এসএসসির মাধ্যমে ক্লার্ক, পোস্টাল/সর্টিং অ্যাসিঃ, ডেটা এন্ট্রি অপারেটর নিয়োগ

15103
0
ssc chsl 2022

পশ্চিমবঙ্গ সহ দেশের সমস্ত রাজ্যে ও দিল্লিতে অবস্থিত কেন্দ্রীয় সরকারের অফিসগুলিতে লোয়ার ডিভিশন ক্লার্ক/ জুনিয়র সেক্রেটারিয়েট অ্যাসিস্ট্যান্ট (ssc chsl 2022),

পোস্টাল অ্যাসিস্ট্যান্ট/ সর্টিং অ্যাসিস্ট্যান্ট, ডেটা এন্ট্রি অপারেটর (ডিইও) ও ডেটা এন্ট্রি অপারেটর গ্রেড এ-র কয়েক হাজার সম্ভাব্য শূন্যপদে নিয়োগের জন্য দরখাস্ত নেওয়া হচ্ছে।

প্রার্থী বাছাই করবে স্টাফ সিলেকশন কমিশন, কম্বাইন্ড হায়ার সেকেন্ডারি লেভেল (১০+২) পরীক্ষা, ২০২১-র মাধ্যমে।

বেতনক্রম: লোয়ার ডিভিশন ক্লার্ক/ জুনিয়র সেক্রেটারিয়েট অ্যাসিস্ট্যান্ট পদের ক্ষেত্রে পে লেভেল টু অনুযায়ী ১৯৯০০-৬৩২০০।

পোর্টাল অ্যাসিস্ট্যান্ট/ সর্টিং অ্যাসিস্ট্যান্ট পদে পে লেভেল ৪ অনুযায়ী ২৫৫০০-৮১১০০ টাকা।

ডেটা এন্ট্রি অপারেটর পদে পে লেভেল ৪ অনুযায়ী ২৫৫০০-৮১১০০ এবং লেভেল ৫ অনুযায়ী ২৯২০০-৯২৩০০ টাকা। ডেটা এন্ট্রি অপারেটর পদে লেভেল ৪ অনুযায়ী ২৫৫০০-৮১১০০ টাকা।

বয়সসীমা: ১ জানুয়ারি ২০২২ তারিখে বয়স হতে হবে ১৮-২৭ বছরের মধ্যে (জন্মতারিখ ২ জানুয়ারি ১৯৯৫ থেকে ১ জানুয়ারি ২০০৪)।

সংরক্ষিত শ্রেণির প্রার্থীরা (বিধবা/বিবাহবিচ্ছিন্না/আইনত পতিসঙ্গ বিচ্ছিন্না সহ) নিয়ম অনুযায়ী বয়সের ঊর্ধ্বসীমায় ছাড় পাবেন। কাদের কী কোড নম্বর তা নিচের লিঙ্কে মূল বিজ্ঞপ্তিতে দেখা যাবে।

যোগ্যতা: লোয়ার ডিভিশন ক্লার্ক/ জুনিয়র সেক্রেটারিয়েট অ্যাসিস্ট্যান্ট, পোস্টাল অ্যাসিস্ট্যান্ট/ সর্টিং অ্যাসস্ট্যিান্ট,

ডেটা এন্ট্রি অপারেটর (ডিইও-সিঅ্যান্ডএজি বাদে) ও ডেটা এন্ট্রি অপারেটর গ্রেড এ পদের ক্ষেত্রে যে-কোনো শাখায় দ্বাদশ শ্রেণি উত্তীর্ণ বা সমতুল।

শুধুমাত্র ডেটা এন্ট্রি অপারেটর (ডিইও)— অফিস অব কম্পট্রোলার অ্যান্ড অডিটর জেনারেল অব ইন্ডিয়া (সিঅ্যান্ডএজি)-র ক্ষেত্রে গণিত সহ বিজ্ঞান শাখায় দ্বাদশ শ্রেণি উত্তীর্ণ হতে হবে।

শিক্ষগত যোগ্যতা সম্পূর্ণ হতে হবে ৭ মার্চ ২০২২ তারিখের মধ্যে।

প্রার্থী বাছাই পদ্ধতি: লিখিত পরীক্ষা ও টাইপিং টেস্ট/ স্কিল টেস্টের মাধ্যমে প্রার্থী বাছাই করা হবে। লিখিত পরীক্ষা হবে দুটি পর্যায়ে। টিয়ার ওয়ান ও টিয়ার টু। লিখিত পরীক্ষায় সফল হলে টিয়ার থ্রি।

টিয়ার ওয়ানে থাকবে জেনারেল ইন্টেলিজেন্স (২৫টি প্রশ্ন, ৫০ নম্বর), ইংলিশ ল্যাঙ্গুয়েজ (২৫টি প্রশ্ন, ৫০ নম্বর), কোয়ান্টিটেটিভ অ্যাপ্টিটিউড (২৫টি প্রশ্ন, ৫০ নম্বর) ও জেনারেল অ্যাওয়্যারনেস (২৫টি প্রশ্ন, ৫০ নম্বর)।

পরীক্ষার সময় ৬০ মিনিট। অবজেক্টিভ টাইপের প্রশ্ন হবে। ইংরেজি বাদে অন্যান্য বিষয়ের প্রশ্ন হবে ইংরেজি ও হিন্দিতে। নেগেটিভ মার্কিং আছে।

এক-একটি ভুল উত্তরের জন্য ০.৫০ নম্বর করে কাটা হবে। টিয়ার টু ১০০ নম্বরের, ডেসক্রিপটিভ। টিয়ার থ্রি-তে স্কিল টেস্ট/ টাইপিং টেস্ট থাকবে, তাতে সফল হতেই হবে,

যদিও তার কোনো নম্বর মেধাতালিকার জন্য বরাদ্দ হবে না। পরীক্ষার সিলেবাস সম্পর্কে বিস্তারিত জানা যাবে নিচের ওয়েবসাইট থেকে।

স্কিল টেস্ট (ডেটা এন্ট্রি অপারেটর পদের জন্য): এক ঘণ্টায় কম্পিউটারে ৮০০০ কি-ডিপ্রেশন স্পিড তুলতে হবে। এই পরীক্ষার জন্য ইংরেজিতে একটি রানিং স্ক্রিপ্ট ম্যাটার দেওয়া হবে।

এই ছাপানো ম্যাটারে ২০০০-২২০০ স্ট্রোকের কম্পোজ থাকবে। প্রার্থীদের সেই মতোই টাইপ করতে হবে। সময় দেওয়া হবে ১৫ মিনিট। স্পিড ছাড়াও কতটা নির্ভুল হল সেটাও দেখা হবে।

টাইপিং টেস্ট (লোয়ার ডিভিশন ক্লার্ক/ জুনিয়র সেক্রেটারিয়েট অ্যাসিস্ট্যান্ট, পোস্টাল অ্যাসিস্ট্যান্ট/ সর্টিং অ্যাসস্ট্যিান্ট): কম্পিউটারে টাইপিং টেস্ট নেওয়া হবে। ইংরেজি টাইপিং-এ মিনিটে ৩৫ বা হিন্দি টাইপিং-এ ৩০ স্পিড (অর্থাৎ ইংরেজিতে ঘণ্টায় ১০৫০০ এবং হিন্দিতে ৯০০০ কি-ডিপ্রেশন) থাকা চাই। ১০ মিনিটের পরীক্ষা।

পরীক্ষাকেন্দ্র: পূর্ব ও উত্তর-পূর্বাঞ্চলের পরীক্ষাকেন্দ্র এবং ব্র্যাকেটে কোড নম্বর (পূর্বাঞ্চলের আঞ্চলিক দপ্তরের ঠিকানা Regional Director (ER), Staff Selection Commission, 1st MSO Building, (8th Floor), 234/4, Acharya Jagadish Chandra Bose Road, Kolkata, West Bengal-700020, ওয়েবসাইট www.sscer.org): কলকাতা (৪৪১০), শিলিগুড়ি (৪৪১৫), আসানসোল (৪৪১৭), পোর্ট ব্লেয়ার (৪৮০২), বোকারো (৪২০১), ধানবাদ (৪২০৬), জামশেদপুর (৪২০৭), রাঁচি (৪২০৫), বালাসোর (৪৬০১), বেরহ্যামপুর-গঞ্জাম (৪৬০২), ভুবনেশ্বর (৪৬০৪), কটক (৪৬০৫), রৌরকেল্লা (৪৬১০), সম্বলপুর (৪৬০৯), গ্যাংটক (৪০০১)।

গুয়াহাটি দিসপুর (৫১০৫), ডিব্রুগড় (৫১০২), জোরহাট (৫১০৭), শিলচর (৫১১১), ইটানগর (৫০০১), ইম্ফল (৫৫০১), শিলং (৫৪০১), আইজল (৫৭০১), কোহিমা (৫৩০২), চুড়াচাঁদপুর (৫৫০২), আগরতলা (৫৬০১), তেজপুর (৫১১২)।

আবেদনের ফি: ১০০ টাকা। এসবিআই চালান/ নেট ব্যাঙ্কিং, ভিম ইউপিআই, যে-কোনো ব্যাঙ্কের ক্রেডিট কার্ড ও ডেবিট কার্ডের (ভিসা, মাস্টার, মায়েস্ট্রো, রুপে) মাধ্যমে আবেদনের ফি দেওয়া যাবে। মহিলা, তপশিলি, শারীরিক প্রতিবন্ধী ও প্রাক্তন সেনাকর্মীদের ফি দিতে হবে না।

ম্যাজাগন ডকে ১৫০১ নন-এগজিকিউটিভ কর্মী নিয়োগের খবর দেখতে ক্লিক করুন

আবেদনের পদ্ধতি: http://ssc.nic.in ওয়েবসাইটে গিয়ে  অনলাইন আবেদন করতে হবে।

বৈধ ইমেল আইডি ও মোবাইল নম্বর থাকতে হবে। গত ৩ মাসের মধ্যে তোলা পাসপোর্ট মাপের (৩.৫x৪.৫ সেমি) রঙিন ফটোও (ফটো তোলার তারিখ যেন ফটোর ওপর স্পষ্ট করে ছাপা থাকে) স্ক্যান করে রাখতে হবে জেপেগ ফর্ম্যাটে ২০-৫০ কেবির মধ্যে।

রেজস্ট্রেশন ও আবেদনের নমুনা পদ্ধতি দেখার জন্য আলাদা করে দেওয়া আছে। অনলাই্ন আবেদন করা যাবে আগামী ৭ মার্চ রাত এগারোটা পর্যন্ত। টিয়ার-ওয়ান পরীক্ষা হবে মে ২০২২-এ। অন্যান্য প্রাসঙ্গিক তথ্য উপরোক্ত ওয়েবসাইট থেকে জনা যাবে (ssc chsl 2022)।

নোটিসটি দেখতে ক্লিক করুন