কারেন্ট অ্যাফেয়ার্স ১৩ মার্চ ২০২৩

297
0
daily current affairs

আন্তর্জাতিক
  • অবশেষে মানুষ সফল হল মস্তিষ্কের মানচিত্র নির্মাণ করতে। বিজ্ঞানীরা বহুবছর ধরে এই মানচিত্র তৈরির চেষ্টা করছিলেন। ফ্রুট ফ্লাই বা ড্রোসোফিলা মেলানোগ‍্যাস্টার- এর লার্ভা নিয়ে তার মস্তিষ্কের নিউরোনের পারষ্পরিক সংযোগ বোঝা সম্ভব হয়েছে এই প্রচেষ্টার ফলে। মার্কিন যুক্তরাষ্ট্রের জন্স হপকিন্স বিশ্ববিদ্যালয়ের অধ্যাপকদের নেতৃত্বে মার্কিন, ব্রিটিশ ও জার্মান বিজ্ঞানীরা এই আসাধ্যসাধন করলেন। চিন্তাশক্তি কীভাবে মাথায় কাজ করে তার বিশ্লেষণ করতে সাহায্য করবে এই গবেষণা।
  • পিছু হঠল বিবিসি কর্তৃপক্ষ। ‘ম্যাচ অব দ্য ডে’ অনুষ্ঠানের সঞ্চালক তথা প্রাক্তন ফুটবলার গ্যারি লিনেকারকে ফিরিয়ে আনতে বাধ্য হল তারা। শরণার্থীদের নিয়ে ব্যক্তিগত মন্ত্যবের জন্য তাঁকে সরিয়ে দেওয়ার ঘোষণা করেছিল বিবিসি কর্তৃপক্ষ। কিন্তু তারপর সংস্থার অন্দরমহলেই তারা অভূতপূর্ব বিরোধিতার সম্মুখীন হয়।
  • নেপালের নতুন রাষ্ট্রপতি হিসেবে শপথ গ্রহণ করলেন রামচন্দ্র পৌদল।
জাতীয়
  • দেশে সমলিঙ্গ বিবাহ অনুমোদন পেতে পারে কিনা তা মৌলিক গুরুত্বের বিষয়। সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি ডি ওয়াই চন্দ্রচূড় নেতৃত্বাধীন তিন সদস্যের বেঞ্চ এই মন্তব্য করল। দেশে সমলিঙ্গ বিবাহের আইনি স্বীকৃতির দাবিতে যে পিটিশনগুলি জমা পড়েছে তা পাঁচ সদস্যের সাংবিধানিক বেঞ্চে পাঠানো হল। প্রসঙ্গত , কেন্দ্রীয় সরকার হলফনামা দিয়ে জানিয়েছে যে, তারা দেশে সমলিঙ্গ বিবাহ প্রচলনের বিপক্ষে।
  • পশ্চিমবঙ্গে নিয়োগ দুর্নীতির অঙ্ক ৩৫০ কোটি টাকার বলে জানিয়েছে ইডি।
খেলা
  • আইএসএলের ফাইনালে উঠল এটিকে মোহনবাগান। এদিন কলকাতার যুবভারতী ক্রীড়াঙ্গণে তারা টাইব্রেকারে হায়দরাবাদ এফসিকে পরাস্ত করল। নির্দিষ্ট সময়ে খেলার ফল অমীমাংসিত থাকায় শেষপর্যন্ত টাইব্রেকারে মোহনবাগান জিতল ৪-৩ গোলে।
  • আমেদাবাদ টেস্ট ড্র হল। ম্যান অব দ্য ম্যাচ হলেন বিরাট কোহলি। অস্ট্রেলিয়া দুই ইনিংসে করছে যথাক্রমে ৪৮০ ও ২ উইকেটে ১৭৫ রান। ভারত প্রথম ইনিংসে করেছে ৫৭১ রান। এর ফলে বর্ডার- গাভাসকর ট্রফি ২-১ ব্যবধানে জিতে নিজেদের কাছেই রাখল ভারত। এদিনই শ্রীলঙ্কার বিপক্ষে প্রথম টেস্টে জয়ী হয়েছে নিউজিল্যান্ড। শেষ বলে হার মেনে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে খেলার সুযোগ হারাল শ্রীলঙ্কা। ফলে আগামী ৭ জুন ওভালে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে অস্ট্রেলিয়ার বিপক্ষে ভারত খেলার যোগ্যতা অর্জন করল।
বিবিধ
  • ৯৫ তম একাডেমি পুরস্কারের মঞ্চে গর্বিত হল ভারতও। দুটি পুরস্কার এল ভারতে। মৌলিক গানের বিভাগে অস্কারের মঞ্চে সেরার শিরোপা জিতে নিল  তেলুগু ছবি ‘নাটু নাটু’। এস এস রাজামৌলি পরিচালিত ‘আরআরআর’ ছবির এই গানটির গীতিকার চন্দ্র বোস ও সঙ্গীত পরিচালক এম এম কীরাবাণী।গানে কণ্ঠ দিয়েছেন রাহুল সিপলিগঞ্জ ও কালা ভৈরব। এর আগে ‘স্লামডগ মিলিওনেয়ার’ ছবির ‘জয় হো’ গানটির জন্য অস্কার পেয়েছিলেন সুরকার এ আর রহমান, গীতিকার গুলজার। তবে ‘স্লামডগ মিলিওনেয়ার’ ছিল ব্রিটিশ প্রযোজনার ছবি। সেখানে  ‘আরআরআর’ পুরোপুরি ভারতের । এর আগে ‘গোল্ডেন গ্লোব’ ও ‘ক্রিটিক্‌স চয়েস অ্যাওয়ার্ড’ জিতেছিল ‘নাটু নাটু’। পাশাপাশি, সেরা স্বল্প দৈর্ঘ্যের তথ্যচিত্র নির্বাচিত হল ‘দ্য এলিফ্যান্ট হুইস্পারার্স’। তামিল ভাষার এই তথ্যচিত্রটির পরিচালক কার্তিকী গঞ্জালভেস। প্রযোজক গুনিত মোঙ্গা। এই ছবির পরিচালক ও প্রযোজক দুজনেই মহিলা।  এই ছবির সম্পাদনা করেছেন একজন বাঙালি, সঞ্চারী দাস মল্লিক। ছবিতে ভারতের এক আদিবাসী দম্পতি বোমান এবং বেলির কাছে রঘু নামের এক হস্তী শাবকের বেড়ে ওঠার গল্প বলা হয়েছে। এদিন অস্কার মঞ্চে উঠলেন ভারতের অভিনেত্রী দীপিকা পাড়ুকোন। তিনি প্রেজেন্টার হিসেবে এই মঞ্চে ওঠেন। ১৯৮০ সালে পার্সিস খাম্বাত্তা ও ২০১৬ সালে প্রিয়াঙ্কা চোপড়ার পর তৃতীয় ভারতীয় হিসেবে তিনি এই সম্মানজনক দায়িত্ব পালন করলেন।

 

১২ মার্চের কারেন্ট অ্যাফেয়ার্স দেখতে ক্লিক করুন