এসএসসি এমটিএস, ২০২২ পরীক্ষার পদ্ধতি ও সিলেবাস

1898
0
mts 2022 syllabus

দেশজুড়ে কেন্দ্রীয় সরকারের অফিসগুলিতে কয়েক হাজার মাল্টি টাস্কিং (নন টেকনিক্যাল) স্টাফ (ssc mts syllabus) এবং হাবিলদার (সিবিআইসি অ্যান্ড সিবিএন) নিয়োগের জন্য সিলেকশন কমিশনের ২০২১ সালের পরীক্ষার অনলাইন আবেদন গ্রহণ শুরু হয়েছে। অনলাইন আবেদন করা যাবে আগামী ৩০ এপ্রিল ২০২২ তারিখ রাত ১১টা পর্যন্ত। জীবিকা দিশারী ওয়েবসাইটে সেই খবর বিস্তারিত প্রকাশিত হয়েছে।

বিস্তারিত খবর দেখুন : 

মাধ্যমিক যোগ্যতায় এমটিএস নিয়োগের আবেদন শুরু, হাবিলদার ৩৬০৩

দেখে নেওয়া যাক, এই পরীক্ষার পরীক্ষা পদ্ধতি ও বিস্তারিত সিলেবাস :-

পরীক্ষা পদ্ধতি : মাল্টি টাস্কিং স্টাফ ও হাবিলদার পদের জন্য তিনটি ধাপে পরীক্ষা নেওয়া হবে। এর মধ্যে মাল্টি টাস্কিং স্টাফের জন্য রয়েছে পেপার-১ এবং পেপার ২ (ডেস্ক্রিপটিভ), হাবিলদার পদের জন্য ফিজিক্যাল স্ট্যান্ডার্ড টেস্ট দিতে হবে। পরীক্ষার তারিখ সংক্রান্ত বিষয় পরে ওয়েবসাইটে জানিয়ে দেওয়া হবে।

পেপার-১ এর মধ্যে রয়েছে : জেনারেল ইংলিশ ২৫ নম্বর, জেনারেল ইন্টেলিজেন্স ও রিজনিং রয়েছে ২৫ নম্বর, নিউম্যারিক্যাল অপটিটিউড রয়েছে ২৫ নম্বর, জেনারেল অ্যাওয়ার্নেস রয়েছে ২৫ নম্বর। কম্পিউটার বেসড এমসিকিউ পরীক্ষার সময় মোট ৯০ মিনিট।

ইংলিশ ল্যাঙ্গুয়েজ-এর মধ্যে থাকবে ভোকাবুলারি, বেসিক গ্রামার, সেনটেন্স স্ট্রাকচার (বাক্য গঠন), সিনোনিমস, অ্যান্টোনিমস এবং এর ব্যবহার।

জেনারেল ইন্টেলিজেশন এবং রিজনিং-এর মধ্যে থাকবে স্পেস ভিজুয়ালাইজেশন, প্রব্লেম সলভিং, অ্যানালিসিস, জাজমেন্ট, ডিসিশন মেকিং, ভিজ্যুয়াল মেমরি, রিলেশনশিপ কনসেপ্ট, ডিস্ক্রিমিনেটিং অবসার্ভেশন, ফিগার ক্লাসিফিকেশন, অ্যারিথম্যাটিকাল নম্বর সিরিজ, নম্বর ভার্বাল সিরিজ প্রমুখ।

নিউম্যারিক্যাল অপটিটিউড এর মধ্যে থাকছে কম্পিউটেশন অব হল নম্বর, ডেসিমেল, ফ্র্যাকশন, রিলেনসনশিপ বিট্যুইন নম্বরস, ফান্ডামেন্টাল

অ্যারিথম্যাটিকাল অপারেশন, পার্সেন্টেজ, রেসিও এন্ড প্রপোরশন, এভারেজ, ইন্টেরেস্ট, প্রফিট-লস, ডিসকাউন্ট, টেবিল ও গ্রাফের ব্যবহার, রেশিও এন্ড টাইম, টাইম এন্ড ওয়ার্ক প্রভৃতি।

পেপার ২ এর মধ্যে রয়েছে : সংক্ষিপ্ত রচনা এবং লেটার রাইটিং। ইংলিশ বা অন্যান্য আঞ্চলিক ভাষায় লেখা যাবে। দুটি বিষয় ২৫ নম্বর করে মোট ৫০ নম্বরের পরীক্ষা। সময় দেওয়া হবে ৪৫ মিনিট।

জেনারেল অ্যাওয়ার্নেস এর মধ্যে থাকছে সাম্প্রতিক স্পোর্টস, হিস্ট্রি, জিওগ্রাফি, কালচারাল, ইকনমিক সেন্স, জেনারেল পলিটি, সায়েন্টিফিক রিসার্চ সহ বিভিন্ন গুরুত্বপূর্ণ ঘটনাবলী থেকে প্রশ্ন।

হাবিলদার পদের ফিজিক্যাল এফিসিয়েন্সি টেস্ট রয়েছে : পুরুষ প্রার্থীদের জন্য ১৫ মিনিটে ১৬০০ মিটার হাঁটা এবং মহিলা প্রার্থীদের জন্য ২০ মিনিটে ১ কিমি হাঁটা। এছাড়া পুরুষ প্রার্থীদের জন্য ৩০ মিনিটে ৮ কিমি সাইকেলিং, মহিলা প্রার্থীদের জন্য ২৫ মিনিটে ৩ কিমি সাইকেলিং।