কারেন্ট অ্যাফেয়ার্স ১৫ ডিসেম্বর ২০২১

462
0
daily current affairs
Courtesy: The Indian Express

আন্তর্জাতিক
  • বাংলাদেশের স্বাধীনতা প্রাপ্তির বিজয় দিবসের অনুষ্ঠানে অংশ নিতে ঢাকা গেলেন ভারতের রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ। তাঁর সঙ্গে রয়েছেন তাঁর স্ত্রী সবিতা এবং কন্যা স্বাতী। এয়ার ইন্ডিয়া ওয়ান ঢাকায় পৌঁছে তাঁকে স্বাগত জানান বাংলাদেশের রাষ্ট্রপতি মহম্মদ আবদুল হামিদ। তাঁর সম্মানে ঢাকায় রাষ্ট্রপতির বাসভবন `বঙ্গভবন’–এ নৈশভোজ দিয়েছেন হামিদ। এদিন তাঁর সঙ্গে বৈঠক করলেন বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও বিদেশমন্ত্রী এ কে আবদুল মোমেন। ৩২ নম্বর ধানমান্ডী রোডে শেখ মুজিবুর রহমানের বাসভবন ও জাদুঘর পরিদর্শন করেন তিনি।
  • সূর্যের পরিমণ্ডলের আউটার অ্যাটমোসস্ফিয়ার `করোনা’ দিয়ে পরিক্রম করল নাসা প্রেরিত মোটরযান পার্কার সোলার গ্লোব। করোনার মধ্যে ৬০০ ডিগ্রি সেলসিয়াস উষ্ণতায় ১ কোটি ৩০ লক্ষ কিমি পাডিড় দিল পার্কার। নাসার বিজ্ঞানী নিকোললা ফক্স বলেছেন, সূর্যকে ছোঁয়া মহাকাশ অভিযানের একটি মাইলফলক যা চাঁদে মানুষ প্যেঁছনোর মতো সাফল্য.

 

জাতীয়
  • বায়ুসেনার জওয়ান গ্রুপ ক্যাপ্টেন বরুণ সিং প্রয়াত হলেন। ৮ ডিসেম্বর সেনা সর্বাধিনায়ক বি বিবিন রাওয়াতের সঙ্গে নীলগিরিতে কপ্টার ভেঙে পড়ার ঘটনায় তিনি ছিলেন একমাত্র জীবিত সদস্য। ৩৯ বছরের গ্রুপ ক্যাপ্টেন বরুণ সিং ছিলেন ওই সফরের লিয়াজোঁ অফিসার । গত স্বাধীনতা দিবসেই তিনি তৃতীয় সর্বোচ্চ সামরিক সম্মান শ্যের্যচক্র পেয়েছিলেন।

 

খেলা
  • কলকাতার ইস্টবেঙ্গল মাঠে ১২৪তম আইএফএ শিল্ডের ফাইনালে ২-১ গোলে শ্রীনিধি এফসি –কে হারিয়ে চ্যাম্পিয়ন হল রিয়াল কাশ্মীর। এই নিয়ে টানা দুবা তার শিল্ড জিতল। রিয়ালের মেসন ও গোকুলম এফসি-র রহিম ওসুমানু যথাক্রমে শ্রেষ্ঠ ফুটবলার ও সর্বোচ্চ গোলদাতার পুরস্কার জিতলেন।
  • এশীয় চ্যাম্পিয়ন্স ট্রফিতে ভারত ৯-০ গোলে হারাল বাংলাদেশকে।
  • ফুটবলকে বিদায় জানালেন ৩৩ বছরের আর্জেন্টেনীয় ফুটবল তারকা সের্গিও আগুয়েরো। দেশের হয়ে ১০১ ম্যাচে ৪১টি গোল আছে তাঁর। আটলেটিকো মাদ্রিদে ১৭৫ ম্যাচে ৭৪, ম্যাঞ্চেস্টার সিটিতে ৩৯০ ম্যাচে  ২৬০টি, বার্সেলোনার হয়ে ৫ ম্যাচে ১টি গোল রয়েছে তাঁর। চিকিতসকদের পরামর্শেই তাঁকে এই সময়ে অবসর নিতে হল।

 

বিবিধ
  • ইউনেস্কোর আবহমান সাংস্কৃতিক ঐতিহ্য তালিকায় এশিয়ার প্রথম উতসব হিসেবে স্থান অর্জন করে নিল কলকাতার দুর্গাপুজো। প্যারিসে ইউনেস্কোর ইনট্যানজিবল কালচারাল হেরিটেজ ফর হিউম্যানিটি–এর ১৬ তম কমিটি বৈঠকে ৪৮টি প্রস্তাবের মধ্যে ৩১টি সংযোজিত হল যার একটি কলকাতার দুর্গাপুজো।