কারেন্ট অ্যাফেয়ার্স ৩১ ডিসেম্বর ২০২০

601
0

আন্তর্জাতিক

  • মার্কিন প্রতিরক্ষা দপ্তরের ডেপুটি সেক্রেটারি তথা পেন্টাগনের দ্বিতীয় শীর্ষপদে ক্যাথলিন হিকসকে নিযুক্ত করলেন ভাবী মার্কিন রাষ্ট্রপতি জো বাইডেন। এই প্রথম এই পদে কোনো মহিলা বসছেন। প্রসঙ্গত, বাইডেন প্রশাসন যাঁদের নিয়োগ করেছে তাঁদের ৬১ শতাংশ মহিলা ও ৫৪ শতাংশ অশ্বেতাঙ্গ।
  • ব্রিটেনের রানিপ্রদত্ত ‘কম্পেনিয়ন অব দ্য ব্রিটিশ এম্পারর’ সম্মান পেলেন লেখক-শিক্ষাবিদ বাসবী ভট্টাচার্য ফ্রেজার। স্কটল্যান্ডের শিক্ষা, সংস্কৃতি, সংহতিতে অবদানের জন্য তিনি এই সম্মান পেলেন। তাঁর লেখা বইগুলির মধ্যে ‘ফ্রম দ্য গঙ্গা টু দ্য টেমস’, ‘স্কটস বিনিথ দ্য বেনিয়ান ট্রি’, স্টোরিজ ফ্রম বেঙ্গল, প্রভৃতি উল্লেখযোগ্য। ‘গীতাঞ্জলি অ্যান্ড বিয়ন’-ই পত্রিকা সম্পাদনা করেন বাসবী। তিনি কলকাতার লেডি ব্রেবোর্ন কলেজের প্রাক্তনী।

 

জাতীয়

  • প্রাক্তন কর্নেল নরেন্দ্র কুমার প্রয়াত হলেন। ১৯৬৫ সালে ভারতের প্রথম এভারেস্ট জয়ী দলের সদস্য ছিলেন তিনি। ১৯৮৪ সালে তাঁর নেতৃত্বেই ভারতীয় সেনার একটি দল সিয়াচেনে যায়। তার ফলেই ‘অপারেশন মেঘদূত’-এর মাধ্যমে সালটারো ও সিয়াচেন পাক সেনার থেকে উদ্ধার করতে পেরেছিল ভারত।

 

বিবিধ

  • জানুয়ারি-মার্চ ত্রৈমাসিকে পাবলিক প্রভিডেন্ট ফান্ড, এনএসএসি সহ বিভিন্ন স্বল্প সঞ্চয় প্রকল্পে সুদের হার অপরিবর্তিত রাখল কেন্দ্রীয় সরকার। ২০১৯-২০ অর্থবর্ষে এম্পয়িজ প্রভিডেন্ট ফান্ডে সুদ ৮.৫ শতাংশই রেখে দেওয়া হল।
  • ২০২০ সালে শেয়ারসূচক সেনসেক্স ১৫.৭ শতাংশ ও নিফটি ১৪.৯ শতাংশ বৃদ্ধি পেয়েছে।

 

খেলা

  • ভারতের নতুন গ্র্যান্ডমাস্টার হলেন নেয়ন সেনডোনকা। গোয়ার বাসিন্দা নেয়নের বয়স মোটে ১৪ বছর ৯ মাস ১৭ দিন। তিনি ভারতের ৬৭তম গ্র্যান্ডমাস্টার হলেন।
  • ঘরের মাঠে সিরিজের প্রথম টেস্টে পাকিস্তানকে ১০১০ রানে হারাল নিউজিল্যান্ড।
  • আইসিসি টেস্ট ব্যাটসম্যানদের র‍্যাঙ্কিং প্রকাশ করা হল। ৩১৩ দিন শীর্ষ তালিকায় থাকার পর দ্বিতীয় স্থানে নেমে গেলেন স্টিভ স্মিথ। শীর্ষে উঠে এলেন কেন উইলিয়ামসন। তৃতীয় স্থানে রয়েছেন বিরাট কোহলি। আজিঙ্কা রাহানে উঠে এলেন ষষ্ঠ স্থানে।

 

লাইভ টিভি দেখুন:    https://chetana.tv/

বাংলার প্রথম এডুকেশনাল চ্যানেল