জেনারেল নলেজ প্রশ্নোত্তর

2567
0
gk in bengali

১. ভারতের পূর্বাঞ্চলে ব্রিটিশরা প্রথম কোথায় তাদের কারখানা খুলেছিল?

(ক) সিকিম (খ) অসম (গ) ওড়িশা (ঘ) বিহার

২. ই-মন্ত্রিসভা বাস্তবায়নে নিম্নলিখিত কোন রাজ্যটি দেশের মধ্যে প্রথম স্থানে রয়েছে?

(ক) রাজস্থান (খ) অমস (গ) হিমাচল প্রদেশ (ঘ) কোনোটি সঠিক নয়

৩. পশ্চিমবঙ্গের প্রথম মুখ্যমন্ত্রী কে ছিলেন?
(ক) বিধানচন্দ্র রায় (খ) জ্যোতি বসু (গ) প্রফুল্ল চন্দ্র ঘোষ (ঘ) অজয় কুমার মুখার্জি
৪. নিম্নলিখিত কোন শব্দটি ঘোড়দৌড় খেলার সঙ্গে সম্পর্কিত নয়?

(ক) বিটস (খ) পুন্টার (গ) রেসকোর্স (ঘ) ডবল ফল্ট

৫. প্রেশার কুকার কে আবিষ্কার করেন?

(ক) টমাস সেন্ট (খ) ডেনিস প্যাপিন (গ) ক্রিশ্চিয়ান হিডকেনস (ঘ) কোনোটি সঠিক নয়

৬. বিশ্ব তামাক বিরোধী দিবস কবে পালিত হয়?

(ক) ৩১ মে (খ) ১ জুন (গ) ২ জুন (ঘ) ৩ জুন

৭. জাতীয় শিক্ষা দিবস কবে পালিত হয়?

(ক) ৪ নভেম্বর (খ) ৫ নভেম্বর (গ) ১১ নভেম্বর (ঘ) ১১ আগস্ট

৮. রানী রামপাল নিম্নলিখিত কোন খেলার সঙ্গে যুক্ত?

(ক) হকি (খ) টেনিস (গ) ব্যাডমিন্টন (ঘ) ক্রিকেট

৯. “সিটিজেন অ্যান্ড সোসাইটি” বইটির লেখক কে?

(ক) মনমোহন সিং (খ) প্রণব মুখোপাধ্যায় (গ) হামিদ আনসারি (ঘ) কোনোটি সঠিক নয়

১০. প্রাকৃতিক রাবারকে শক্ত করতে নিম্নলিখিত কোনটি মেশানো হয়?

(ক) সালফার (খ) ক্লোরিন (গ) কার্বন (ঘ) নাইট্রোজেন

১১. ‘রাজতরঙ্গিণী’র রচয়িতা কে? 

(ক) বিষ্ণুগুপ্ত (খ) বিষ্ণুশর্মা (গ) কলহন (ঘ) চাণক্য

১২. কথাকলি নৃত্য কোন রাজ্যের সঙ্গে সম্পর্কযুক্ত?

(ক) বিহার (খ) ওড়িশা (গ) কেরালা (ঘ) অসম

১৩. রঙ্গস্বামী কাপ নিম্নলিখিত কোন খেলার সঙ্গে যুক্ত?

(ক) হকি (খ) ক্রিকেট (গ) ফুটবল (ঘ) জুডো

১৪. নিম্নলিখিত কোন ভিটামিনের অভাবে শিশুদের পায়ের হাড় বেঁকে যায়?

(ক) ভিটামিন কে (খ) ভিটামিন বি (গ) ভিটামিন সি (ঘ) ভিটামিন ডি

১৫. হরপ্পা সভ্যতার বাণিজ্য বন্দর লোথাল কোথায় অবস্থিত?

(ক) হরিয়ানা (খ) গুজরাট (গ) তামিলনাড়ু (ঘ) কোনোটি সঠিকক নয়

 

উত্তর

১. (গ) ২. (গ) ৩. (গ) ৪. (ঘ) ৫. (খ) ৬. (ক) ৭. (গ) ৮. (ক) ৯. (গ) ১০. (ক) ১১. (গ) ১২. (গ) ১৩. (ক) ১৪. (ঘ) ১৫. (খ)