রাজ্যে ১৩২ মেডিকেল টেকনোলজিস্ট নিয়োগ

1876
0
Murshidabad Medical college recruitment

রাজ্যের স্বাস্থ্য ও পরিবার কল্যাণ দপ্তরে হেলথ রিক্রুটমেন্ট বোর্ডের (WB Health) মাধ্যমে মেডিকেল টেকনোলজিস্ট (Medical Technologist) পদে নিয়োগের ব্যাপারে বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। বিজ্ঞপ্তি নম্বর R /MT (LAB )/১৪/২০২১। মোট ১৩২ টি মেডিকেল টেকনোলজিস্ট পদে নিয়োগ করা হবে।

শূন্যপদ – ১৩২ টি শূন্যপদের মধ্যে অসংরক্ষিত ৬৭ টি, এসসি ৩০ টি, এসটি ৮ টি, ওবিসি-এ ১৩ টি, ওবিসি-বি ১০ টি এবং পিডব্লিউডি ৪ টি পদ রয়েছে।

শিক্ষাগত যোগ্যতা : প্রার্থীকে ফিজিক্স, কেমিস্ট্রি ও বায়োলজি সহ উচ্চমাধ্যমিক উত্তীর্ন হতে হবে। এছাড়া ওয়েস্ট বেঙ্গল প্যারা মেডিকেল কাউন্সিল অনুমোদিত প্রতিষ্ঠান বা কলেজ থেকে ২ বছরের  মেডিক্যালে টেকনোলজিতে ডিপ্লোমা কোর্স থাকতে হবে। অথবা, বিদেশি যোগ্যতা এবং তার সাথে ১ বছরের মেডিক্যালে টেকনোলজি নিয়ে কোর্স বা মেডিকেল টেকনোলজি স্নাতক যোগ্যতা সম্পন্ন প্রার্থীরা এই পদের জন্য আবেদন করতে পারবেন।

বয়সসীমা – ১ জানুয়ারি, ২০২১ অনুযায়ী বয়স চাওয়া হয়েছে ২১ থেকে ৩৯ বছরের মধ্যে। আপনার জন্ম তারিখ হতে হবে ১ জনুয়ারি, ১৯৮২ থেকে ১ জানুয়ারি, ২০০১ সালের মধ্যে। সংরক্ষিত শ্রেণীর জন্য সরকারি নিয়ম অনুযায়ী বয়সের ছাড় রয়েছে। বেতন – পে লেবেল ৯ অনুযায়ী ২৮,৯০০ এবং এর সাথে অন্যান্য সরকারি ভাতা রয়েছে।

আবেদন – অনলাইনে আবেদন করতে হবে। আবেদন করার আগে পুরো বিজ্ঞপ্তি বিজ্ঞপ্তি ভালো করে পড়ে নিতে হবে। অনলাইনে আবেদন শুরু হয়েছে ৩ নভেম্বর, ২০২১ থেকে। আবেদন গ্রহণ চলবে আগামী ১৮ নভেম্বর, ২০২১ পর্যন্ত। অনলাইনে আবেদন করার সময় সমস্ত প্রয়োজনীয় তথ্যাদি সঠিকভাবে পূরণ করতে হবে। আবেদন ফি – আবেদন ফি লাগবে ১৬০ টাকা। নেট ব্যাংকিং সিস্টেমের সাহায্যে আবেদন ফি জমা করতে হবে। এসসি/এসটি প্রার্থীদের কোনও আবেদন ফি লাগবে না। আবেদন প্রক্রিয়া শেষ হয়ে যাওয়ার পর  আবেদন পত্রের প্রিন্ট আউট বের করে রয়েছে দিতে হবে।

বিজ্ঞপ্তি লিঙ্কক্লিক করুন এখানে

অনলাইন আবেদন লিঙ্কক্লিক করুন এখানে