কারেন্ট অ্যাফেয়ার্স ১৪ সেপ্টেম্বর ২০২১

492
0
daily current affairs

আন্তর্জাতিক
  • তালিবানের সামরিক বিভাগের প্রধান সিরাজুদ্দিন হক্কানির সমর্থকদের সঙ্গে তালিবান সরকারের উপপ্রধানমন্ত্রী মোল্লা আব্দুল গণি বরাদরের সমর্থকদের সংঘর্ষে বরাদরের মৃত্যু হয়েছে বলে খবরে প্রকাশ। তবে তালিবান মুখপাত্র জাবিউল্লা মুদাহিদ দাবি করেছেন, বরাদর সুস্থ রয়েছেন। এদিকে বিদেশি অনুদান আটকে থাকায় আফগানিস্তানে দুর্ভিক্ষ দেখা দিতে পারে বলে এদিন গবীর উদ্বেগ প্রকাশ করলেন রাষ্ট্রসঙ্ঘের মহাসচিব আন্তেনিও গুতেরেস। অন্যদিকে কাবুল বিশ্ববিদ্যালয়ের ছাত্রীদের হুমকি দিয়ে তালিবান স্তুতি করতে বাধ্য করা হচ্ছে বলে অভিযোগ করলেন আফগান সাংবাদিক নাতিক মালিকজাদা।

 

জাতীয়
  • পশ্চিমবঙ্গ সরকারের নতুন অ্যাডভোকেট জেনারেল নিযুক্ত হলেন সৌমেন্দ্রনাথ মুখোপাধ্যায়। ওই পদ থেকে কিসোর দত্ত পদত্যাগ করার পর তাঁকে নিযুক্ত করা হল।
  • উত্তরপ্রদেশের আলিগড়ে রাজা মহেন্দ্র প্রতাপ সিং রাজ্য বিশ্ববিদ্যালয়ের সূচনা করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। প্রসঙ্গত, স্বাধীনতা সংগ্রামী ও শিক্ষাবিদ রাজা মহেন্দ্র প্রতাপের দান করা জমিতেই গড়ে উঠেছে আলিগড় মুসলিম বিশ্ববিদ্যালয় এবং সিটি স্কুল।

 

বিবিধ
  • মুম্বইয়ের পুলিশ কমিশনার হেমন্ত নাগরালে জানালেন সেখানকার সব থানায় `নির্ভয় স্কোয়াড’ বা মহিলাদের জন্য বিশেষ নিরাপত্তা সেল গড়া হবে।
  • আগস্টে রপ্তানি বাড়ল ৪৫.৭৬ শতাংশ। গত ৫ মাসে তা ৬৭.৩৩ শতাংশ বেড়েছে।

 

খেলা
  • টি ২০ ক্রিকেট থেকে অবসর নিলেন লাসিথ মালিঙ্গা। সেই সঙ্গেই ইতি টানলেন ১৬ বছরের আন্তর্জাতিক ক্রিকেট কেরিয়ারে। ২০১১ সালে টেস্ট ও ২০১৯ সালে একদিনের ক্রিকেটকে বিদায় জানিয়েছিলেন শ্রীলঙ্কার এই পেস বোলার। ৫৪৬টি আন্তর্জাতিক উইকেট রয়েছে তাঁর। আন্তর্জাতিক টি ২০-তে সর্বোচ্চ (১০৭) উইকেট আছে তাঁর দখলে।