কারেন্ট অ্যাফেয়ার্স ৬ জুলাই ২০২১

516
0
Current Affairs
Courtesy: Hindustan Times

আন্তর্জাতিক
  • বিশ্বে করোনা সংক্রমণে মোট প্রাণহানির ৪০ লক্ষের সীমা পার করল (৪০০৫০৩০ জন)৷ মোট ১৮৫১৯৫৮৬৮ জন সংক্রমিত হয়েছেন করোনায়৷ বর্তমানে সক্রিয় রোগী দেড় কোটিরও বেশি৷ এখনও বিশ্বজুড়ে সংক্রমণ ঊর্ধ্বমুখী৷ ইজরায়েল জানিয়েছে, নতুন করে সংক্রমিতদের ৫৫ শতাংশ ব্যক্তিরই টিকার দুটি ডোজ নেওয়া হয়েছিল৷ ব্রিটেনে ১৯ জুলাই থেকে সব বিধিনিষেধ তুলে নেওয়ার কথা জানিয়েছেন সেখানকার প্রধানমন্ত্রী বরিস জনসন৷ দিনটিকে “স্বাধীনতা দিবস” বলে চিহ্নিত করেছেন ব্রিটিশরা৷
  • গত ৪ জুলাই স্বাধীনতা দিবস ছিল মার্কিন যুক্তরাষ্ট্রের৷ শহরে ছিল উৎসবের মেজাজও৷ সেই মেজাজেই শিকাগো শহরে শতাধিকস্থানে গুলি চালানোর ঘটনা ঘটেছে৷ এতে ১৪ জন নিহত হয়েছেন৷ গত বছর শিকাগোয় বন্দুকবাজদের গুলিতে ৭৭৪ জনের প্রাণহানি হয়েছিল৷
  • চিনা কমিউনিস্ট পার্টির শততম বর্ষপূর্তির অনুষ্ঠানে বক্তব্য পেশ করলেন পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান৷

 

জাতীয়
  • দেশে ৭৩টি জেলায় করোনা সংক্রমণ ১০ শতাংশের বেশি৷ এর ৪৭টি উত্তরপূর্ব ভারতে৷ বিশেষত অরুনাচল প্রদেশের পরিস্থিতি উদ্বেগজনক বলে জানিয়েছে কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রক৷ দেশে এদিন সংক্রমিত হয়েছেন ৩৪৭০৩ জন৷
  • তিব্বতি ধর্মগুরু দলাই লামার ৮৬ তম জন্মদিনে ফোন করে তাঁকে শুভেচ্ছা জানালেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী৷
  • জেল হেফাজতে খ্রিস্টান যাজক স্ট্যান স্বামীর মৃত্যুর পর ভীমা কোরেগাঁও কাণ্ডে জেলবন্দি সব সমাজকর্মীর মুক্তির দাবিতে রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দকে চিঠি লিখলেন বিরোধী দলনেতারা৷

 

বিবিধ
  • জুন মাসে দেশে জিএসটি আদায় হয়েছে ৯২৮৪৯ কোটি টাকা৷ এই অঙ্ক গত ১০ মাসে সর্বনিম্ন৷
  • মৌলিক গবেষণার জন্য হামবোল্ট রিসার্চ পুরস্কার পেলেন কৌশিক বসু৷ জার্মানির আলেকজাণ্ডার ফন হামবোল্ট ফাউন্ডেশন এই পুরস্কার দেয়৷
  • কলকাতায় পেট্রোলের দাম প্রতি লিটারে ১০০ টাকার অঙ্ক স্পর্শ করল৷ এরমধ্যে উৎপাদন শুল্ক ৩৩ টাকা, মূল্যযুক্ত কর ১৯.৩০ টাকা৷ এই সময়ে পাকিস্তান, বাংলাদেশ, শ্রীলঙ্কায় প্রতি লিটার পেট্রোলের দাম যথাক্রমে ৫১.৯৬, ৭৭.৮৫ ও ৬৮.৬২ টাকা৷ এখন বিশ্ব বাজারে প্রতি ব্যারেল অশোধিত তেলের দর ৭৪.৫৩ ডলার৷ ২০১৪ সালে তা ছিল ১০৮ ডলার৷

 

খেলা
  • কোপা আমেরিকার সেমিফাইনালে ব্রাজিল ১-০ গোলে পরাস্ত করল পেরুকে৷ টানা ১৩ ম্যাচ অপরাজিত রয়েছে ব্রাজিল৷
  • ইউরো কাপের সেমিফাইনালে ইতালি-স্পেন ম্যাচ শেষ পর্যন্ত গড়াল টাই ব্রেকারে৷ সেখানে ৪-২ গোলে জয়ী হল ইতালি৷