উচ্চমাধ্যমিক যোগ্যতায় ইন্ডিয়ান অয়েলে কাজের সুযোগ

2820
0
IOCL Apprentice Recruitment 2024

ইন্ডিয়ান অয়েলের ইস্টার্ন রিজিয়নে ৫৪৮ জন অ্যাপ্রেন্টিস নিয়োগ করা হবে অ্যাপ্রেন্টিস অ্যাক্ট অনুযায়ী (indian oil apprentice 2021)।

বিজ্ঞপ্তি নম্বর: IOCL/MKTG/ER/APPR/2021-22/1.

রাজ্য অনুযায়ী শূন্যপদ: পশ্চিমবঙ্গ: ২৩৬ (অসংরক্ষিত ১০৪, ইডব্লুএস ২২, তপশিলি জাতি ৫১, তপশিলি উপজাতি ১০, ওবিসি এনসিএল ৪৯)।

বিহার: ৬৮ (অসংরক্ষিত ৩৮, ইডব্লুএস ৬, তপশিলি জাতি ৯, ওবিসি এনসিএল ১৫)।

ওড়িশা: ৬৯ (অসংরক্ষিত ৩৪, ইডব্লুএস ৬, তপশিলি জাতি ৯, তপশিলি উপজাতি ১৩, ওবিসি এনসিএল ৭)।

ঝাড়খণ্ড: ৩৫ (অসংরক্ষিত ২০, ইডব্লুএস ২, তপশিলি জাতি ৩, তপশিলি উপজাতি ৭, ওবিসি এনসিএল ৩)।

আসাম: ১১৯ (অসংরক্ষিত ৫৭, ইডব্লুএস ১১, তপশিলি জাতি ৮, তপশিলি উপজাতি ১৩, ওবিসি এনসিএল ৩০)।

বয়সসীমা: ৩১ অক্টোবর ২০২১ তারিখের হিসেবে বয়স হতে হবে ১৮-২৪ বছরের মধ্যে, সংরক্ষিত শ্রেণির প্রার্থীরা নিয়ম অনুযায়ী বয়সের ঊর্ধ্বসীমায় ছাড় পাবেন।

যোগ্যতা: ১. টেকনিশিয়ান অ্যাপ্রেন্টিস: মেকানিক্যাল/ ইলেক্ট্রিক্যাল/ ইনস্ট্রুমেন্টেশন/ সিভিল/
ইলেক্ট্রিক্যাল অ্যান্ড ইলেক্ট্রনিক্স/ ইলেক্ট্রনিক্স ইঞ্জিনিয়ারিংয়ে ন্যূনতম ৫০ শতাংশ নম্বর নিয়ে তিন বছরের পূর্ণ সময়ের ডিপ্লোমা।

২. ট্রেড অ্যাপ্রেন্টিস (ফিটার/ ইলেক্ট্রিশিয়ান/ ইলেক্ট্রনিক মেকানিক/ ইনস্ট্রুমেন্ট মেকানিক/ মেশিনিস্ট):

৩. ফিটার/ ইলেক্ট্রিশিয়ান/ ইলেক্ট্রনিক মেকানিক/ ইনস্ট্রুমেন্ট মেকানিক/ মেশিনিস্ট ট্রেডে পূর্ণ সময়ের আইটিআই।

৪. নন-টেকনিক্যাল ট্রেড অ্যাপ্রেন্টিস (অ্যাকাউন্ট্যান্ট): যে কোনো শাখায় ন্যূনতম ৫০ শতাংশ নম্বর নিয়ে পূর্ণ সময়ের স্নাতক।

৫. নন-টেকনিক্যাল ট্রেড অ্যাপ্রেন্টিস (ডেটা এন্ট্রি অপারেটর): ন্যূনতম ৫০ শতাংশ নম্বর নিয়ে দ্বাদশ শ্রেণি বা সমতুল পাশ।

৬. নন-টেকনিক্যাল ট্রেড অ্যাপ্রেন্টিস (ডেটা এন্ট্রি অপারেটর, স্কিল সার্টিফিকেট হোল্ডার): ন্যূনতম ৫০ শতাংশ নম্বর নিয়ে দ্বাদশ শ্রেণি বা সমতুল পাশ সঙ্গে অন্তত এক বছরের সময়সীমার স্কিল সার্টিফিকেট।

৭. নন-টেকনিক্যাল ট্রেড অ্যাপ্রেন্টিস (রিটেল সেলস অ্যাসোসিয়েট): দ্বাদশ শ্রেণি পাশ।

৮. নন-টেকনিক্যাল ট্রেড অ্যাপ্রেন্টিস (রিটেল সেলস অ্যাসোসিয়েট, স্কিল্ড সার্টিফিকেট হোল্ডার): দ্বাদশ শ্রেণি পাশ সঙ্গে অন্তত এক বছরের সময়সীমার ট্রেনিংয়ের স্কিল সার্টিফিকেট।

সবক্ষেত্রেই কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় বা ইনস্টিটিউট বা বোর্ড থেকে পাশ করে থাকতে হবে এবং তপশিলি জাতি/ উপজাতি ও শারীরিক প্রতিবন্ধী প্রার্থীরা নম্বরের ক্ষেত্রে ৫ শতাংশ ছাড় পাবেন।

মাধ্যমিক যোগ্যতায় নেভিতে নিয়োগের খবর দেখতে ক্লিক করুন

আবেদনের পদ্ধতি: www.iocl.com ওয়েবসাইটে গিয়ে অনলাইন আবেদন করতে হবে। বৈধ ইমেল আইডি ও মোবাইল নম্বর থাকতে হবে।

অনলাইন আবেদন করা যাবে আগামী ৫ নভেম্বর সকাল ১১টা থেকে ৪ ডিসেম্বর ২০২১ তারিখ বিকাল ৫টা পর্যন্ত। অন্যান্য প্রাসঙ্গিক তথ্য সময়মতো উপরোক্ত ওয়েবসাইট থেকে জানা যাবে (indian oil apprentice 2021)।

  নোটিসটি দেখতে ক্লিক করুন