কারেন্ট অ্যাফেয়ার্স ১৫ সেপ্টেম্বর ২০২১

431
0
Daily current affairs
Courtesy: DW

আন্তর্জাতিক
  • বিশ্বে সার্বিকভাবে করোনা ভাইরাস সংক্রমণ হ্রাস পেয়েছে। গত সপ্তাহে সংক্রমিত হয়েছেন ৪৪ লক্ষ জন। যা গত দুমাসের মধ্যে সর্বনিম্ন। এই তথ্য বিশ্ব স্বাস্থ্য সংস্থার। এরমধ্যেও ব্যতিক্রম আফ্রিকা। যেখানে মৃত্যুহার বৃদ্ধি পেয়েছে ৭ শতাংশ।
  • আফগানিস্তান থেকে ব্রিটেনের সেনা ও নাগরিকদের নিরাপদে ফিরিয়ে আনার সময়ে ছুটি কাটাচ্ছিলেন সেখানকার বিদেশমন্ত্রী ডমিনিক রাব। প্রবল সমালোচনার জেরে তাঁকে দায়িত্ব থেকে সরিয়ে দিলেন ব্রিটিশ প্রধানমন্ত্রী বরিস জনসন। তাঁর জায়গায় নিযুক্ত হলেন লিজ ট্রস।

 

জাতীয়
  • জেনিভায় রাষ্ট্রসঙ্ঘের মানবাধিকার কাউন্সিলের ৪৮তম বৈঠকে পাকিস্তানের তোলা কাশ্মীর সংক্রান্ত অভিযোগের কড়া জবাব দিলন ভারতের স্থায়ী মিশনের ফার্স্ট সেক্রেটারি পবন বাধে। পাকিস্তানে শিখ, হিন্দু, খ্রিস্টান, আহমাদিয়াসহ সংখ্যালঘুদের নিয়মিতভাবে মানবাধিকার লঙ্ঘন নিয়ে প্রশ্ন তোলেন তিনি। পাকিস্তানকে `ব্যর্থ রাষ্ট্র’ ও অর্গানাইজেশন অব ইসলামিক কোঅপারেশন সংস্থাকে পাকিস্তানের হাতে `পণবন্দি’ বলেও উল্লেখ করেছেন তিনি।
  • `টাইম’ পত্রিকার বিচারে ২০২১ সালে বিশ্বের ১০০ জন প্রভাবশালী ব্যক্তির তালিকায় জায়গা করে নিলেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং সিরাম ইনস্টিটিউটের অধিকর্তা আদার পুনাওয়ালা।

 

বিবিধ
  • টেলিকম ক্ষেত্রে ১০০ শতাংশ প্রত্যক্ষ বিদেশি বিনিয়োগ অনুমোদন করল কেন্দ্রীয় মন্ত্রিসভা। দেশের তিন বেসরকারি টেলিকম সংস্থার বকেয়া ৪ বছর স্থাগিত রাখার ও গাডি শিল্পের জন্য বিশেষ প্যাকেজ দেওয়ার সিদ্ধান্তও নেওয়া হয়েছে এদিন।

 

খেলা
  • উয়েফা চ্যাম্পিয়ন্স বায়ার্ন মিউনিখ ৩-০ গোলে পরাস্ত করল বার্সেলোনাকে। জুভেন্তাস ৩-০ গোলে জয়ী হল মালমোর বিরুদ্ধে। ইয়ং বয়েজ ২-১ গোলে হারাল ম্যাঞ্চেস্টার ইউনাইটেডকে।
  • এশিয়ান টেবল টেনস চ্যাম্পিয়নশিপে ভারতীয় মহিলাদলের ক্যাপ্টেন নির্বাচিত হলেন সুতীর্থা মুখোপাধ্যায়।