস সেবোলিটাসকে ১৩৮ ম্যাচ অপরাজিত রেখেছিলেন তিনি। তাঁর নেতৃত্বে নাপোলি দুবার ইতালীয় লিগ ও একবার উয়েফা কাপ জিতেছিল। বার্সেলোনার হয়ে স্প্যানিশ সুপার কাপ ও স্প্যানিশ লিগ কাপ জিতেছিলেন। ১৯৭৯, ১৯৮০ সালে লাতিন আমেরিকার বর্ষসেরা ফুটবলার এবং ইউরোপের বর্ষসেরা ফুটবলার হয়েছিলেন দিয়েগো। দিয়েগোর দুই মেয়ের নাম দালমা ও জিয়ানিনা। কোচ হিসাবেও আর্জেন্টিনার জাতীয় দলকে প্রশিক্ষণ দিয়েছিলেন। মারাদোনা যাঁকে গুরু মানতেন সেই ফিদেল কাস্ত্রোর মৃত্যুদিনেই প্রয়াত হলেন তিনি।
  • আইএসএলের ম্যাচে শেষ মুহূর্তের পেনাল্টিতে ১-০ গোলে গোয়াকে হারিয়ে দিল মুম্বই এফসি।

 

আন্তর্জাতিক

  • আফগানিস্তানের রাজধানী কাবুলে শাহতুত বাঁধ নির্মাণের সিদ্ধান্ত নিল ভারত। এর ফলে সেখানকার ২০ লক্ষ মানুষ পানীয় জল পাবেন। ৮ কোটি ডলার ব্যয়ে কাবুলে ১০০টি প্রকল্প মিলিয়ে আফগানিস্তানে গোষ্ঠী উন্নয়ন প্রকল্পের চতুর্থ পর্যায়েরও উদ্বোধন করলেন ভারতের বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর।
  • নিউজিল্যান্ডের নতুন সাংসদ ভারতীয় বংশোদ্ভূত গৌরব শর্মা মাওরি ভাষার পাশাপাশি সংস্কৃত ভাষাতেও শপথ গ্রহণ করলেন। ৩৩ বছর বয়সী শর্মা লেবার পার্টির সাংসদ।

 

জাতীয়

  • প্রবীণ কংগ্রেস নেতা আহমেদ প্যাটেল (৭১) প্রয়াত হলেন। তিনি কোভিড পরবর্তীবিভিন্ন শারীরিক জটিলতায় ভুগছিলেন। মাত্র ২৮ বছর বয়সে গুজরাটের ভারুচ থেকে লোকসভা নির্বাচনে তাঁকে কংগ্রেসের টিকিট দিয়েছিলেন ইন্দিরা গান্ধী। লোকসভা নির্বাচনে ৩ বার ও রাজ্যসভায় ৫ বার জয়লাভ করেছিলেন তিনি। প্রয়াত রাজীব গান্ধীর রাজনৈতিক উপদেষ্টা ছিলেন তিনি, সোনিয়া গান্ধীরও রাজনৈতিক সচিব ছিলেন প্যাটেল।
  • দেশে ১ ডিসেম্বর থেকে ৩১ ডিসেম্বর পর্যন্ত কোভিড পরিস্থিতি নিয়ন্ত্রণে নয়া নির্দেশিকা জারি করল কেন্দ্রীয় সরকার। দেশে মোট ৯২,২২,২১৬ জন সংক্রমিত হয়েছেন করোনায়। ১,৩৪,৬৯৯ জনের প্রাণহানি হয়েছে। সক্রিয় রোগীর সংখ্যা ৪,৪৪,৭৪৬।
  • করোনা জনিত পরিস্থিতিতে একদিনও ক্লাস হয়নি দ্বাদশ শ্রেণিতে। সামান্য ক্লাস হয়েছে দশমে। এই অবস্থায় ২০২১ সালের মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক পরীক্ষার পাঠ্যসূচি ৩০-৩৫ শতাংশ পর্যন্ত হ্রাস পেল পশ্চিমবঙ্গে।
  • তামিলনাড়ু পুদুচেরি উপকূলে অতি প্রবল ঘূর্ণিঝড় নিভার’ আছড়ে পড়ার সতর্কবার্তা জারি করা হল।

 

বিবিধ

  • বেসরকারি লক্ষ্মীবিলাস ব্যাঙ্ক ডিবিএস ব্যাঙ্কের ভারতীয় শাখার সঙ্গে মিশে যাচ্ছে বলে জানাল কেন্দ্রীয় সরকার। ২০ লক্ষ আমানতকারীর ২০ হাজার কোটি টাকা গচ্ছিত আছে লক্ষ্মীবিলাস ব্যাঙ্কে। কর্মচারী আছেন ৪০০০ জন।
  • অযোধ্যা বিমানবন্দরের নাম মর্যাদা পুরুষোত্তম শ্রীরাম বিমানবন্দর করার প্রস্তাব দিল উত্তরপ্রদেশ সরকার।

 

লাইভ টিভি দেখুন:https://chetana.tv/

বাংলার প্রথম এডুকেশনাল চ্যানেল