কারেন্ট অ্যাফেয়ার্স ৩ আগস্ট ২০২২

461
0
daily current affairs
Courtesy: The Bridge

আন্তর্জাতিক
  • মার্কিন সংসদের স্পিকার ন্যান্সি পেলোসি তাইওয়ান সফর ছেড়ে যাওয়ার পরই তাইওয়ান প্রণালীকে ‘বিপজ্জনক অঞ্চল’ বলে ঘোষণা করল চিন । ইতিমধ্যেই সেখান থেকে খাদ্যশস্য রপ্তানি নিষিদ্ধ করেছে তারা । তাইওয়ান সীমান্তে সামরিক সজ্জা গ্রহণ করা হচ্ছে বলেও জানা গেছে । তাইওয়ান ভূখণ্ডকে ঘিরে ‘লাইভ ফায়ার ড্রিল’ চালানোর ঘোষণা করেছে চিন । চিনে নিযুক্ত মার্কিন যুক্তরাষ্ট্রের দূতকেও ডেকে পাঠিয়ে নিজেদের ক্ষোভ প্রকাশও করেছে বেজিং ।
  • রাশিয়ার রাষ্ট্রপতি ভ্লাদিমির পুতিনের বান্ধবী আলিনা কাবায়েভা , মস্কোর নিযুক্ত চার প্রশাসক ও ২৪টি প্রযুক্তি সংস্থার বিরুদ্ধে নিষেধাজ্ঞা জারি করল মার্কিন যুক্তরাষ্ট্র ।
জাতীয়
  • পশ্চিমবঙ্গ মন্ত্রিসভার রদবদল হল । ফলে নতুন মন্ত্রিসভায় পূর্ণমন্ত্রী হলেন ২৪ জন । প্রতিমন্ত্রী হলেন ১৯ জন , তাঁদের মধ্যে ১০ জন স্বাধীন ক্ষমতাপ্রাপ্ত। বাদ পড়লেন পার্থ চট্টোপাধ্যায়, সৌমেন মহাপাত্র , পরেশ অধিকারী ও হুমায়ুন কবির । নতুন দায়িত্ব পেলেন বাবুল সুপ্রিয় , পার্থ ভৌমিক , প্রদীপ মজুমদার, স্নেহাশিস চক্রবর্তী , উদয়ন গুহ , বিপ্লব রায়চৌধুরী , বীরবাহা হাঁসদা , সত্যজিৎ বর্মণ ও তাজমুল হোসেন ।
  • দেশের স্বাধীনতার ৭৫ বছর পূর্তি উপলক্ষে ৫ থেকে ১৫ আগস্ট পর্যন্ত এ এস আই – এর অধীন স্থাপত্যগুলি দেখতে কোনও প্রবেশ মূল্য লাগবে না বলে সিদ্ধান্ত নিল কেন্দ্রীয় সরকার ।
 খেলা
  • বার্মিংহাম কমনওয়েলথ গেমসের টেবিল টেনিস মিক্সড দলগত বিভাগে রুপো জিতল ভারত । এই বিভাগে বিগত কমনওয়েলথ গেমসে মালয়েশিয়াকে হারিয়ে ভারত সোনা জিতেছিল । এবার ফাইনালে তাদের কাছেই হার মানলেন পি ভি সিন্ধু , চিরাগ শেট্টি , সাত্ত্বিকসাইরাজ রানকিরেড্ডি , কিদম্বি শ্রীকান্তরা । এদিন ভারোত্তোলনে ব্রোঞ্জ পেলেন লভপ্রীত সিং । ১০৯ কেজি বিভাগে মোট ৩৫৫ কেজি ভার তোলেন তিনি । ব্রোঞ্জ পদক জিতলেন সৌরভ ঘোষাল। পুরুষদের স্কোয়াশ প্রতিযোগিতার সিঙ্গলসে তিনি তৃতীয় স্থান পেয়েছেন । জুডোয় মহিলাদের ৭৮ কেজি বিভাগে রুপো জিতলেন ভারতের তুলিকা মান । বার্মিংহাম কমনওয়েলথ গেমসে জুডো থেকে এটি ভারতের তৃতীয় পদক । হকিতে ভারতের পুরুষ ও মহিলা দল উভয়েই কানাডাকে হারিয়ে দিল । মহিলাদের দল সেমিফাইনালে পৌঁছল ।
বিবিধ
  • ইয়েস ব্যাঙ্ক – ডি এইচ এল এফ দুর্নীতি মামলায় ব্যবসায়ী সঞ্জয় ছাবাড়িয়া ও অবিনাশ ভোঁসলের ৪১৫ কোটি টাকার সম্পত্তি বাজেয়াপ্ত করল ইডি ।