কলকাতা বন্দরে ইঞ্জিনিয়ার নিয়োগ

932
0
Shyama Prasad Mukherjee Port Recruitment

কলকাতার শ্যামা প্রসাদ মুখার্জি পোর্টের কলকাতা ডক সিস্টেমের অধীন সিভিল ইঞ্জিনিয়ারিং দপ্তরে চুক্তির ভিত্তিতে জুনিয়র ইঞ্জিনিয়ার (সিভিল) নিয়োগ করা হবে। Shyama Prasad Mukherjee Port Recruitment

বয়সসীমা: ১ মে ২০২৩ তারিখের হিসেবে বয়সের ঊর্ধ্বসীমা ৩৫ বছর।

যোগ্যতা: কোনো স্বীকৃত ইনস্টিটিউট থেকে সিভিল ইঞ্জিনিয়ারিংয়ে ডিপ্লোমা। কোনো সরকারি/ আধা সরকারি/ সরকার অধিগৃহীত/ লার্জ প্রাইভেট সেক্টরে সিভিল ইঞ্জিনিয়ারিংয়ে অন্তত তিন বছরের কাজের অভিজ্ঞতা থাকতে হবে।

বিই/ বিটেক যোগ্যতা এবং সিভিল ইঞ্জিনিয়ারিংয়ে প্রোজেক্ট মনিটরিংয়ের কাজের অভিজ্ঞতার প্রার্থীরা অগ্রাধিকার পাবেন।

মাধ্যমিক যোগ্যতায় গ্রামীণ ডাক সেবক

পারিশ্রমিক:  প্রতি মাসে ৩২০০০ টাকা।

প্রার্থী বাছাই পদ্ধতি: মেধাতালিকার ভিত্তিতে বাছাই প্রার্থীদের ইন্টারভিউয়ের মাধ্যমে প্রার্থী বাছাই করা হবে।

এনটিপিসিতে ৩০০ অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার

আবেদনের পদ্ধতি: আবেদন করতে হবে নির্দিষ্ট বয়ানে। পূরণ করা আবেদনপত্র ও যাবতীয় প্রমাণপত্রাদির স্ব-প্রত্যয়িত জেরক্স পাঠাতে হবে The Chief Engineer, Shyama Prasad Mookerjee Port, at 6, Fairlie Place (Ware House), 2nd Floor, Kolkata- 700001 ঠিকানায়।

টাটা স্টিলে ট্রেনি ইঞ্জিনিয়ার

খামের উপরে লিখতে হবে ‘Application for Engagement of Junior Engineer (Civil) on contract’

পূরণ করা আবেদনপত্র ও অন্যান্য নথি নির্দিষ্ট ঠিকানায় পৌঁছতে হবে ৩০ জুন ২০২৩ তারিখের মধ্যে। Shyama Prasad Mukherjee Port Recruitment

নোটিসটি দেখতে ক্লিক করুন

 

ভালো সিভি লেখার গুরুত্বপূর্ণ দশটি নিয়ম