কি করে অভিযোগ জানাবেন আপার প্রাইমারি মেধা তালিকা নিয়ে

1420
0
ssc, ssc tet, ssc Upper Primary Tet, Upper Primary Result

আদালতের নির্দেশে জানিয়েই দেওয়া হয়েছে, আপার প্রাইমারির ( ssc upper primary) নতুন তালিকা নিয়ে কোন প্রার্থীর অভিযোগ থাকলে তা সরাসরি এসএসসিকে জানাতে। সেইমতো নির্দেশিকা জারি করলো রাজ্য স্কুল সার্ভিস কমিশন। আগামী দু সপ্তাহের মধ্যে অভিযোগ জানতে হবে।

স্কুল সার্ভিস কমিশনের নির্দেশ অনুযায়ী : 

১) সরাসরি এসএসসি অফিস গিয়ে অভিযোগ জমা দিতে পারেন। আপনার সমস্ত প্রয়োজনীয় ডকুমেন্ট এবং অভিযোগ পত্র একটি মুখ বন্ধ খামে জমা দিতে হবে। খামের ওপর লিখে দিতে হবে ” GRIEVANCES REDRESSAL PRAYER IN CONNECTION WITH 1st SLST (AT), 2016 For Upper Primary Level”

২) যাঁরা রেজিস্টার্ড বা স্পিড পোস্টের মাধ্যমে অভিযোগ পাঠাতে চান, তারাও সিল খামে অভিযোগ পত্র সহ সমস্ত ডকুমেন্ট এসএসসি ঠিকানায় পাঠাবেন। খামের ওপর উল্লেখ করে দিতে হবে ” GRIEVANCES REDRESSAL PRAYER IN CONNECTION WITH 1st SLST (AT), 2016 For Upper Primary Level”

৩) ই – মেল মারফত এই অভিযোগ জানানো যাবে। যে ই – মেল আইডিতে এই অভিযোগ পাঠাবেন সেটি হল – “grievanceredress@wbcssc.co.in”

প্রার্থীদের নাম, জেন্ডার, জন্ম তারিখ, বিষয়, মিডিয়াম, রোল নম্বর, ক্যাটাগরি অব ভ্যাকান্সি অবশ্যই উল্লেখ করতে হবে।

 

অফিসিয়াল নোটিফিকেশন