কারেন্ট অ্যাফেয়ার্স ৮ জুন ২০২২

386
0
Current Affairs 1st March

আন্তর্জাতিক
  • আমাজনের গভীর জঙ্গলে গিয়ে নিখোঁজ হয়ে গেলেন ব্রিটিশ সাংবাদিক ডম ফিলিপ্স এবং তাঁর সঙ্গী ব্রাজিলের জনজাতি বিশেষজ্ঞ ব্রুনো পেরেরা। ৮৫ হাজার বর্গকিমি জাবারি অরণ্যের কোনো নদীতে নৌকা  নিয়ে গিয়েছিলেন তাঁরা। সেখানে ২৬টি জনজাতির বাস। যাদের ১৯টি জনজাতির সঙ্গে বাইরের দুনিয়ার কোনো যোগ নেই। অন্যদিকে এই অঞ্চলে চোরাই কাঠ পাচার, শোরা শিকার, অবৈধ সোনা খনন ও মাদক পাচার চলে।
  •  একদিনে একজন মহিলা সহ ১২ জন জেলবন্দিকে ফাঁসি দিল ইরান সরকার। সিস্তান-বালুচিস্তান প্রদেশের জাহেদান কারাগারে এই শাস্তিদান সম্পন্ন হল। খুন ও মাদক মামলায় দোষী সাব্যস্ত হয়েছিলেন বালুচ সম্প্রদায়ের ওই ১২ জন।

 

জাতীয়
  • পরিবেশ বিষয়ক সমীক্ষায় ১৮০-র মধ্যে ১৮০ তম স্থান পেল ভারত। ২০১২, ২০১৬, ২০১৯ সালে ভারতের ক্রম ছিল যথাক্রমে ১২৫, ১৪১ ও ১৬৮। ২০২২ সালে প্রথম তিনটি স্থান পেল ডেনমার্ক, ব্রিটেন, ফিনল্যান্ড। মর্কিন যুক্তরাষ্ট্রের ইয়েল ও কলম্বিয়া বিশ্ববিদ্যালয়ের গবেষকরা এই সমীক্ষার কাজ করেন।
  • ভারত সফরে এসে বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর ও জাতীয় নিরাত্তা উপদেষ্টা অজিত দোভালের সঙ্গে বৈঠক করলেন ইরানের বিদেশ মন্ত্রী হোসেন আমির আবদুল্লাহাইন। চাবাহার বন্দর, বাণিজ্য, শিক্ষা, গবেষণা ও সম্প্রতিক বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয়েছে।

 

খেলা
  • এ এফসি এশিয়ান কাপ যোগ্যতা অর্ঝনের ম্যাচে ভারত২-০ গোলে পরাস্ত করল কম্বোডিয়াকে। জোড়া গোল করলেন ভারতের অধিনায়ক সুনীল ছেত্রী। আন্তর্জাতিক ম্যাচে এটি তাঁর ৮২ তম গোল।
  • রঞ্জিট্রফিতে ঝাড়খণ্ডের বিরুদ্ধে ৭ উইকেটে ৭৭৩ রান করে ইনিংস ডিক্লেয়ার করল বাংলা। প্রথম শ্রেণির ক্রিকেটে ৯ জন ব্যাটারই অর্ধশতরন করলেন যা বিশ্বেরেকর্ড। ১৮৯৩ সালে অক্সফোর্ড-কেমব্রিজ বিশ্ববিদ্যালয়ের বিরুদ্ধে ৮ অস্ট্রেলীয় ব্যাটার অর্ধ শতক রান করেছিলেন।
  • ক্রিকেটকে বিদায় জানালেন মিতালি রাজ। মেয়েদের একদিনের ক্রিকেটে সর্বোচ্চ ম্যাচ (২৩২) খেলে তিনি সর্বোচ্চ রান (৭৮০৫) করেছেন। ৩৯ বছরের মিতালি ২৫ বছর আন্তর্জাতিক ক্রিকেট খেলেছেন।

 

বিবিধ
  • রেপো রেট ৫০ বেসিস পয়েন্ট বাড়াল ভারতের রিজার্ভ ব্যাঙ্ক। ৫ সপ্তাহের মধ্যে তা ৯০ পয়েন্ট বৃদ্ধি পেল। তাদের পূর্বভাস, চলতি অর্থবর্ষে বৃদ্ধির হার ৭.২ শতাংশ থাকবে।